
মো. আরকান, পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডুলাহাজারা ক্রীড়া সংসদকে ট্রাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমজারুলের সম্মিলিত ফুটবল একাদশ উজানটিয়া।
প্রায় ১০ হাজার দর্শকের উপস্থিতিতে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মূল খেলা গোলশূন্য ড্র হয়। প্রথমার্ধের শেষ মিনিটে উজানটিয়ার বিদেশি ফরোয়ার্ড সামসির শট ঠেকিয়ে দেন ডুলাহাজারার গোলরক্ষক সাইফুল। ছিটকে পড়া বল থেকে আবদুল্লাহর শটও রক্ষা করেন তিনি। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।
প্রতিপক্ষের ৮ নম্বর শটটি উজানটিয়ার গোলরক্ষক আয়ুব আলী ঠেকিয়ে দেওয়ার পর মুহূর্তেই বিজয়ের উল্লাসে ফেটে পড়ে উজানটিয়া দল ও সমর্থকরা। ট্রাইব্রেকারে ৮-৭ গোলের জয় ছিনিয়ে নিয়ে উজানটিয়া জিতে নেয় টুর্নামেন্টের শিরোপা।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা, চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. ইকবাল হোসেন, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দর্শক।