Wednesday, July 2, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogলন্ডনের মাটিতে পৌঁছালেন খালেদা জিয়া

লন্ডনের মাটিতে পৌঁছালেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ারবাস লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে। তাকে ভিআইপি প্রটোকল দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরে খালেদা জিয়াকে বরণ করেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে পরিবারের সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন খালেদা জিয়া। বিদায় জানাতে বিমানবন্দরে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

খালেদা জিয়াকে লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি করা হবে। সেখান থেকে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার পরিকল্পনা রয়েছে। তার সঙ্গে রয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, দীর্ঘদিনের গৃহকর্মী ফাতিমা বেগম এবং মেডিকেল বোর্ডের ছয়জন চিকিৎসক।

সফরে বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন উপদেষ্টা এনামুল হক চৌধুরী, তাবিথ আউয়াল, একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার এবং প্রটোকল অফিসার এস এম পারভেজ।

লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। এই সফরে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বিএনপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments