Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
Home Blog Page 2

জুলাইয়ে আন্তর্জাতিক রূপে যাত্রা শুরু করছে কক্সবাজার বিমানবন্দর

0

 সিবিএন ডেস্ক :

আগামী জুলাই মাস থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। এ লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে।

কক্সবাজার হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে, যেখানে চালু হবে আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি কার্গো ফ্লাইটও। সমুদ্র উপকূলবর্তী এই বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণসহ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন কাজ প্রায় শেষ পর্যায়ে। চলছে উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতিও।

বিমানবন্দরটি চালু হলে বিদেশি পর্যটকের আগমন বাড়বে এবং পর্যটননির্ভর কক্সবাজার অর্থনৈতিকভাবে আরও লাভবান হবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এদিকে, ২৬ জুন কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন পরিদর্শন করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুর মারার বিষ সেবন, প্রাণ গেল গৃহবধূর

0

এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া

কক্সবাজারের উখিয়ায় গ্যাস্ট্রিকের ওষুধের বদলে ভুল করে ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করে মরিয়ম বেগম (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মরিয়ম বেগম পেটের ব্যথা অনুভব করলে তিনি তার ছেলেকে স্থানীয় একটি মুদি দোকানে গ্যাস্ট্রিকের ওষুধ আনতে পাঠান। কিন্তু দোকানদার ভুল করে গ্যাস্ট্রিকের ওষুধের বদলে ইঁদুর মারার একটি ট্যাবলেট দিয়ে দেন। মরিয়ম বেগম ওষুধটি সেবন করার সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মরিয়ম বেগম হরিণমারা গ্রামের আবুল হাসেমের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দোকানদার মৌলভী হাসান আলী দীর্ঘদিন ধরে ড্রাগ লাইসেন্স ছাড়াই মুদি পণ্যের পাশাপাশি ওষুধ ও কীটনাশক বিক্রি করে আসছেন।
তারা বলেন, প্রশাসনকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

আবু সাঈদ হত্যা মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল

0

২০২৪ সালের জুলাইয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দাখিল করা হয়েছে।

সোমবার (৩০ জুন) ট্রাইব্যুনালে প্রতিবেদনটি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এর আগে, গত ২৪ জুন তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রতিবেদনটি প্রসিকিউশনে জমা দেয়। একইসঙ্গে আবু সাঈদের হত্যায় ব্যবহৃত অস্ত্রও প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে জানা গেছে, আবু সাঈদ হত্যাকাণ্ডে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মোট ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করে অভিযোগ দাখিল করেন। মামলার চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

২০২৪ সালের জুলাই মাসে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। পুলিশের সামনে বুক পেতে দাঁড়ানো অবস্থায় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

0

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বাহিনীটি।

রবিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) আওতাধীন লেম্বুছড়ি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৬২০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৫০-২-এস থেকে প্রায় ১৫০ গজ এবং আন্তর্জাতিক শূন্যরেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাটাপাহাড় এলাকায় (জিআর-৩৫৫৭১৩ এমএস ৮৪সি/৭) এই অভিযান পরিচালিত হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা সীমান্তের পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

এ বিষয়ে ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েস জানান, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে মাদক চোরাচালান কঠোরভাবে প্রতিহত করা হবে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ধ্বংসের জন্য যথাযথ নীতিমালার আওতায় ব্যাটালিয়ন সদরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয় সচেতন মহল ১১ বিজিবির এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন।

রামুতে গণপিটুনিতে ডাকাত নিহত

0

রামু সংবাদদাতা :

কক্সবাজারের রামুতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত আবদুল মন্নান (৩৮) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকার দুর্ধর্ষ ডাকাত মছন আলীর ছেলে।
রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মন্নান ডাকাতের নেতৃত্বে একটি ডাকাতদল ওই এলাকার রশিদের বাড়িতে প্রবেশ করে লুটপাট শুরু করে। একপর্যায়ে বাধা দেওয়ায় বাড়ির এক সদস্যকে ছুরিকাঘাত করে মন্নান।
লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় পরিবারের অন্যান্য সদস্যদের আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এসে ডাকাত দলের প্রধান মন্নানকে হাতেনাতে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মন্নান।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, “গণপিটুনিতে ডাকাত মন্নানের মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

স্থানীয়রা আরও জানিয়েছেন, মন্নান দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও ভীতি ছড়িয়ে রেখেছিল। রাত নামলেই তার দলবল নিয়ে শুরু হতো চুরি, ছিনতাই, গরু চুরি, এমনকি নারীদের উত্যক্ত করার মতো ঘটনাও।
থানায় একাধিকবার মৌখিক অভিযোগ জানানো হলেও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে বাসিন্দারা দাবি করেছেন।
তারা জানান, এখন তার মৃত্যুর পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

উখিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

0

উখিয়া সংবাদদাতা :

কক্সবাজারের উখিয়ায় ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে বিদেশি এয়ার রাইফেল, এলজিসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব। তবে অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়।

রোববার (২৯ জুন) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫।

র‍্যাব-১৫ কক্সবাজার-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় কিছু বাঙালি ও রোহিঙ্গা সশস্ত্র ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‍্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে তারা দৌড়ে পালিয়ে যায়।

পরিত্যক্ত আস্তানা থেকে উদ্ধার করা হয় ১টি এলজি, ১টি বিদেশি এয়ার রাইফেল, ৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৩ রাউন্ড বার বোরের তাজা কার্তুজ এবং ১ রাউন্ড বার বোরের খালি খোসা।

আ. ম. ফারুক আরও জানান, পলাতক ডাকাতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাতামুহুরীতে কোনাখালী বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা

0

এম. মনছুর আলম, চকরিয়া;

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার আওতাধীন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির অধীন নবগঠিত কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেলে কোনাখালী সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী।

কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ইউনুসের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল।

এছাড়াও সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চকরিয়ায় স্বেচ্ছাসেবকদলের ৩১ দফা লিফলেট বিতরণ

0

এম. মনছুর আলম, চকরিয়া;

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদলের ৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে।

রোববার (২৯ জুন) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া রাস্তার মাথা থেকে শুরু করে প্রতিটি পাড়া-মহল্লায় ঘুরে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল উদ্দিন রাজা, সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাইছার হামিদ, সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম নুরু, সহ-সভাপতি জাফর আহমদ ও জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন ও বিএনপি নেতা তারুণ্যশীল।

এছাড়াও স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, শ্রমিকদলের সভাপতি রফিক আহমদ, সাধারণ সম্পাদক এম সাজ্জাদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জয়নাল আবেদীন, এবং সাংগঠনিক সম্পাদক ফজল কাদের।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বৌদ্ধ ফোরাম কক্সবাজার জেলার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

0

সংবাদ বিজ্ঞপ্তি

বৌদ্ধ ফোরাম কক্সবাজার জেলার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে ৩১ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটি হলো আহ্বায়ক অ্যাডভোকেট সম্যৎক দৃষ্টি বড়ুয়া (কক্সবাজার), সদস্য সচিব মিথুন বড়ুয়া বোথাম (রামু), পুলুমং রাখাইন সিনিয়র যুগ্ম আহ্বায়ক (টেকনাফ), সুজন বড়ুয়া যুগ্ম আহ্বায়ক (উখিয়া), যুগ্ম আহ্বায়ক আলুরী রাখাইন (হারবাং), মংহ্লায়ই রাখাইন (চকরিয়া), আজাই মং রাখাইন (পেকুয়া)।

তারা সবার সিদ্ধান্ত মতে শিগগিরই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

চকরিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে পানি ও উপকরণ বিতরণ

0

এম. মনছুর আলম, চকরিয়া :

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন, শিক্ষা, ঐক্য, প্রগতির ধারক-বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে চলতি এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করা হয়েছে।

রোববার সকালে চকরিয়া কলেজ ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দীন আহমদের পক্ষ থেকে, চকরিয়া উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের নির্দেশনায় চকরিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে চকরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. নেজাম উদ্দিন টিটু, ছাত্রনেতা শাহাদাত নাদিম অভি, তৌহিদুল ইসলাম জাহেদসহ বিপুল সংখ্যক ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।