সিবিএন ডেস্ক ;
কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে জেডস্কি থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে, জানিয়েছে সৈকতে নিয়োজিত সী সেইভ লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত।
নিহত পর্যটকের নাম পরিচয় এখনও জানা যায়নি। সিফাত জানান, পর্যটকটি সাগরে জেডস্কি করে ঘুরতে গিয়ে পানিতে পড়ে যান। চালক নানা চেষ্টা করলেও ঢেউয়ের কারণে উদ্ধার করতে পারেননি। পরে লাইফ গার্ড কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন জানিয়েছেন, ঘটনার পর জেডস্কির চালক পলাতক রয়েছে এবং তার খোঁজ নেওয়া হচ্ছে।