
নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা বুধবার (১৬ এপ্রিল) সকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক, ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন প্রস্তাবলির উপর আলোচনা করেন, নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, এম আর মাহবুব, হাসানুর রশীদ ও মোহাম্মদ হাসিম।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ-সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে এবং ঐক্যবদ্ধ ইউনিয়ন গড়তে নিরপেক্ষ ভূমিকা রাখায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে’র নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারকে গতিশীল করতে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।