Thursday, July 3, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogচকরিয়ায় বিচারক অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চকরিয়ায় বিচারক অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

এইচ এম রুহুল কাদের, চকরিয়া:

দুর্নীতিবাজ ও ঘুসখোর, ছাত্রলীগের ক্যাডার আখ্যা দিয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তীকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন সচেতন নাগরিক সমাজ। সাংবাদিক নুর মোহাম্মদ মানিক, সাইফুল ইসলাম খোকন ও বিএনপি নেতা শোআইবুল ইসলামসহ জনগণের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল মিছিল রবিবার (২০ অক্টোবর) চকরিয়া পৌর শহরের থানা রাস্তার মাথা থেকে শুরু হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট সেন্টারস্থ চকরিয়া পৌরসভা বিএনপি কার্যালয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি এম গিয়াসউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কয়েক হাজার মানুষের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপি সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়জী (অ্যাডভোকেট), চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম। সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপি সভাপতি, সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিক, চকরিয়া উপজেলা যুবদল সভাপতি এ এম ওমর আলী, চকরিয়া পৌরসভা যুবদল সভাপতি শহিদুল ইসলাম ফোরকান।

এতে আরো উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান জালাল আহম সিকদার, কক্সবাজার জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন কমিশনার, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার ফারুক খোকন, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাইফুল আলম, বিএনপি নেতা বাহাদুর আলম,চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি কামরুল হাসান জাস্টিস, চকরিয়া উপজেলা শ্রমিক দল সভাপতি নাছির উদ্দীন, পৌরসভা স্বেচ্ছাসেবক দল সভাপতি শরিফুল ইসলাম, চকরিয়া উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ জকরিয়া,চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক নুরুল আবছার রিয়াদ,চকরিয়া উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লাল্টু, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদসহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments