Saturday, April 19, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogCoast Foundation Ngo Job 2024

Coast Foundation Ngo Job 2024

সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম NGO JOB BD ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। Coast Foundation Ngo Job 2024, কোস্ট ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও মানভিত্তিক স্বাধীন অলাভজনক বেসরকারি এনজিও সংস্থা। কোস্ট ফাউন্ডেশন ১৯৯৮ সাল থেকে উপকূলীয় দরিদ্রদের বেঁচে থাকার কৌশল বাস্তবায়নের জন্য কাজ করে আসছে। কোস্ট ফাউন্ডেশন

Coast Foundation Ngo Job 2024

প্রতিষ্ঠানের নাম 

কোস্ট ফাউন্ডেশন 

চাকরির ধরণ

এনজিও 

পদ সংখ্যা

৩০ জন

আবেদন করার নিয়ম 

সরাসরি 

ক্যাটাগরি

১টি

বিজ্ঞপ্তি প্রকাশ 

১৭ সেপ্টেম্বর ২০২৪

তাদের কার্যক্রম আরও বৃদ্ধি করার লক্ষ্যে ১ টি ক্যাটাগরিতে ৩০ জন জনবল নিয়োগ নেওয়া হবে। ১৭সেপ্টেম্বর ২০২৪ ইং  Coast Foundation Ngo Job 2024 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আপনারা যারা Coast Foundation Ngo Job 2024 নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলেন, আগ্রহী যোগ্য প্রার্থীগণ আবেদন করতে পারেন।

Coast Foundation Ngo Job 2024

পদের নাম: শাখা ব্যবস্থাপক
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (কোন পরীক্ষাতেই তৃতীয় বিভাগ সমমানের জিপিএ গ্রহণ করা হবে না)
অভিজ্ঞতা: যেকোনো ক্ষুদ্রঋন প্রতিষ্ঠানে ২ বছর শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ মোটরসাইকেল লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে।

বেতন ভাতা: স্থায়ীকরনের পূর্বে ৪০,৯৩৭ টাকা, ৬ মাস পরে মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরন করাCircular হবে। স্থায়ীকরনের পরে বেতন হবে ৪৫,০৩১/- টাকা, এবং মোটরসাইকেল বিল ৩০০০ টাকা ও মোবাইল বিল ৪০০ টাকা প্রদান করা হবে।
দায় দায়িত্ব: ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা পরিচালনা করা
বয়স: ২৫-৩৫ বছর
কর্মএলাকা: কক্সবাজার, চট্টগ্রাম, বৃহত্তর নোয়াখালী ও বরিশাল বিভাগের বিভিন্ন উপজেCircularলা ও ইউনিয়ন। 

Coast Foundation Ngo Job 2024

তারিখ সময় 

পরীক্ষার স্থান

মন্তব্য 

১৪ অক্টোবর ২০২৪ সকাল ১০:০০ ঘটিকা 

কোস্ট চট্টগ্রাম ব্যবস্থাপনা কেন্দ্র, রোড নং #১১ বাড়ি নং #২৬১, চান্দগাও আবাসিক এলাকা চট্টগ্রাম। 

যারা কক্সবাজার, চট্টগ্রাম বৃহত্তর নোয়াখালী কাজ করতে আগ্রহী। 

০৪ অক্টোবর ২০২৪ সকাল ১০:০০ ঘটিয়ে ঘটিকা

কোস্ট বরিশাল ব্যবস্থাপনা কেন্দ্র, ফুলঝুড়ি হাউজ হোল্ডিং নং #২২৩৬, নবগ্রাম রোড সদর বরিশাল। 

যারা বরিশাল,ভোলা,পটুয়াখালী, ঝালকাঠি কাজ করতে আগ্রহী 

কোস্ট ফাউন্ডেশন (https://coastbd.net/) চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে প্রভিডেন্ট ফান্ড, ২টি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান।, গ্রাচ্যুইটি, চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে। মাঠ পর্যায়ে সপ্তাহে দুই দিন ছুটির ব্যবস্থা রয়েছে এবং পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার সুব্যবস্থা আছে। তাছাড়া প্রতিবছর কর্ম দক্ষতার ভিত্তিতে বাৎসরিকভাবে নিদিষ্ট হারে বেতন বৃদ্ধি হতে পারে। (Ngo Job 2024)

সাক্ষাতকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি। (১৫ দিনের পূর্বে তোলা ছবি গ্রহনযোগ্য নয়), বর্তমান চাকরির প্রমান স্বরুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইডি কার্ড সাথে আনতে হবে। সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের রঙ্গীন অনুলিপি ও মূলকপি, নিজ উপজেলা পরিষদের ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে এবং পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে। সকল সনদপত্রের ১ কপি করে অনুলিপি সঙ্গে আনতে হবে।। ছাত্র, ধূমপায়ী এবং মটরসাইকেল/বাইসাইকেল চালনায় অনাগ্রহীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নাই। কোন প্রার্থীর নারী বা শিশুর প্রতি শোষন বা যৌন নির্যাতনের কোন অভিযোগ থাকলে বা প্রমানিত হলে তার প্রার্থীতা বা নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউড চেক করা হবে। প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোন সদস্যকে বাল্যবিবাহ দিবে না এই মর্মে অধীকার করতে হবে। কোস্ট ফাউন্ডেশন নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিবে।

বিজ্ঞপ্তি দেখুন

PalongTV Online
PalongTV Onlinehttps://palongtv.online
Hi, You can Find Latest news in our Website
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments