Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogকুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের ১ লক্ষ টাকা...

কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের ১ লক্ষ টাকা অনুদান

সংবাদ বিজ্ঞপ্তি:
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোয়ারখালী গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত কোস্ট ফাউন্ডেশনের ঋণ ও উন্নয়ন কর্মকর্তা নুরুল আবছারের স্ত্রী সায়মা সাকী কে এক লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।

৩০ জিন দুপুর ১২টায় সংস্থার উপ নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক নিহত নুরুল আবছারের বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে চেকটি তুলে দেন।

চেক বিতরণে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, বড়ঘোপ ইউনিয়ন পরিষদ সদস্য আজিজুল হক, সংস্থার আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গির আলম, আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হোসেন, উর্ধ্বতন সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক তানজিরা খাতুন,শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সহকারি কমিশনার বলেন, “এটি একটি সুন্দর দৃষ্টান্ত যে, কোস্ট ফাউন্ডেশন নিজেই মরহুম নুরুল আবছারের বাড়িতে সহায়তা নিয়ে হাজির হয়েছে। এমন মানবিক কাজ সত্যিই প্রশংসার দাবিদার।”

উপ নির্বাহী পরিচালক বলেন,“যদিও নুরুল আবছার আমাদের সাথে মাত্র তিন মাস কাজ করেছেন, তারপরেও তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কোস্ট ফাউন্ডেশন সবসময় কর্মীদের প্রতি আন্তরিক এবং তাদের প্রতি সহানুভূতিশীল।

উল্লেখ্য যে, গত ১৪ জুন ২০২৫ তারিখে ঈদগাও কলেজের সামনে সিএনজি-তিশা বাসের সংঘর্ষে কোস্ট ফাউন্ডেশনের ঈদগাঁও শাখার ঋণ ও উন্নয়ন কর্মকর্তা নুরুল আবছার (২৮) নিহত হন। খবর পেয়ে কোস্ট ফাউন্ডেশনের একদল সহকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার সহকর্মীরা হাসপাতাল থেকে দাফন পর্যন্ত সকল প্রক্রিয়ায় সহায়তা করেন এবং পরিবারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন।

নুরুল আবছার ছিলেন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান একজন কর্মকর্তা। তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কোস্ট পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments