Friday, July 4, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা

ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা

ইসরায়েলের সামরিক অবস্থানের বিরুদ্ধে হামলা বাড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজার জনগণ এবং লেবাননে ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়ায় রোববার (১৩ অক্টোবর) ভোরে এ হামলা চালানো হয়েছে।

পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরনা ও আল-মায়াদিন।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, এই হামলাগুলো রোববার সকালে চালানো হয় এবং ইসরায়েলের মানারা বসতিতে সমবেত হওয়া একটি সৈন্যদলকে রকেট হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। এ ছাড়া রামিয়া ঘাঁটিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। যার ফলে সেখানে বহু সৈন্য হতাহত হয়েছে।

একই ঘাঁটির অবস্থানরত আরও বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও হতাহত হয়েছে, যখন তাদের সাঁজোয়া গাড়িতে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সরাসরি আঘাত করা হয়।

হিজবুল্লাহ আরও জানায়, ইসরায়েলের তেল শা’আর ঘাঁটিতে একটি কামানের গোলা হামলা এবং মি’ইলিয়া ঘাঁটিতে রকেট হামলা চালানো হয় এবং ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়।

এদিকে হিজবুল্লাহর যোদ্ধারা দক্ষিণ লেবাননের রামিয়া গ্রামে প্রবেশের চেষ্টা করা ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। হিজবুল্লাহর যোদ্ধারা একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে হামলা চালায়, যাতে বেশ কিছু ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন।

মধ্যম-পরিসরের অস্ত্র এবং মেশিনগান ব্যবহার করা এই সংঘর্ষ এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ তাদের হামলা আরও তীব্র করেছে, যখন ইসরায়েল লেবাননের ওপর বিমান হামলা বাড়িয়েছে এবং দক্ষিণ লেবাননে একটি স্থল অভিযান চালিয়েছে। যার ফলে সেখানে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সেপ্টেম্বরে ইসরায়েল লেবাননে হামলা বাড়িয়ে দেওয়ার পর থেকে এ পর্যন্ত এক হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন। আর এ নিয়ে গত এক বছরে লেবাননে ইসরায়েলের হামলায় মোট দুই হাজার ২৫৫ জন নিহত হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments