Saturday, April 19, 2025
PalongTV OnlinePalongTV Online
Homeচট্টগ্রামচবির নতুন উপাচার্য হচ্ছেন ড. ইয়াহ্ইয়া আখতার

চবির নতুন উপাচার্য হচ্ছেন ড. ইয়াহ্ইয়া আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তবে এ নিয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়নি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ফোনে বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক ইয়াহ্ইয়া। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চবির নতুন উপাচার্য হওয়ার বিষয়টি আমাকে ফোনে জানিয়েছেন।’

এ সময় তিনি বলেন, ‘ফোনে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। বলতে গেলে বহু সময় লাগবে। শিক্ষা উপদেষ্টা বলেছেন আপনাকে আমরা চবির উপাচার্য হিসেবে পছন্দ করেছি। বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সব ধরনের সাহায্য, সহযোগিতা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে থেকে করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। বিশ্ববিদ্যালয়ে কিভাবে শিক্ষার মান আরও বাড়ানো যায় সে বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।’

অধ্যাপক ইয়াহ্ইয়া চবির রাজনীতি বিজ্ঞান বিভাগে ১৯৮২ সাল থেকে শিক্ষকতা শুরু করেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

চবির এই অধ্যাপক মূলত রাজনীতি, সমাজতত্ত্ব ও লোকপ্রশাসন বিষয়ে গবেষণামূলক লেখালেখি করেন। তাছাড়া তিনি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা ও সমসাময়িক রাজনীতি নিয়ে পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

PalongTV Online
PalongTV Onlinehttps://palongtv.online
Hi, You can Find Latest news in our Website
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments