Friday, July 4, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogকুতুবদিয়ায় বিদেশি অস্ত্রসহ চার ডাকাত আটক

কুতুবদিয়ায় বিদেশি অস্ত্রসহ চার ডাকাত আটক

শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া;

কক্সবাজারের কুতুবদিয়ায় বিদেশি অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

এসময় ০২টি বিদেশি পিস্তল, ০১টি দেশীয় রাইফেল, ০১ দেশীয় একনলা বন্দুক, ০৬ টি কার্তুজ, ০৮ টি তাজা গোলা, ০২ টি এম্পটি কার্টিজ, ০২ টি বড় চাপাতি, ০৮ টি দা, বটি, চাকু ও ছুরি উদ্ধার করা হয়।

আটকরা হলেন, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মৃত আব্দুল মোতালেবের পুত্র মো. ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত (৪৫), কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ার মৃত গোলাম মাবুদের পুত্র মো. সুজা উদ্দিন (৩৮), আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার মো. শিকদার মিয়ার পুত্র মো. সাহেদ (৩৬) এবং একই এলাকার মৃত মোজাফফর হোসেনের পুত্র মো. নেসার (৩৮)। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কুতুবদিয়ায় লে. কমা. ইমাম মাহাদীর নেতৃত্বে ১৯ সদস্যের একটি নৌবাহিনীর টহল দল উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর, কৈয়ারবিল ইউনিয়ন, উত্তর ধূরুং ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহাবুদ্দিন ডাকাত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নেছার ডাকাতকে ধরা হলে তার তথ্যের ভিত্তিতে সাহেদ ডাকাতকে ধরা হয়। ডাকাত সদস্য ইসমাইল ওরফে সোনাই মিয়ার বাড়িতে তল্লাশি করে ডাকাতদের ব্যবহৃত দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৬ রাউন্ড গোলাবারুদ এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে, ডাকাত নেছার ও সাহেদের তথ্যের ভিত্তিতে রাতব্যাপী অভিযানে গুরা কালু ডাকাত দলের সদস্য মো. ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত ও সুজা উদ্দিন ডাকাতকে আটক করা হয়। মঞ্জু ডাকাতের বাড়িতে তল্লাশি করে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়। এসময় শাহাবুদ্দিন বাহিনীর প্রধান শাহাবুদ্দিন, রবি বাহিনীর প্রধান রবি উল্লাহ, কালু বাহিনীর প্রধান গুরা কালু, ডাকাত সদস্য এ.আর খান, আবুল কাশেম, ইসমাইল ওরফে সোনা মিয়া ডাকাত একটি ট্রলার যোগে ডাকাতি কাজে ব্যবহৃত অন্যান্য অস্ত্রসহ পালিয়ে যায়। এদিকে, আটক কৃত চার ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, শাহাবুদ্দিন, রবিউল্লাহ, গুরা কালু ও মঞ্জু ডাকাতদের চারটি ট্রলার একত্রিত হয়ে সমুদ্রে ট্রলার ডাকাতি করে থাকে। এছাড়াও বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, খুন, অপহরণ, জমি দখলসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments