এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
পবিত্র কোরআন প্রতিযোগিতায় সফলতা অর্জন করে উপজেলা জুড়ে আলোচনায় স্থান করে নিলেন চকরিয়া উপজেলা পৌরসভা ৮নং ওয়ার্ডের স্টেশন পাড়াস্থ সুলতানিয়া মাজিদুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ছাত্র মো. মাহিন ইকবাল।
গত ৫ অক্টোবর বাংলাদেশ হুফ্ফাযুল কোরআন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত চকরিয়া উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় । প্রতিযোগিতায় পবিত্র কোরআনের ২০ পারা ক্যাটাগরিতে মো: মাহিন ইকবাল অংশ গ্রহণ করে।
এতে ৬০ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করে নেন মো: মাহিন ইকবাল। এই ঈর্ষান্তি সফলতায় উপজেলাজুড়ে চলছে আলোচনা ।
সফলতায় নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হন মাহিন ইকবাল। ২য় স্থান অর্জনে প্রতিষ্ঠানের সহপাঠী ও শিক্ষক ও স্থানীয় বিশিষ্টজনেরা শুভকামনা জানান।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সুলতানিয়া মাজিদুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা আবুল কালাম বলেন, আমার প্রতিষ্ঠান থেকে ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১১ জন সনদ পায়, একজন দ্বিতীয় স্থান অর্জন করে। আমার প্রতিষ্ঠান অল্প সময়ে উপজেলার দ্বিতীয় সেরার পুরস্কার পাওয়া অনেক আনন্দের ও গর্বের বিষয়। এই অর্জনে শিক্ষার্থী, হেফজ বিভাগের শিক্ষক ও প্রধান শিক্ষক, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এমন সফলতায় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল হক লিটন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।