Wednesday, July 2, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogজুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি চললে রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি চললে রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা চললে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের সময় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নাহিদ বলেন, “জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে গড়িমসি শুরু হয়েছে। কেউ যদি মনে করে রাজপথের মানুষ ঘরে ফিরে গেছে, তাহলে তারা ভুল করছে। আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি—বাংলার প্রতিটি পথে, প্রান্তরে গিয়ে ছাত্র-জনতা, তরুণ-শ্রমিকদের রাজপথে ডেকে আনব।”

তিনি জানান, আগামী ৩ আগস্ট ঢাকামুখী পদযাত্রা অনুষ্ঠিত হবে। “আমরা ঢাকায় এসে সনদ আদায় করেই ফিরব,”—জোর দিয়ে বলেন নাহিদ।

তিনি আরও বলেন, “পীরগঞ্জের এই পবিত্র মাটি, যেখানে আবু সাঈদ শায়িত, সেখান থেকেই আমাদের ‘জুলাই পদযাত্রা’ শুরু। আবু সাঈদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। তিনি যেমন পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, তেমনি আমরাও স্বৈরাচারবিরোধী লড়াইয়ে দৃঢ়প্রতিজ্ঞ।”

এক বছর আগে ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, তার উল্লেখ করে নাহিদ বলেন, “শুধু কোটা সংস্কার নয়—এই আন্দোলন ধীরে ধীরে গণবিস্ফোরণে রূপ নেয়, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটায়। শহীদ আবু সাঈদের মৃত্যু সেই বিপ্লবের গতি ত্বরান্বিত করে।”

নাহিদ বলেন, “১৬ জুলাইয়ের পর থেকে দেশজুড়ে ছাত্র-তরুণদের রাজপথে ঢল নামে। সেই ক্ষোভ থেকে শুরু হয়েছিল নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনের দাবিও। আমরা এখন সেই ‘জুলাই পদযাত্রা’কে বলছি—দেশ গড়তে জুলাই পদযাত্রা।”

তিনি বলেন, “শুধু সরকার পতন নয়, আমাদের লক্ষ্য একটি নতুন বাংলাদেশ গড়া। এজন্য চাই বিচার, সংস্কার ও নতুন সংবিধান। এই তিনটি দাবিই আমরা আজ আবু সাঈদের কবর থেকে পুনরায় উচ্চারণ করছি।”

অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ সব শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments