Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogমিথ্যা সংবাদকারীদের লিগ্যাল নোটিশ

মিথ্যা সংবাদকারীদের লিগ্যাল নোটিশ

লিগ্যাল নোটিশ
প্রাপক
জনাব সম্পাদক/পরিচালক
চ্যানেল উখিয়া

সম্পাদক/পরিচালক
ভোরের আলো

প্রেরক,
জনাব নুরুল হক
পিতা: মরহুম মমতাজুল হক, সাং- ধামনখালী, পোঃ- বালুখালী, থানা: উখিয়া, জেলা: কক্সবাজার
এর পক্ষে
এডভোকেট আহমেদ নাসির উদ্দীন, জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার
মোবাইল নং : ০১৮১৮৯১৩৫৫৭

জনাব,
আপনারা নোটিশ গ্রহীতাদের এই মর্মে জানানো যাইতেছে যে, অদ্য উখিয়া উপজেলার রহমতের বিল সীমান্ত থেকে বিজিবি কিছু ইয়াবা আটক করে এবং আসামি ও আটক করে যথারীতি বিজিবি সুনির্দিষ্ট আসামির বিরুদ্ধে মামলাও দায়ের করে।
কিন্তু আপনারা আপনাদের উপরোক্ত শিরোনামের facebook আইডি থেকে আমার মক্কেলের বিরুদ্ধে নানান কুৎসামূলক সংবাদ পরিবেশন করেছেন। যে সংবাদ মামলা এবং ঘটনার আমার মক্কেলের কোন সম্পর্ক নেই।
উক্ত মামলায় আমার মক্কেলের কোন সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে মানহানিমূলক সংবাদ পরিবেশন করে হয়রানি করার চেষ্টা করিতেছেন। অত্র নোটিশ প্রচারের পর অনতিবিলম্বে উক্ত সংবাদ প্রত্যাহার এবং দুঃখ প্রকাশ করিবেন। অন্যতায় আমার মক্কেল আপনাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিবেন।
আমার মক্কেল এলাকার একটি স্বনামধন্য বংশের এবং পরিবারের সন্তান। তাকে মাদকের মত বিষয়ে সংবাদে জড়িত করা গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমার মক্কেল মনে করেন।
তাই অনতিবিলম্বে এই মিথ্যা সংবাদ প্রত্যাহার করিবেন।
ইহা অতীব জরুরী।

আহমেদ নাসির উদ্দিন
এডভোকেট
জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার
মোবাইল নং : ০১৮১৮৯১৩৫৫৭

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments