Wednesday, January 22, 2025
PalongTV OnlinePalongTV Online
Home Blog

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত

0

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা নিরসনে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১. সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।
২. সীমান্ত এলাকায় গুজব বা অপপ্রচার রোধে উভয় দেশের মিডিয়া সতর্ক থাকবে।
৩. সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত।
৪. স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত রাখার বিষয়ে উদ্যোগ।

বুধবার (২২ জানুয়ারি) সকালে সোনামসজিদ বিজিবি বিওপির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি: রাজশাহী বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ।মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া

বিএসএফ:মালদা সেক্টর ডিআইজি অরুণ কুমার গৌতম। ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুতুবদিয়ায় ২ বেকারিকে জরিমানা

0

কুতুবদিয়া সংবাদদাতা:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় কুতুবদিয়ার ধূরুং বাজার এলাকার দুই বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে নুর মদিনা বেকারি ১০ হাজার এবং ভাই ভাই বেকারিকে ৫ হাজার টাকা।

বুধবার বিকাল তিনটায় অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

এসময় উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন ও থানার ওসি আরমান হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, এই দুই বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদন করা হচ্ছিল। পরবর্তীতে অভিযানে এমন পরিবেশ পাওয়া গেলে এই দুই প্রতিষ্ঠানকে সিলগালা করা হবে বলে জানান তিনি।

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

0

সিবিএন ডেস্ক

স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে সুপার সিক্স পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। ১২২ রানের লক্ষ্য তাড়ায় স্কটল্যান্ড ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৩ রান।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন সুমাইয়া আক্তার। এরপর জুয়াইরিয়া ২০ ও ফাহমিদা ১৪ রান করেন। দলীয় ৫০ রানে পঞ্চম উইকেট হারানোর পর অধিনায়ক সুমাইয়ার ২৯ ও আফিয়ার ২১ রানের ইনিংসে ১২২ রানের লড়াই করার মতো পুঁজি পায় জুনিয়র টাইগ্রেসরা।

জবাবে ৪ ওভারে ১৯ রান তুলে ভালো শুরু করেছিল স্কটল্যান্ড। তবে পঞ্চম ওভারে দুই উইকেট হারানোর পর পিপা ও নিয়ামের ৫০ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে। তবে এই জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্কটিশ দল।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১০৩ রানে থেমে যায় স্কটল্যান্ড। এই জয়ে সুপার সিক্সে গ্রুপ-১ এ জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।

রোম থেকে ঢাকাগামী ফ্লাইটে বোমা হুমকি, তল্লাশিতে মিললো না কিছুই

0

সিবিএন ডেস্ক

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনায় তল্লাশি চালিয়ে উড়োজাহাজটিতে কোনো বোমা বা বিস্ফোরক মেলেনি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ এ এ বিষয়ে ব্রিফ করবে কর্তৃপক্ষ।

বুধবার(২২ জানুয়ারী) ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দরে ফোন করে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেয়া হয়। এ কারণে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বিমানবাহিনীর নিরাপত্তা টিম দ্রুত যাত্রীদের নামিয়ে আনলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রেখে দেয়া হয়।

সাড়ে দশটার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট উড়োজাহাজে প্রবেশ করে সিট, করিডোর, টয়লেট, ক্যাফে এবং হ্যান্ড ব্যাগেজ তল্লাশি করে। তবে কোনো বিস্ফোরক বা বোমা সদৃশ বস্তু পাওয়া যায়নি।

তল্লাশি চলাকালে যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয় এবং তাদের ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত রাখা হয়। উড়োজাহাজটি সম্পূর্ণ নিরাপদ ঘোষণার পর যাত্রীদের ব্যাগ ফেরত দেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

রোম থেকে ছেড়ে আসা বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজটিতে ২৫০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালাম’ – সারজিস

0

ছাত্র-জনতার আন্দোলনের সময় হতাহতদের সহায়তায় গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ কাঠামো ও গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোতে সাধারণ সম্পাদক পদটি বাতিল করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

গত বছরের ১০ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের সহায়তায় এই ফাউন্ডেশন গঠন করা হয়। নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের পুনর্বাসনই এর মূল উদ্দেশ্য।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত এই ফাউন্ডেশনের সভাপতি করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে। নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের নতুন কাঠামো অনুযায়ী সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ফাউন্ডেশনের নীতিনির্ধারণে কাজ করবে, যার মধ্যে প্রধান উপদেষ্টা ও চার উপদেষ্টা থাকবেন। সাধারণ সম্পাদক পদ আর থাকছে না।

ফেসবুকে সারজিস আলম লিখেছেন, “এখন থেকে এক্সিকিউটিভ কমিটি অফিস পরিচালনার দায়িত্বে থাকবে এবং সিইও অফিসের প্রধান হিসেবে কাজ করবেন।” বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

টেকনাফ সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার  

0

আব্দুস সালাম, টেকনাফ ;

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, কার্যকরী সীমান্ত টহল এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বিগত কয়েক সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একদল মাদক পাচারকারী ২ বিজিবির অধীনস্থ লেদা বিওপির আওতাধীন বিআরএম-১১ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে মেম্বার পোস্ট নামক এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার করবে।

নোয়াপাড়া বিএসপিতে স্থাপিত FURUNO RADAR-এর মাধ্যমে সীমান্তের গতিবিধি পর্যবেক্ষণ করে অধিনায়ক, ২ বিজিবি’র তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর ও লেদা বিওপি থেকে পৃথক দুটি দল মেম্বার পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাফ নদীর তীরে অবস্থানরত পাচারকারী দলটি পালানোর চেষ্টা করে।

মাদক পাচারকারীদের কয়েকজন নদী সাঁতরে সীমান্তের অপর প্রান্তে পালিয়ে যায় এবং বাকিরা কয়েকটি বস্তা ফেলে আলিখালের দিকে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যদের ধাওয়ার মুখে তারা রাতের অন্ধকারে খরেরদ্বীপ হয়ে মিয়ানমারে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করা হয়।

অভিযান শেষে বুধবার (২২ জানুয়ারি) ভোর পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়নের দলগুলো পুরো এলাকা তল্লাশি চালায়। এতে বিভিন্ন বস্তায় বিশেষভাবে প্যাকেটজাত ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সময় মাদক বহনে কোনো বাংলাদেশির সম্পৃক্ততা পাওয়া না গেলেও জড়িতদের খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।

জাতিসংঘ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে: ফিলিপ্পো গ্র্যান্ডি

0

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, তার সংস্থা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সমর্থন করবে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন গ্র্যান্ডি।

প্রধান উপদেষ্টা ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে বড় বৈশ্বিক সম্মেলনের আয়োজনের প্রস্তাব দিলে গ্র্যান্ডি বলেন, “আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত।”

প্রায় ১ লাখ শরণার্থীর আগমনে বাংলাদেশের উপর অতিরিক্ত চাপ পড়ার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “পরিস্থিতি জটিল হয়ে উঠছে।” তিনি রোহিঙ্গা সংকটের ওপর বিশ্বের দৃষ্টি ফিরিয়ে আনার আহ্বান জানান।

রোহিঙ্গাদের আশ্রয়স্থল নির্মাণে উন্নত উপকরণ ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য গ্র্যান্ডি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। আগে তাদের কেবল বাঁশ ও ত্রিপল দিয়ে আশ্রয় তৈরির অনুমতি ছিল।

বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি এবং সেখানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় তিনি একজন উচ্চ প্রতিনিধি নিয়োগ করেছেন, যিনি আন্তর্জাতিক সংস্থা ও সরকারের মধ্যে সমন্বয় করছেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে মঙ্গলবার সকাল ১০টায় অধ্যাপক ইউনূস জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান জেনেভার রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান। আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা।

পেকুয়ায় ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় দুই আ’লীগ নেতা জেল হাজতে

0

সংবাদদাতা ;

কক্সবাজারের পেকুয়ায় লবণ ব্যবসায়ী জামাল উদ্দিন লুৎফা, তার ভাই ইউপি সদস্য কামাল উদ্দিন এবং লুৎফার ছেলে জয়নাল আবেদীনকে প্রকাশ্যে কুপিয়ে আহত করার মামলায় দুই আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন ও সমশু উদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাদী মো. এনাম এই তথ্য নিশ্চিত করেন।

বাদী মো. এনাম অভিযোগ করেন, “আওয়ামী লীগের নাম ব্যবহার করে হেলাল ও সমশু দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছেন। নিরীহ মানুষের ওপর হামলা, ভূমি দখল, মামলা দিয়ে হয়রানি, এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। তারা সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী গঠন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।”

