Thursday, July 3, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogকক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী

কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ চট্টগ্রামের প্রসিদ্ধ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান এস.এম আকতার উদ্দিন চৌধুরী।

রবিবার (১২ জানুয়ারি) সকালে কলেজ পরিচালনা পরিষদের সভায় ৫ জন শিক্ষকের প্যানেলের মধ্যে তিনি সর্বোচ্চ ভোট পান। এরপর সর্বসম্মতিক্রমে, বিধিগতভাবে ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ’ পদে নিযুক্ত হন। সভা শেষে সিদ্ধান্ত ঘোষণা দেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও মহেশখালী কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন।

জনপ্রিয় শিক্ষক আকতার চৌধুরীকে অধ্যক্ষ হিসেবে পেয়ে শিক্ষার্থীরা বেশ আনন্দিত, উচ্ছ্বসিত।

সিটি কলেজের মত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আকতার চৌধুরী ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিযুক্ত হওয়ায় শিক্ষকরাও সন্তুষ্ট। তার দক্ষ পরিচালনায় এই কলেজ আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন শিক্ষকবৃন্দ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী জানান, শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা প্রদান, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নসহ কলেজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তিনি কাজ করবেন। এজন্য সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

অধ্যাপক আকতার চৌধুরী শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সংবাদ পেশায় জড়িত রয়েছেন। তিনি কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কক্সবাজারের প্রথম ও সর্বাধিক জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সিবিএনের সম্পাদক।

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন (বনপা)’র সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক হিসেবেও দায়িত্বে রয়েছেন আকতার চৌধুরী।

এদিকে, সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছে সিবিএন পরিবার। রবিবার দুপুরে চৌধুরী ভবনস্থ সম্পাদকীয় কার্যালয় প্রাঙ্গণে বার্তা সম্পাদক ইমাম খাইরের নেতৃত্বে সিবিএন পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সহকর্মীদের আন্তরিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান সম্পাদক আকতার চৌধুরী।

এ সময় বিশেষ প্রতিবেদক আজিজ রাসেল, বলরাম দাশ অনুপম, নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর আলম শামস, আরোজ ফারুক, আশরাফ বিন ইউছুপ, তাহসিন হাসান, মো. আরিফ, আজিজুর রহমান রাজু, এইচ এম জালাল উদ্দিনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments