দীর্ঘদিন ধরে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে চলে আসা হয়রানির অবসান ঘটাতে সরকারের আন্তরিক উদ্যোগের অংশ হিসেবে নতুন সুখবর এসেছে। এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি জানান, এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না ।
তিনি আরও জানান, প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। ইতোমধ্যে গত তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫ টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে, যা খুব শিগগিরই সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে।
আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যেই সবাই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। সেই সঙ্গে প্রবাসীদের ই-পাসপোর্ট প্রদানের উদ্যোগও নিয়েছে সরকার, জানান প্রেস সচিব।
The post পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলো সরকার appeared first on Face The People.