তিনি আরও জানান, ২০২৪ সালের ১৯ নভেম্বর মগনামা ইউনিয়নের ছেরাংঘোনা এলাকায় সন্ত্রাসী কায়দায় তার পিতা, চাচা ও ভাইকে প্রকাশ্যে কুপিয়ে আহত করা হয়। ওই হামলার নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, সমশু উদ্দিন ও মামুন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যা প্রমাণ হিসেবে থানায় দাখিল করা হয়।

বাদী অভিযোগ করেন, “মামলার তদন্তকারী কর্মকর্তা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করে তড়িঘড়ি করে মনগড়া চার্জশিট দাখিল করেন। তবে আদালতে হামলার ভিডিও ফুটেজ উপস্থাপন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন এবং জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।”

তিনি আরও বলেন, “কিছু আসামি জামিনে বেরিয়ে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

বাদীপক্ষের আইনজীবী মো. এহেসান জানান, “হামলার সময় ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছিল। সেই ফুটেজ আদালতে উপস্থাপন করলে বিচারক দুই আসামির জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।”

পাসপোর্ট অফিসে ধরা পড়লো দুই রোহিঙ্গা তরুণী

0

সিবিএন ডেস্ক ;

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট তৈরি করতে এসে ধরা পড়েছেন মায়ানমারের দুই রোহিঙ্গা তরুণী। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাসপোর্ট আবেদন যাচাই-বাছাইয়ের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত হন, গ্রেপ্তারকৃত দুজনই মিয়ানমারের নাগরিক। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই তরুণী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোরী এবং অপরজন রোহিঙ্গা আয়ুব খানের মেয়ে মারজানা বিবি ওরফে মরিয়ম বিবি (২২)।

তাদের কাছ থেকে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে তিনটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, কক্সবাজার পৌরসভার জাতীয়তা সনদপত্র, প্রত্যয়নপত্র, পৌর করের বিল, জমির খতিয়ান, এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) প্রদত্ত মিয়ানমারের নাগরিকদের স্মার্ট কার্ড উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, “দালালের মাধ্যমে তারা বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। যারা এই জালিয়াতিতে সহায়তা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রোগ্রাম বন্ধের প্রতিবাদে অবরোধ, আহত ১০ শিক্ষার্থী

0

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে ক্যাম্পাসে অবরোধ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা দাবি জানান, সুনির্দিষ্টভাবে শিক্ষাকার্যক্রম পরিচালনা এবং নতুন শিক্ষাবর্ষের ভর্তির নিশ্চয়তা দিতে হবে।

অবরোধ চলাকালে উপাচার্য ও উপ-উপাচার্য ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা গেট খুলে দেন। তবে, কর্মকর্তাদের প্রবেশের সময় শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে কয়েকজন নারী। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

অবরোধের মধ্যেই উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার ও প্রক্টরের উপস্থিতিতে ৯ সদস্যের শিক্ষার্থী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ১০ দিনের সময় চেয়ে একটি সমাধান কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি জানান, অনার্স প্রোগ্রাম পরিচালনায় কোনো আইনগত বাধা নেই এবং ইউজিসি পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

শিক্ষার্থীরা ১০ দিনের মধ্যে দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন স্থগিত করেন। তবে, তারা জানিয়েছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা না নিলে তারা পুনরায় আন্দোলনে নামবেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম চালু হয়। আইন, বিবিএ, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে মোট ১৬০ জন শিক্ষার্থী ভর্তি হন। তবে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ইউজিসি প্রোগ্রামটি বন্ধের নির্দেশ দেয়।

২০২৪ সালের মে মাসে শিক্ষা মন্ত্রণালয় প্রোগ্রাম বন্ধের নির্দেশ দেয় এবং শিক্ষার্থীদের পাশের কলেজে স্থানান্তরের কথা বলে। তবে, ১৩ আগস্ট ইউজিসি পুনরায় সিদ্ধান্ত পরিবর্তন করে ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম চালানোর অনুমতি দেয়।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রোগ্রামের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়। বিশেষত, তৃতীয় ব্যাচের ভর্তির অনিশ্চয়তা শিক্ষার্থীদের বিক্ষোভে প্ররোচিত করেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনাধীন এবং ১০ দিনের মধ্যে সমাধান আসবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাসুদ রানা জানান, “শিক্ষার্থীদের ওপর কোনো হামলা হয়নি। তবে, গেট দিয়ে প্রবেশের সময় কিছু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা বিষয়টি বিবেচনা করব।”