Thursday, July 3, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogকক্সবাজারে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার -১

কক্সবাজারে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার -১

সিবিএন ডেস্ক ;

কক্সবাজার উত্তর বনবিভাগের পিএমখালী রেঞ্জ কর্মকর্তা ফারুক বাবুলের কাছে নিজেকে সমন্বয়ক দাবি করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে মনির খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা না দিলে বনবিভাগ অফিস ঘেরাওসহ আন্দোলন করার হুমকি দেয়া একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযোগ উঠেছে, গত ৪ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় পিএমখালী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর আগে রেঞ্জ কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথাও বলেন সমন্বয়ক দাবি করা মনির। আর চাঁদার টাকার জন্য মনির খানের ভিজিটিং কার্ড নিয়ে অফিসে পাঠান তার সহযোগী ও সমন্বয়কের প্রতিনিধি কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের জুমছড়ি গ্রামের মোঃ শরীফ হোসেনকে। চাঁদা না দিলে আন্দোলনের পাশাপাশি পত্রপত্রিকায় রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকিও দেওয়া হয়। পাশাপাশি দুদক ও মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করে চাকরি থেকে অব্যাহতি দেয়ার ভয় দেখানোরও অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়া মনির খানের বিরুদ্ধে।

সমন্বয়ক দাবি করা মনিরের সহযোগী শরীফ হোসেনকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।

এ বিষয়ে অভিযুক্ত মনির ও শরীফ হোসেনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিএমখালী রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমেদ বাবুল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments