
এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া
কক্সবাজারের উখিয়ায় গ্যাস্ট্রিকের ওষুধের বদলে ভুল করে ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করে মরিয়ম বেগম (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মরিয়ম বেগম পেটের ব্যথা অনুভব করলে তিনি তার ছেলেকে স্থানীয় একটি মুদি দোকানে গ্যাস্ট্রিকের ওষুধ আনতে পাঠান। কিন্তু দোকানদার ভুল করে গ্যাস্ট্রিকের ওষুধের বদলে ইঁদুর মারার একটি ট্যাবলেট দিয়ে দেন। মরিয়ম বেগম ওষুধটি সেবন করার সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মরিয়ম বেগম হরিণমারা গ্রামের আবুল হাসেমের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দোকানদার মৌলভী হাসান আলী দীর্ঘদিন ধরে ড্রাগ লাইসেন্স ছাড়াই মুদি পণ্যের পাশাপাশি ওষুধ ও কীটনাশক বিক্রি করে আসছেন।
তারা বলেন, প্রশাসনকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।