Saturday, April 19, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogশিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়াল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ

শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়াল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ

আহমদ বিলাল খান :

২০২৪-২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রার্থী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। বাদ পড়া শিক্ষার্থীদের আবারও নিবন্ধনের সুযোগ দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে গণমাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীদের আবারও নিবন্ধনের সুযোগ দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। বৃত্তিপ্রার্থী শিক্ষার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। ২০২৪-২০২৫ অর্থ বছরের ‘শিক্ষা উপবৃত্তি-২০২৫ প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট www.rhdc.gov.bd অথবা https://www.scholarship.rhdcbd.org -তে সময়সীমা নির্ধারিত ছিল ১৭/০৪/২০২৫ রাত ১২.০০টা পর্যন্ত। যে সকল শিক্ষার্থীরা এখনও আবেদন করেন নাই তা পুনরায় বিবেচনা করে আগামী ৩০/০৪/২০২৫খ্রি. রাত ১২.০০টা পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোপূর্বে স্মারক নং-নং-২৯.৩৪.৮৪০০.২০৭.৩৩.০০২.২৫-৭২৫ তারিখ:০৯/০৩/২০২৫ মূলে জারীকৃত বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনে সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিতকরণের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments