Saturday, April 19, 2025
PalongTV OnlinePalongTV Online
Home Blog Page 3

সাংবাদিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা বুধবার (১৬ এপ্রিল) সকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক, ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন প্রস্তাবলির উপর আলোচনা করেন, নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, এম আর মাহবুব, হাসানুর রশীদ ও মোহাম্মদ হাসিম।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ-সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে এবং ঐক্যবদ্ধ ইউনিয়ন গড়তে নিরপেক্ষ ভূমিকা রাখায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে’র নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারকে গতিশীল করতে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির খোঁজে ছদ্মবেশে দুদকের অভিযান

0

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলসান আনোয়ারের নেতৃত্বে চার সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান চালায়।

এনফোর্সমেন্ট টিম সাধারণ গ্রাহক সেজে দলিল লেখক ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে। অভিযানের সময় বেশ কয়েকজন কর্মচারী পালিয়ে যেতে চাইলে দুদকের সদস্যরা তাৎক্ষণিকভাবে দরজা-জানালা বন্ধ করে বিভিন্ন নথিপত্র ও ফাইল খতিয়ে দেখেন।

অভিযানে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের স্পষ্ট প্রমাণ মেলে। এছাড়া গ্রাহকদের নানা হয়রানি ও সেবাবঞ্চনার অভিযোগও নিশ্চিত হয়।

দুদকের উপ-পরিচালক গোলসান আনোয়ার বলেন, “দলিলের খরচ, পদ্ধতি ও সেবার মান সম্পর্কে তথ্য নেওয়া হয়েছে। উপস্থিত গ্রাহকদের জিজ্ঞাসাবাদে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া গেছে।”

তিনি আরও জানান, অভিযানের সময় সংশ্লিষ্ট দলিল লেখক ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলা হয় এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সব তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে একটি প্রতিবেদন পাঠানো হবে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে।

ফাইনালে ডুলাহাজারাকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন উজানটিয়া

0

মো. আরকান, পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডুলাহাজারা ক্রীড়া সংসদকে ট্রাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমজারুলের সম্মিলিত ফুটবল একাদশ উজানটিয়া।

প্রায় ১০ হাজার দর্শকের উপস্থিতিতে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মূল খেলা গোলশূন্য ড্র হয়। প্রথমার্ধের শেষ মিনিটে উজানটিয়ার বিদেশি ফরোয়ার্ড সামসির শট ঠেকিয়ে দেন ডুলাহাজারার গোলরক্ষক সাইফুল। ছিটকে পড়া বল থেকে আবদুল্লাহর শটও রক্ষা করেন তিনি। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।

প্রতিপক্ষের ৮ নম্বর শটটি উজানটিয়ার গোলরক্ষক আয়ুব আলী ঠেকিয়ে দেওয়ার পর মুহূর্তেই বিজয়ের উল্লাসে ফেটে পড়ে উজানটিয়া দল ও সমর্থকরা। ট্রাইব্রেকারে ৮-৭ গোলের জয় ছিনিয়ে নিয়ে উজানটিয়া জিতে নেয় টুর্নামেন্টের শিরোপা।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা, চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. ইকবাল হোসেন, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দর্শক।

যোগদান করেছেন কক্সবাজারের নতুন এডিসি শাহিদুল আলম

0

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা প্রশাসনের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোঃ শাহিদুল আলম (১৭৫৩৫) যোগদান করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন এর কাছে যোগদান পত্র দিয়ে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। কক্সবাজার জেলা প্রশাসনের বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এরআগে গত ৮ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের নতুন এডিসি মোঃ শাহিদুল আলম সহ একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়। মোঃ শাহিদুল আলম কক্সবাজার জেলা প্রশাসনে যোগ দেওয়ার আগে বাংলাদেশ সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টরের একান্ত সচিব ছিলেন।

কক্সবাজারের উখিয়ায় অপহরণের পর ধর্ষণের শিকার ছাত্রীকে নিয়ে পলাতক অভিযুক্ত

0

বেলাল আজাদ, কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় অপহরণ ও ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীকে নিয়ে পলাতক রয়েছে অভিযুক্ত ধর্ষক। ভুক্তভোগী ওই নাবালিকা বর্তমানে অজ্ঞাত স্থানে রয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, চলতি বছরের ১৩ জানুয়ারি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ১৫ বছর বয়সী এক ছাত্রী অপহরণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা ফাতেমা বেগম ২১ জানুয়ারি কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলা দায়ের করেন (সি.পি-২০/২০২৫, ধারা ৭/৩০)।

আদালতের নির্দেশে মামলার তদন্তভার দেওয়া হয় সিআইডি কক্সবাজারকে। তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ হাফিজ আল-আসাদ ২৯ জানুয়ারি ভুক্তভোগীকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে আদালতে সোপর্দ করেন। ওইদিন বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ করেন এবং আদালতের নির্দেশে মেয়েটিকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

তদন্ত শেষে সিআইডি তিনজন অভিযুক্ত—রাহমত উল্লাহ (২৩), নুরুল আবছার (২৪) ও মো. আলমগীর (২৫)—এর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গত ৭ এপ্রিল সন্ধ্যায় পুনরায় ভুক্তভোগী স্কুলছাত্রীকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্তদের মধ্যে রাহমত উল্লাহ উখিয়ার রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল গ্রামের বদিউল আলমের পুত্র, নুরুল আবছার হরিণমারা গ্রামের আমির হোসেনের পুত্র এবং মো. আলমগীর ডেইলপাড়ার মৃত নুরুল আমিনের পুত্র।

এ বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাবেদুল আনোয়ার রুবেল ও অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ ইতোমধ্যে ১৬ এপ্রিল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

চট্টগ্রামের জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল, চলবে তিন দিন

0

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলার ১১৬তম আয়োজন শুরু হচ্ছে আগামী ২৫ এপ্রিল (শুক্রবার)। বিকেল ৪টায় নগরীর লালদীঘি মাঠে শুরু হবে বলীখেলা।

এ উপলক্ষে তিনদিনব্যাপী বৈশাখী মেলাও বসছে, যা চলবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।

বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে মেলা সফল করতে আয়োজকদের সঙ্গে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত সড়কে স্টল বসানো যাবে না। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। স্টল বিক্রি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ বদরপাতির বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবদুল জব্বার সওদাগর এই বলীখেলার সূচনা করেন। সেই ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রামবাসী।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন, সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান মামুন, কোতোয়ালী থানার এসি মো. মাহফুজুর রহমান, অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম খোরশেদ, মেলা কমিটির সাধারণ সম্পাদক ও আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল, বলীখেলার প্রধান রেফারি হাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ১১৫ বছর ধরে ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে বলীখেলা ও মেলা, যা এখন নগরীর সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম অংশে পরিণত হয়েছে।

রামু থানার সাবেক এস আই শামসুল আরেফিন তোহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

0

আবুল কাশেম, রামু:

কক্সবাজারের রামু থানার সাবেক এস আই (সাব ইন্সপেক্টর) শামসুল আরেফিন তোহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীর সাথে ব্যভিচারে লিপ্ততা ও প্রবাসীর স্বর্ণালংকার এবং নগদ টাকা চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় এই গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী স্বামী। যার মামলা নং- ৭০২/২৩।

জানা যায়, ২০২০ সালে পারিবারিক একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে রামু থানায় চুরির অভিযোগ দিতে গিয়ে প্রবাসীর স্ত্রীর সাথে পরিচয় হয় রামু থানার এস আই শামসুল আরেফিন তোহার। এই পরিচয় থেকে দানা বাঁধে পরকিয়া প্রেমের। দীর্ঘ ১ বছর পরকিয়া প্রেম চলতে থাকে তাদের। প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে অভিযুক্ত এস আই শামসুল আরেফিন তোহা প্রায় সময় বাসা ভাড়া বাড়িতে যেতো। এছাড়াও প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননীকে নিয়ে কক্সবাজারের নানা জায়গায় ঘুরাঘুরি এবং হোটেলে রাত্রিযাপন করে। এক পর্যায়ে তাদের এই সম্পর্ক পরিবারে জানাজানি হয়ে গেলে রামু থানার সাবেক এস আই শামসুল আরেফিন তোহা প্রবাসীর ঘরে থাকা স্বর্নলংকার ও নগদ টাকা সহ প্রবাসীর স্ত্রী সহ পালিয়ে যায়।

স্ত্রী পালিয়ে যাওয়ার খবর পেয়ে দেশে ফিরে রামু থানার এস আই শামসুল আরেফিন তোহার বিরুদ্ধে রামু আমলী আদালতে দায়িত্বরত সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা’র আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী স্বামী। আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিটিআই) কে তদন্তের দায়িত্ব দেন। পিবিআই এই ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে তদন্তের রির্পোট জমা দেন আদালতে ।

অভিযুক্ত শামসুল আরেফিন তোহাকে আদালতে উপস্থিতির জন্য সমন জারি করে। গেলো সমনের নোটিশ পাওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় শামসুল আরেফিন তোহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে সংশ্লিষ্ট আদালত।

বর্তমান অভিযুক্ত এস আই শামসুল আরেফিন তোহা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় এস আই এর দায়িত্বে কর্মরত আছেন।

তার নিজ বাড়ি চট্টগ্রাম বাঁশখালীর চেচুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড, ধৈলছড়ী এলাকার কেবি বাজার সংলগ্ন।

লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন একটি ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ রাকিব (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের উত্তর পাত্রিশা গ্রামের সাবেক মেম্বার লোকমানের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার সরই পুলাং পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানু মেম্বার বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনের ছাদে লোহার রড উপরে তোলার সময় অসাবধানতাবশত রডটি বৈদ্যুতিক মেইন লাইনের তারে লেগে গেলে রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পরপরই নিহতের মরদেহ পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে নিয়ে যান।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মো. জাহেদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের মরদেহ লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বর্ষার আগে রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকিপূর্ণ ১৫০ পরিবার পাচ্ছে নতুন ঘর

0

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাঁচটি ব্লক থেকে ঝুঁকিপূর্ণ বসবাসরত পরিবারগুলোকে সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন ও একটি বেসরকারি সংস্থা। গত বছর বর্ষাকালে পাহাড়ধসে প্রাণ হারিয়েছিল ৭ জন রোহিঙ্গা। চলতি বছরও একই ধরনের বিপদের আশঙ্কায় আগাম প্রস্তুতি হিসেবে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে এনজিও ‘ছওয়াব’। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা ক্যাম্পে নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে সংস্থাটি। বর্তমানে ক্যাম্প-১৪ এর ব্লক-ই-তে ১৫০টি শেল্টার নির্মাণের কাজ চলছে।

শেল্টার নির্মাণ প্রকল্পটি এনজিও বিষয়ক ব্যুরো ও প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ২৮ জানুয়ারি, ২০২৫ তারিখে অনুমোদন পায় (স্মারক নং- ০৩.০৭.২৬৬৬.৬৬৫.৬৮.০৫৭.২০-১১৪)। পরবর্তীতে ৩ মার্চ, ২০২৫ তারিখে RRRC এবং ৪ মার্চ, ২০২৫ তারিখে সিআইসি’র অনুমোদন পাওয়া যায়। এছাড়া ২৮ নভেম্বর, ২০২৪ তারিখে প্রকল্পটি শেল্টার সেক্টর কর্তৃক জেআরপি (জয়েন্ট রেসপন্স প্ল্যান)-এর অধীনেও অনুমোদিত হয়।

‘ছওয়াব’ ক্যাম্প-১৪–এর ঝুঁকিপূর্ণ বসবাসকারী ৩২২ পরিবারের মধ্যে প্রাথমিকভাবে ১৫০ পরিবারের জন্য ঘর নির্মাণের কাজ শুরু করেছে। ক্যাম্প ইনচার্জ ফারুক আল মাসুদ জানান, “ঝুঁকিপূর্ণ এলাকা থেকে রোহিঙ্গাদের সরানো খুবই জরুরি। গত বর্ষায় ৭ জন প্রাণ হারিয়েছিলেন। এ বছর যাতে এমন না হয়, সে জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

সম্প্রতি অভিযোগ উঠেছিল যে ক্যাম্প-১৪-তে পাহাড় ও গাছ কেটে নতুন শেড নির্মাণ করা হচ্ছে, যা রোহিঙ্গাদের আগমনকে উৎসাহিত করতে পারে। তবে সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ব্লক ই-৩–তে কোনও গাছপালা বা পাহাড় ছিল না। এটি ছিল একটি খালি মাঠ, যেখানে আগে খেলাধুলা হতো। স্থানীয় রোহিঙ্গারা জানান, এখানে কখনও গাছ লাগানো হয়নি।

তারা আরও বলেন, “গত বছর বর্ষায় ৭ জনের মৃত্যু হয়েছিল। তাই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে হাজার খানেক নারী-পুরুষকে নিরাপদ স্থানে নেওয়ার উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”

সংস্থাটির কক্সবাজার জেলা কো-অর্ডিনেটর আবু সাদাত আহমেদ নোহ জানান, “২০১৭ সাল থেকে ছওয়াব ক্যাম্পে কাজ করছে। ৩২২ ঝুঁকিপূর্ণ পরিবারের মধ্যে ১৫০ পরিবারকে বর্ষার আগেই নিরাপদ শেডে স্থানান্তরের কাজ চলছে। প্রায় চার মাস আগে থেকে এই কাজ শুরু হয়েছে। একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রকল্পের সুনাম ক্ষুণ্ণ করতে চাইছে।”

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত রোহিঙ্গা পরিবারগুলো বর্ষার সময় অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয় পাবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ উদ্যোগে এটি বাস্তবায়িত হচ্ছে।

সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি

0

সোয়েব সাঈদ, রামু :
সৌদি আরবের তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার দুই যুবক। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন- রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পানিরছড়া গ্যারেজ থলিয়াঘোনা এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাকিল এবং একই ইউনিয়নের হামিরপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মোক্তার আহমদের ছেলে সিফাত।
প্রাপ্ত তথ্যে জানা গেছে- তাবুক শহরের একটি প্রাইভেটকারে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে শাকিল ও সিফাতসহ আরও কয়েকজন নিহত হয়েছেন।
রশিদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মালেক মাসুম দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এখনো তাদের মৃতদেহ কোথায় দাফন হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি।
এদিকে পরিবারের সুখের আশায় সৌদি আরবে গিয়ে যুবক শাকিল ও সিফাতের মৃত্যতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে স্বজনদের আহাজারি।