
রামু সংবাদদাতা :
কক্সবাজারের রামুতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত আবদুল মন্নান (৩৮) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকার দুর্ধর্ষ ডাকাত মছন আলীর ছেলে।
রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মন্নান ডাকাতের নেতৃত্বে একটি ডাকাতদল ওই এলাকার রশিদের বাড়িতে প্রবেশ করে লুটপাট শুরু করে। একপর্যায়ে বাধা দেওয়ায় বাড়ির এক সদস্যকে ছুরিকাঘাত করে মন্নান।
লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় পরিবারের অন্যান্য সদস্যদের আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এসে ডাকাত দলের প্রধান মন্নানকে হাতেনাতে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মন্নান।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, “গণপিটুনিতে ডাকাত মন্নানের মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
স্থানীয়রা আরও জানিয়েছেন, মন্নান দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও ভীতি ছড়িয়ে রেখেছিল। রাত নামলেই তার দলবল নিয়ে শুরু হতো চুরি, ছিনতাই, গরু চুরি, এমনকি নারীদের উত্যক্ত করার মতো ঘটনাও।
থানায় একাধিকবার মৌখিক অভিযোগ জানানো হলেও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে বাসিন্দারা দাবি করেছেন।
তারা জানান, এখন তার মৃত্যুর পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।