Thursday, July 3, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogনাফ নদীতে বিজিবির অভিযানে ২ লক্ষ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদীতে বিজিবির অভিযানে ২ লক্ষ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

আব্দুস সালাম, টেকনাফ ;

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ২ লক্ষ ৫০ হাজার পিস পরিত্যক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১২ জানুয়ারি) ভোররাতে টেকনাফের দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা এই ইয়াবা উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফের দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৯ এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

রবিবার ভোররাতে দমদমিয়া বিওপির ৫টি নৌ টহলদল নাফ নদীর বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

টহলের সময় দুই ব্যক্তি ভেলার সাহায্যে মাদক নিয়ে নাফ নদী সাঁতরে পারাপারের চেষ্টা করছিল। টহলদল তাদের উপস্থিতি বুঝতে পেরে এগিয়ে গেলে চোরাকারবারীরা ভেলাটি ফেলে ঘন কুয়াশা ও রাতের আঁধার ব্যবহার করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

বিজিবি জানায়, টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া ভেলা থেকে দুটি মাদকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলোতে বিশেষ উপায়ে পানি নিরোধক অবস্থায় রাখা ২৫টি প্যাকেটের ভেতর ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ছিল।

অধিনায়ক আরও জানান, মাদকদ্রব্য আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments