
আব্দুস সালাম,টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং শামলাপুর ঢালা থেকে অপহৃত সাতজন অবশেষে বাড়ি ফিরেছেন। তবে তাদের মুক্তির প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। মুক্তি পাওয়া ব্যক্তিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
বুধবার বিভিন্ন সময়ে অপহৃতরা জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফেরত যান। তবে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনও তাদের মুক্তির সঠিক প্রক্রিয়া নিশ্চিত করতে পারেননি।
অপহৃতদের এলাকার লোকজন, নাম প্রকাশ না করার শর্তে, দাবি করেছেন যে মুক্তিপণ দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। যদিও মুক্তি পাওয়া ব্যক্তিরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুইটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে চালকসহ আটজনকে অপহরণ করে ডাকাত দলের সদস্যরা।
শামলাপুর সিএনজিচালিত অটোরিকশার লাইনম্যান মো. আবদুর রহিম জানান, সড়কের ঢালার কাছে ডাকাতরা তাদের অপহরণ করে। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশ ও র্যাব উদ্ধার অভিযান শুরু করে। তবে অভিযানে অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে সোমবার টেকনাফের জাদিমোড়া থেকে অপহৃত ১৯ জনকে র্যাব উদ্ধার করেছিল।
বন্দিদশা থেকে মুক্তি পাওয়া সাতজন মানসিকভাবে বিপর্যস্ত থাকায় কথা বলতে রাজি হননি।