
সিবিএন ডেস্ক :
আগামী জুলাই মাস থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। এ লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে।
কক্সবাজার হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে, যেখানে চালু হবে আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি কার্গো ফ্লাইটও। সমুদ্র উপকূলবর্তী এই বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণসহ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন কাজ প্রায় শেষ পর্যায়ে। চলছে উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতিও।
বিমানবন্দরটি চালু হলে বিদেশি পর্যটকের আগমন বাড়বে এবং পর্যটননির্ভর কক্সবাজার অর্থনৈতিকভাবে আরও লাভবান হবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এদিকে, ২৬ জুন কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন পরিদর্শন করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।