Friday, July 4, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogরামুতে এবার ট্রাক চাপায় যুবকের মৃত্যু

রামুতে এবার ট্রাক চাপায় যুবকের মৃত্যু

রামু প্রতিনিধি:
কক্সবাজার রামুতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার, ২৭ মে বেলা আড়াইটায় চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজারের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (২২) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের তেচ্ছিপুল খোন্দকার পাড়া এলাকার ওমর ফারুকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমুখি একটি বালি বোঝাই ট্রাককে পিছন থেকে ওভারটেক করার সময় মোটর সাইকেলের চাকা পিছলে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান মোটর সাইকেল আরোহী সাইফুল ইসলাম।
দূর্ঘটনার পর একঘন্টারও বেশী সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি নাসির উদ্দিন ট্রাক চাপায় যুবক সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ উদ্ধার এবং ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিন একের পর এক দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। স্বজনদের কান্নায় ভারী হচ্ছে আকাশ। আহত ও পঙ্গুত্ব বরণ করছে আরও অসংখ্য মানুষ। ভুক্তভোগীরা অবিলম্বে সড়কটি ৬ লাইনে উন্নতকরণ বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments