Saturday, April 19, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogসুপার পর্বে সিক্সটিন সিক্সাস ও লিজেন্ড পর্বে এলিট-১০ চ্যাম্পিয়ন

সুপার পর্বে সিক্সটিন সিক্সাস ও লিজেন্ড পর্বে এলিট-১০ চ্যাম্পিয়ন

মো. আরকান, পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ও ১৬ ব্যাচের পরিচালনায় অনুষ্ঠিত এক্স জিএমসিয়ান ক্রিকেট লীগ ২০২৫ (সিজন-৩)-এর সুপার পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সোমবার (৭ এপ্রিল) পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় আয়োজক ব্যাচ ১৬-এর দল সিক্সটিন সিক্সাস এবং প্রথম সিজনের চ্যাম্পিয়ন ফেয়ারল্যাস ফাইটার্স ১৮। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিক্সটিন সিক্সাস। ব্যাটিংয়ে নেমে ফেয়ারল্যাস ফাইটার্স ১০ ওভারে ৬ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সিক্সটিন সিক্সাস ৮ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান করে জয়লাভ করে এবং শিরোপা নিজেদের করে নেয়।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন সিক্সটিন সিক্সাসের অলরাউন্ডার আকাশ। তিনি ৩ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১০ বলে করেন ১৮ রান। ফলে ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ১৪৯ রান ও বল হাতে ৪ উইকেট নেওয়ার কারণে টুর্নামেন্ট সেরা হন ফেয়ারল্যাস ফাইটার্স ১৮-এর অধিনায়ক এরফান।

এর আগে গত ৪ এপ্রিল অনুষ্ঠিত লিজেন্ড পর্বের ফাইনালে এলিট-১০ দল ১১ রানে হারায় পাওয়ার হিটার্স-১২ কে। সেই ম্যাচে ম্যাচ সেরা হন এলিট-১০ এর রোবেল। আর পুরো লিজেন্ড পর্বে দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্ট সেরা হন দ্যা আনব্যাকেবল ইউনিটি-০৯ ব্যাচের পারভেজ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.এম.এম শাহজাহান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সফওয়ানুল করিম, সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহ আনছারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা দিদা, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, পেকুয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামরান জাদিদ মুকুট, গ্লোরিয়াস এডুকেশন কেয়ারের পরিচালক মোশাররফ হোসেনসহ আরও অনেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments