সিবিএন ডেস্ক:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টায় বার্ন ইউনিটের ছয় তলার ৬১৭ নম্বর রুমে আয়োজিত অনুষ্ঠানে আহতদের মধ্যে ৩০ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। চেক হস্তান্তরের সময় নাহিদ ইসলাম জানান, শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা প্রদানে ফাউন্ডেশন কাজ করছে এবং ইতিমধ্যে ১৭৬ জন আহতকে ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা সাহায্য দেয়া হয়েছে।
আন্দোলনের হতাহতদের তথ্য সংগ্রহের জন্য ১৬০০০ নাম্বার চালু করা হয়েছে, যা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া, আহতদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সরকার এবং ফাউন্ডেশন যৌথভাবে উদ্যোগ নিবে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্নিগ্ধ বলেন, আমরা শহীদদের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি।