Thursday, July 3, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogপটিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি

পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি

চট্টগ্রামের পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে থানার প্রবেশপথে অবস্থান নেন তারা। এ সময় ‘ওসির পদত্যাগ চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে থানা চত্বর।

অন্যদিকে, থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেয় পুলিশ সদস্যরা।

জানা গেছে, মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর দেকে পটিয়া স্টেশন থেকে আটক করে থানায় সোপর্দ করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পটিয়া থানার ওসি জায়েদ নূর গ্রেপ্তারে অনীহা প্রকাশ করেন। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী, এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন।

ঘটনার প্রতিবাদে বুধবার সকালে আন্দোলনকারীরা থানার সামনে অবস্থান নেন এবং ওসির অপসারণ দাবি করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ বলেন, “যতক্ষণ পর্যন্ত ওসি জায়েদ নূরকে অপসারণ করা না হবে, ততক্ষণ আমাদের অবস্থান চলবে।”

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, “আন্দোলনকারীরা থানার সামনে কিছু দাবি নিয়ে অবস্থান নিয়েছে। বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে, আশা করি দ্রুত সমাধান হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments