নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি;
রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎত্তম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পালনের জন্য জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীর নের্তৃবৃন্দদের নিয়ে মতবিনিময় করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
সভায় জেলা প্রশাসক বলেন, কঠিন চীবর দান শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। পাশাপাশি সেনাবাহিনী, র্যাব মোতায়েন থাকবে। খাগড়াছড়ির কোন ঘটনার প্রভাব এখানে পড়তে না দিতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
জেলা প্রশাসক এসময় বৌদ্ধ ধর্মাবলম্বীর কঠিন চীবর দানোৎসব নির্বিঘ্নে পালনের জন্য অনুরোধ জানান।
মতবিনিময় সভায় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, এএসইউ পদাতিক ডেট কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আল মামুন সুমন, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, রাজবন বিহার পরিচালনা কমিটির সহ- সভাপতি নিরূপা দেওয়ান, মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি পূর্ণ চন্দ্র দেওয়ানাহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এর আগে রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার শঙ্কার অজুহাতে এ বছর তিন পার্বত্য (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) জেলায় বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসব উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালী সহিংসতা ছড়ায়। এতে চারজন নিহত ও অনেকে আহত হয়েছিল।