Friday, July 4, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogসাজিদ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার

সাজিদ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার

সিবিএন ডেস্ক

রাজধানীর কাফরুল থানায় দায়েরকৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শনিবার (১৯ অক্টোবর) পুলিশ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাইলেও শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) গভীর রাতে বনানীর নিজ বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয় এবং পরে কাফরুল থানায় নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ এর গোলচক্করে গুলিবিদ্ধ হন ইকরামুল হক সাজিদ। ভিডিও ফুটেজে দেখা যায়, মাথার পেছন থেকে গুলিটি ঢুকে চোখ দিয়ে বেরিয়ে যায়। আহত অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১০ দিন আইসিইউতে থাকার পর ১৪ আগস্ট তিনি মারা যান। পরে, তার বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments