Wednesday, July 2, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogআগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই করা দল নিয়ে...

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই করা দল নিয়ে জাতীয় সরকার গঠন করবে: শাহজাহান চৌধুরী

আব্দুস সালাম, টেকনাফ;

টেকনাফ সদর ইউনিয়ন বিশাল যুব সমাবেশে কক্সবাজার জেলা বিএনপি সভাপতি,সাবেক হুইপ ও এমপি শাহজাহান চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যে সকল দল আওয়ামী লীগের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই করেছে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।

শুক্রবার ২৭ সেপ্টেম্বর দুপুরে টেকনাফ সদর ইউনিয়ন যুবদলের কর্তৃক আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,মাদক, অপহরণ বাড়লে দেশের শান্তির জন্য হুমকির মুখে পড়বে। পাহাড়ের সশস্ত্র অপহরণকারীদের শেকড় সমূলে উচ্ছেদ করতে যৌথ অভিযান পরিচালনা করা অতীব জরুরি হয়ে পড়েছে। টেকনাফ সীমান্তের মানুষ শান্তি চাই। আওয়ামী লীগের ছত্রছায়ায় এসব অপরাধীরা ছাড় পেয়ে অপরাধের স্বর্গ রাজ্যে পরিণত করেছে। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার এ দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করে জনগণের সরকার গঠনের ব্যবস্থা করা মাধ্যমে সত্যিকারের সফলতা আসবে। বর্তমান সরকারকে সকল ধরনের সহযোগিতা করবে বিএনপি। যাতে টেকনাফকে নিরাপদ শহর বানাব, এই টেকনাফ হবে শান্তির জনপদ।

টেকনাফ সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল আলমের সভাপতিত্বে সদস্য সচিব আদুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান সিদ্দিকী, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সি. সহ-সভাপতি মো. হাশেম সিআইপি, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রাশেদুল করিম মার্কিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী। বক্তব্য রাখেন,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর,সাধারণ সম্পাদক মো. তাহের, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জালাল, যুগ্ম আহ্বায়ক মোক্তার,যুগ্ম আহ্বায়ক গিয়াস,যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা,যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহ রানা,যুগ্ম আহ্বায়ক সেলিম উল্লাহসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এর আর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুব সমাবেশে নেতাকর্মীরা যোগদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments