Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
Home Blog

মিথ্যা সংবাদকারীদের লিগ্যাল নোটিশ

0

লিগ্যাল নোটিশ
প্রাপক
জনাব সম্পাদক/পরিচালক
চ্যানেল উখিয়া

সম্পাদক/পরিচালক
ভোরের আলো

প্রেরক,
জনাব নুরুল হক
পিতা: মরহুম মমতাজুল হক, সাং- ধামনখালী, পোঃ- বালুখালী, থানা: উখিয়া, জেলা: কক্সবাজার
এর পক্ষে
এডভোকেট আহমেদ নাসির উদ্দীন, জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার
মোবাইল নং : ০১৮১৮৯১৩৫৫৭

জনাব,
আপনারা নোটিশ গ্রহীতাদের এই মর্মে জানানো যাইতেছে যে, অদ্য উখিয়া উপজেলার রহমতের বিল সীমান্ত থেকে বিজিবি কিছু ইয়াবা আটক করে এবং আসামি ও আটক করে যথারীতি বিজিবি সুনির্দিষ্ট আসামির বিরুদ্ধে মামলাও দায়ের করে।
কিন্তু আপনারা আপনাদের উপরোক্ত শিরোনামের facebook আইডি থেকে আমার মক্কেলের বিরুদ্ধে নানান কুৎসামূলক সংবাদ পরিবেশন করেছেন। যে সংবাদ মামলা এবং ঘটনার আমার মক্কেলের কোন সম্পর্ক নেই।
উক্ত মামলায় আমার মক্কেলের কোন সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে মানহানিমূলক সংবাদ পরিবেশন করে হয়রানি করার চেষ্টা করিতেছেন। অত্র নোটিশ প্রচারের পর অনতিবিলম্বে উক্ত সংবাদ প্রত্যাহার এবং দুঃখ প্রকাশ করিবেন। অন্যতায় আমার মক্কেল আপনাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিবেন।
আমার মক্কেল এলাকার একটি স্বনামধন্য বংশের এবং পরিবারের সন্তান। তাকে মাদকের মত বিষয়ে সংবাদে জড়িত করা গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমার মক্কেল মনে করেন।
তাই অনতিবিলম্বে এই মিথ্যা সংবাদ প্রত্যাহার করিবেন।
ইহা অতীব জরুরী।

আহমেদ নাসির উদ্দিন
এডভোকেট
জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার
মোবাইল নং : ০১৮১৮৯১৩৫৫৭

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কক্সবাজারে ৩৪ বিজিবির বড় সাফল্য

0

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অভিযানে তিন হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারগামী একটি সিএনজি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

রেজুখাল চেকপোস্টে বিজিবির নিয়মিত টহল দল তল্লাশিকালে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করে। আটককৃতরা হলেন—নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমিনুল ইসলাম (৩২) এবং সিলেট সদর উপজেলার ছকিনা বেগম (৬৩)।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের কাছ থেকে ৩ হাজার ইয়াবার পাশাপাশি একটি স্মার্টফোন, একটি বাটনফোন এবং একটি জিফোনও জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশে হস্তান্তর করা হবে।

অভিযানে নেতৃত্ব দেন ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি। তিনি বলেন, “মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে।”

উখিয়ার খেওয়াছড়িতে ব্রীজ না থাকায় কোমর পানিতে লাশ বহন

0

এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া;

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খেওয়াছড়ি গ্রামের শত শত মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াতের চরম দুর্ভোগ পোহাচ্ছেন। গ্রামে নেই কোনো পাকা রাস্তা কিংবা ব্রীজ। যোগাযোগের একমাত্র মাধ্যম হলো একটি বাঁশের সাঁকো। বর্ষা মৌসুমে থিমছড়ি খালে পাহাড়ি ঢল নামলে সেই সাঁকোটিও পানিতে তলিয়ে যায়, ফলে পুরো গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় যুবক আব্দুল মান্নান জানান, “আমাদের গ্রামে কয়েক শতাধিক মানুষের বসবাস। গত ১৫ বছর ধরে আমরা চরম দুর্ভোগে আছি। এলাকার ছাত্রছাত্রীদের স্কুল ও মাদ্রাসায় যাওয়া কঠিন হয়ে পড়েছে। গ্রীষ্মকালে কিছুটা চলাচল করা গেলেও বর্ষা এলে একেবারেই দুর্বিষহ হয়ে ওঠে।”

তিনি আরও বলেন, “গতকাল একজন মৃত ব্যক্তির লাশ নিয়ে যেতে গিয়ে সবাইকে কোমর পানিতে নামতে হয়। বাজারে যাওয়া, চিকিৎসা সেবা কিংবা একজন গর্ভবতী নারীর চলাফেরা—সবকিছুতেই সীমাহীন কষ্ট হয়। অ্যাম্বুলেন্স বা সিএনজিও ঢুকতে পারে না।”

আক্ষেপ করে তিনি বলেন, “আমাদের এলাকায় ব্রীজ বরাদ্দ এলে ইউপি সদস্য ও স্থানীয় নেতাদের কারসাজিতে তা অন্যখানে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে আমাদের দুর্ভোগের শেষ নেই।”

এ অবস্থায় এলাকাবাসী উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করে বলেন, পূর্ব খেওয়াছড়ি গ্রামে একটি পাকা রাস্তা ও একটি সেতু নির্মাণ করা হলে শত শত মানুষের জীবন চলাচল স্বাভাবিক হবে।

এস্তেফাজুল এর মৃত্যুতে জেলা বিএনপির শোক

0

সিবিএন:

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এক যুক্ত বিবৃতিতে কক্সবাজার জেলা বিএনপির সদস্য এবং মাতারবাড়ী ইউনিয়নের বিএনপি নেতা এস্তেফাজুল হকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি নেতা এস্তেফাজুল হক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি অবিচল ছিলেন। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী সৈনিক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সাহসী ভূমিকা ও রাজনৈতিক অবদান দল আজীবন স্মরণে রাখবে।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।

টেকসই স্বাস্থ্যসেবায় সকলের সম্মিলিত প্রয়াস জরুরি: সিভিল সার্জন

0

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার ;

দুর্যোগকালীন সময়ে নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তখন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন নারী ও কিশোরীরা। তাই প্রত্যন্ত জনপদে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নারীর সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। অনুকূল পরিবেশ পেলে দুর্যোগের ঝুঁকিতে থাকা এই নারীরাই গড়ে তুলতে পারেন দুর্যোগ সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা এবং হতে পারেন দিনবদলের দিশারি।

৩০ জুন শহরের একটি তারমানের হোটেলের হলরুমে আয়োজিত ‘দুর্যোগকালীন স্বাস্থ্য কেন্দ্রের অবকাঠামোর প্রস্তুতি ও মূল্যায়ন’ শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক। তিনি বলেন, “নানা সীমাবদ্ধতার মাঝেও আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করছি। তবে টেকসই স্বাস্থ্যসেবার জন্য সকলের সম্মিলিত প্রয়াস জরুরি।”

সভায় জানানো হয়, জেলার কুতুবদিয়া, মহেশখালী, সদর, চকরিয়া ও টেকনাফ উপজেলায় পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের অর্থায়নে ‘উইমেন-লেড ক্লাইমেট রেজিলিয়েন্স’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে এই প্রকল্প নারীদের ক্ষমতায়ন এবং প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে।

প্রকল্পের সারমর্ম তুলে ধরেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের রেজিলিয়েন্স অফিসার ডা. মো. আশিক হাসান জিকো এবং মনিটরিং অফিসার মো. আরিফ খান।

এ সময় কুতুবদিয়া, মহেশখালী, সদর, চকরিয়া ও টেকনাফ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ এবং মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।

কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন

0

সিবিএন ডেস্ক:

সবুজে সবুজে গড়া হোক আগামীর ভবিষ্যৎ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপের সম্মাননা পাওয়া “কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ” এবং “গার্লস ইন রোভার স্কাউটস গ্রুপ” আজ (সোমবার) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

এতে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এস.এম. আকতার উদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন প্রফেসর হাশেমুদ্দীন, প্রফেসর জুলফিকর আলী, প্রফেসর জসিম উদ্দিন, রোভার স্কাউট লিডার ও সহকারী কমিশনার (জেলা রোভার) প্রভাষক জাহাঙ্গীর আলম।

কক্সবাজার সিটি কলেজ রোভারের প্রশংসা করে অধ্যক্ষ প্রফেসর আকতার উদ্দিন চৌধুরী বলেন,
> “রোভার স্কাউটরা শুধু শৃঙ্খলা নয়, বরং দেশপ্রেম, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি তারই বহিঃপ্রকাশ।”


রোভার স্কাউট লিডার প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন,
> “রোভারিং শুধু আত্মগঠনের পথ নয়, এটি পরিবেশ রক্ষার আন্দোলনেরও অংশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের আজই কাজ শুরু করতে হবে।”

 

কর্মসূচির অংশ হিসেবে রোভার ও গার্লস ইন রোভার স্কাউট সদস্যরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নারকেল, কাঁঠাল, জাম ও কদবেল গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠান শেষে রোভার স্কাউট লিডার জাহাঙ্গীর আলম নিজ হাতে রোভার ও গার্লস ইন রোভার সদস্য এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

এই উদ্যোগের মাধ্যমে কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ আবারও প্রমাণ করলো, তারা শুধু শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ নয়, বরং একটি সচেতন ও দায়িত্বশীল সামাজিক শক্তি।

কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের ১ লক্ষ টাকা অনুদান

0

সংবাদ বিজ্ঞপ্তি:
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোয়ারখালী গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত কোস্ট ফাউন্ডেশনের ঋণ ও উন্নয়ন কর্মকর্তা নুরুল আবছারের স্ত্রী সায়মা সাকী কে এক লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।

৩০ জিন দুপুর ১২টায় সংস্থার উপ নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক নিহত নুরুল আবছারের বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে চেকটি তুলে দেন।

চেক বিতরণে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, বড়ঘোপ ইউনিয়ন পরিষদ সদস্য আজিজুল হক, সংস্থার আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গির আলম, আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হোসেন, উর্ধ্বতন সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক তানজিরা খাতুন,শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সহকারি কমিশনার বলেন, “এটি একটি সুন্দর দৃষ্টান্ত যে, কোস্ট ফাউন্ডেশন নিজেই মরহুম নুরুল আবছারের বাড়িতে সহায়তা নিয়ে হাজির হয়েছে। এমন মানবিক কাজ সত্যিই প্রশংসার দাবিদার।”

উপ নির্বাহী পরিচালক বলেন,“যদিও নুরুল আবছার আমাদের সাথে মাত্র তিন মাস কাজ করেছেন, তারপরেও তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কোস্ট ফাউন্ডেশন সবসময় কর্মীদের প্রতি আন্তরিক এবং তাদের প্রতি সহানুভূতিশীল।

উল্লেখ্য যে, গত ১৪ জুন ২০২৫ তারিখে ঈদগাও কলেজের সামনে সিএনজি-তিশা বাসের সংঘর্ষে কোস্ট ফাউন্ডেশনের ঈদগাঁও শাখার ঋণ ও উন্নয়ন কর্মকর্তা নুরুল আবছার (২৮) নিহত হন। খবর পেয়ে কোস্ট ফাউন্ডেশনের একদল সহকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার সহকর্মীরা হাসপাতাল থেকে দাফন পর্যন্ত সকল প্রক্রিয়ায় সহায়তা করেন এবং পরিবারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন।

নুরুল আবছার ছিলেন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান একজন কর্মকর্তা। তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কোস্ট পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জুলাইয়ে আন্তর্জাতিক রূপে যাত্রা শুরু করছে কক্সবাজার বিমানবন্দর

0

 সিবিএন ডেস্ক :

আগামী জুলাই মাস থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। এ লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে।

কক্সবাজার হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে, যেখানে চালু হবে আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি কার্গো ফ্লাইটও। সমুদ্র উপকূলবর্তী এই বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণসহ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন কাজ প্রায় শেষ পর্যায়ে। চলছে উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতিও।

বিমানবন্দরটি চালু হলে বিদেশি পর্যটকের আগমন বাড়বে এবং পর্যটননির্ভর কক্সবাজার অর্থনৈতিকভাবে আরও লাভবান হবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এদিকে, ২৬ জুন কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন পরিদর্শন করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

আবু সাঈদ হত্যা মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল

0

২০২৪ সালের জুলাইয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দাখিল করা হয়েছে।

সোমবার (৩০ জুন) ট্রাইব্যুনালে প্রতিবেদনটি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এর আগে, গত ২৪ জুন তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রতিবেদনটি প্রসিকিউশনে জমা দেয়। একইসঙ্গে আবু সাঈদের হত্যায় ব্যবহৃত অস্ত্রও প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে জানা গেছে, আবু সাঈদ হত্যাকাণ্ডে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মোট ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করে অভিযোগ দাখিল করেন। মামলার চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

২০২৪ সালের জুলাই মাসে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। পুলিশের সামনে বুক পেতে দাঁড়ানো অবস্থায় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুর মারার বিষ সেবন, প্রাণ গেল গৃহবধূর

0

এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া

কক্সবাজারের উখিয়ায় গ্যাস্ট্রিকের ওষুধের বদলে ভুল করে ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করে মরিয়ম বেগম (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মরিয়ম বেগম পেটের ব্যথা অনুভব করলে তিনি তার ছেলেকে স্থানীয় একটি মুদি দোকানে গ্যাস্ট্রিকের ওষুধ আনতে পাঠান। কিন্তু দোকানদার ভুল করে গ্যাস্ট্রিকের ওষুধের বদলে ইঁদুর মারার একটি ট্যাবলেট দিয়ে দেন। মরিয়ম বেগম ওষুধটি সেবন করার সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মরিয়ম বেগম হরিণমারা গ্রামের আবুল হাসেমের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দোকানদার মৌলভী হাসান আলী দীর্ঘদিন ধরে ড্রাগ লাইসেন্স ছাড়াই মুদি পণ্যের পাশাপাশি ওষুধ ও কীটনাশক বিক্রি করে আসছেন।
তারা বলেন, প্রশাসনকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।