Thursday, July 3, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogদেশের পূর্বাঞ্চলে বন্যায় কৃষি ও বনায়নে ১৪ হাজার কোটি টাকার ক্ষতি

দেশের পূর্বাঞ্চলে বন্যায় কৃষি ও বনায়নে ১৪ হাজার কোটি টাকার ক্ষতি

সিবিএন ডেস্ক:

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রোববার (৬ অক্টোবর) সিপিডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এ তথ্য প্রকাশ করে।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ জিডিপির ০.২৬ শতাংশ, যার মোট পরিমাণ ১৪ হাজার ৪২১ কোটি টাকা। এরমধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যার পরিমাণ ৫ হাজার ১৬৯ কোটি টাকা।

অবকাঠামো খাতে ক্ষতি হয়েছে ৪ হাজার ৬৫৩ কোটি টাকা এবং ঘরবাড়িতে ২ হাজার ৪০৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলা ভিত্তিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নোয়াখালীতে, যার পরিমাণ ৪ হাজার ১৯১ কোটি টাকা। কুমিল্লা জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ হাজার ৩৯০ কোটি টাকা।

ফাহমিদা খাতুন বলেন, “বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ছিল, জনপ্রতিনিধির সম্পৃক্ততা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ একাধিকবার ত্রাণ পেয়েছেন, আবার অনেকে ত্রাণ পাননি। এমনকি, কিছু ত্রাণসামগ্রী বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।”

এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যার পরিপ্রেক্ষিতে শুক্রবার (৪ অক্টোবর) রাত থেকে টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলায় নতুন করে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার ৬০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা বন্যার্তদের উদ্ধারে কাজ করছেন। শুক্রবার থেকে শনিবার (৫ অক্টোবর) রাত পর্যন্ত বন্যার পানিতে ডুবে নারী, বৃদ্ধ এবং কিশোরসহ মোট ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments