Friday, July 4, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogবাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি কক্সবাজার জেলা কমিটি অনুমোদন

বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি কক্সবাজার জেলা কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি ( রেজিঃ নং-এস ১১৩৮৭) কক্সবাজার জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

গত ৭ অক্টোবর বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী যৌথ স্বাক্ষরে ১৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেন।

উক্ত কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয় মোঃ বাবুল ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক হিসেবে এইচ এম নজরুল ইসলাম ।

অন্যান্য নেতৃবৃন্দ হলেন, কার্যকরী সভাপতি সমাজ সেবক ও কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ওসমান সরওয়ার টিপু, সহ-সভাপতি মোঃ মুছা, সহ সম্পাদক মোঃ সাজিদ আবেদিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম বাপ্পি, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক হামিদ মোঃ সিকদার,দপ্তর সম্পাদক মোঃ জাফর আলম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আরমান উদ্দিন, সড়ক সম্পাদক মোঃ আব্দু শুকুর রানা, সদস্য (পরিচালক) মোঃ আব্দুল্লাহ, সদস্য (পরিচালক) মোঃ আব্দুল্লাহ আলম মারুফ।

উক্ত কমিটির অনুমোদন দেওয়ার পর কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয় ১৪৫ মান্ডা, মুগদা, ঢাকা – ১২১৪ হতে জেলা প্রশাসক কক্সবাজার,পুলিশ সুপার কক্সবাজার,(টিআই) ট্রাফিক, কক্সবাজার পৌরসভা, ভারপ্রাপ্ত কর্মকর্তা কক্সবাজার সদরকে নবগঠিত কমিটির বিষয়ে অবগত করে অনুলিপি প্রদান করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিবে বলেন, দীর্ঘদিনের বঞ্চিত সর্বক্ষেত্রে অবহেলিত টমটম, ইজিবাইক,অটো বাইক শ্রমিকদের অধিকার রক্ষায় আগামীতে যে কোন আন্দোলন সংগ্রামে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি তার বলিষ্ঠ ভূমিকা রাখবে। একই সাথে সংগঠনকে এগিয়ে নিতে জেলার সকল অটো বাইক শ্রমিকদের সহযোগিতা কামনা করেন। এবং জেলার একমাত্র কেন্দ্রীয় কমিটির অনুমোদন প্রাপ্ত কমিটি হিসেবে মোঃ বাবুল ছিদ্দিকী ও এইচ এম নজরুল ইসলাম এর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান এবং কক্সবাজার জেলাবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments