
সংবাদ বিজ্ঞপ্তি
বৌদ্ধ ফোরাম কক্সবাজার জেলার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে ৩১ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটি হলো আহ্বায়ক অ্যাডভোকেট সম্যৎক দৃষ্টি বড়ুয়া (কক্সবাজার), সদস্য সচিব মিথুন বড়ুয়া বোথাম (রামু), পুলুমং রাখাইন সিনিয়র যুগ্ম আহ্বায়ক (টেকনাফ), সুজন বড়ুয়া যুগ্ম আহ্বায়ক (উখিয়া), যুগ্ম আহ্বায়ক আলুরী রাখাইন (হারবাং), মংহ্লায়ই রাখাইন (চকরিয়া), আজাই মং রাখাইন (পেকুয়া)।
তারা সবার সিদ্ধান্ত মতে শিগগিরই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।