সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে পিতা, পুত্র ও কন্যার মৃত্যু হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে লাল পাহাড়সংলগ্ন একটি বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন আহমেদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৩)। ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, ভোরে ১৫-২০ জন সন্ত্রাসী আহমেদ হোসেনের বাড়িতে প্রবেশ করে গুলি করে। ঘটনাস্থলে আহমেদ ও সৈয়দুল আমিন মারা যান, এবং আহত আসমাকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত ছিলো, যার কারণে এই হামলা হতে পারে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে।