
আব্দুস সালাম, টেকনাফ;
টেকনাফের সাবরাং নয়াপাড়া বাজারের শতবর্ষী ঝুঁকিপূর্ণ রেইন ট্রি (Rain Tree) গাছটি দ্রুত কেটে ফেলার দাবি জানিয়েছেন বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গাছটি অপসারণ জরুরি বলে মনে করছেন তারা।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নয়াপাড়া বাজারে এই দাবি জানানো হয়।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, নয়াপাড়া বাজারে প্রতিদিন শত শত মানুষের ভিড় থাকে। ঝুঁকিপূর্ণ গাছটি ভেঙে পড়লে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত গাছটি কেটে ফেলা প্রয়োজন।
নয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, শতবর্ষী গাছটির বহু ডাল শুকিয়ে গেছে এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ সরেজমিনে গাছটি পরিদর্শন করেন। তিনি বলেন, মানুষের নিরাপত্তার জন্য মাছবাজারের ঝুঁকিপূর্ণ রেইন ট্রি দ্রুত অপসারণ করা হবে।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি শতবর্ষী আমগাছ ভেঙে পড়ে শাহ আলম ওরফে ধইল্যা নামে এক ব্যক্তি মর্মান্তিকভাবে নিহত হন। নিহত শাহ আলম উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার বাসিন্দা ছিলেন। এই দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি আরও জোরালো হয়েছে।