Thursday, July 3, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogনাইক্ষ্যংছড়িতে এক কোটি ৪০ লক্ষ টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি

নাইক্ষ্যংছড়িতে এক কোটি ৪০ লক্ষ টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি

মো. জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি;

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্ত থেকে বিজিবির অভিযানে কোটি টাকার ক্রিস্টাল‌ মেথ আইস উদ্ধার করেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবস্থিত কক্সবাজার ৩৪ বিজিবির দায়িত্ব পূর্ণ এলাকায় তুমব্রু বিওপির বিশেষ টহল দল বিওপি থেকে উওর-পশ্চিমে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর চিকন পাতা বাগানের পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন ১কেজি ক্রিস্টাল‌ মেথ আইস উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারকৃত এসব আইসের আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লক্ষ টাকা বলে জানা যায়। এসব মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইস কক্সবাজার ব্যাটালিয়ন সদরে প্রেরণ করা হয়েছে বলে জানান বিজিবি।

৩৪ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক এর দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রুর বিওপির টহল দল অভিযান চালিয়ে এ মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেন। এই সময় বিজিবির অভিযান টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য সীমান্তের মাদক পাচারকারীগণ অবৈধ পন্থায় পার্শ্ববর্তী মিয়ানমার থেকে এনে, অন্যত্রে পাচারের জন্য চেষ্টা করেছিল। বিজিবির কঠোরতায় মাদক পাচারকারীগণ সফল হতে পারেনি।

এদিকে সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনায় ৩৪ বিজিবিকে সাধুবাদ জানান এলাকাবাসী। এছাড়াও মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনায় আরো কঠোর ভূমিকা পালনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments