Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
Home Blog Page 3

বৌদ্ধ ফোরাম কক্সবাজার জেলার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

0

সংবাদ বিজ্ঞপ্তি

বৌদ্ধ ফোরাম কক্সবাজার জেলার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে ৩১ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটি হলো আহ্বায়ক অ্যাডভোকেট সম্যৎক দৃষ্টি বড়ুয়া (কক্সবাজার), সদস্য সচিব মিথুন বড়ুয়া বোথাম (রামু), পুলুমং রাখাইন সিনিয়র যুগ্ম আহ্বায়ক (টেকনাফ), সুজন বড়ুয়া যুগ্ম আহ্বায়ক (উখিয়া), যুগ্ম আহ্বায়ক আলুরী রাখাইন (হারবাং), মংহ্লায়ই রাখাইন (চকরিয়া), আজাই মং রাখাইন (পেকুয়া)।

তারা সবার সিদ্ধান্ত মতে শিগগিরই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

চকরিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে পানি ও উপকরণ বিতরণ

0

এম. মনছুর আলম, চকরিয়া :

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন, শিক্ষা, ঐক্য, প্রগতির ধারক-বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে চলতি এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করা হয়েছে।

রোববার সকালে চকরিয়া কলেজ ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দীন আহমদের পক্ষ থেকে, চকরিয়া উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের নির্দেশনায় চকরিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে চকরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. নেজাম উদ্দিন টিটু, ছাত্রনেতা শাহাদাত নাদিম অভি, তৌহিদুল ইসলাম জাহেদসহ বিপুল সংখ্যক ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উখিয়ায় হাইওয়ে থানা পরিদর্শনে সহকারী পুলিশ সুপার মোঃ ফখরুল

0

এইচ এম জালাল উদ্দিন কাউছার, উখিয়া;

চট্টগ্রাম সার্কেল, কুমিল্লা রিজিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মো. ফখরুল আলম শনিবার (২৮ জুন) বিকেলে কক্সবাজার জেলার উখিয়ার শাহপুরী হাইওয়ে থানা পরিদর্শন করেন।

থানায় পৌঁছালে ওসি মো. সাইফুল ইসলাম তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় এই সৌজন্যমূলক পরিদর্শন।

স্থানীয় পুলিশ সূত্র জানায়, এমন পরিদর্শন মাঠপর্যায়ের সদস্যদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে এবং দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করে।

পরিদর্শনকালে এএসপি ফখরুল আলম থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং ওসি সাইফুল ইসলামসহ উপস্থিত অফিসার ও ফোর্সের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা বাড়াতে নিয়মিত পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা অত্যন্ত জরুরি।”

পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি থানার পরিদর্শন রেজিস্টারে স্বাক্ষর করেন এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টেকনাফে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

0

টেকনাফ সংবাদদাতা ;

কক্সবাজারের টেকনাফে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পারভেজ মোশারফ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ষাইটপাড়া এলাকার আবুল ফয়েজের ছেলে। আহতদের মধ্যে একজন হলেন মোহাম্মদ সাঈদী (২১), যিনি মহেশখালীর বাসিন্দা এবং মোটরসাইকেলের আরোহী। অপর দুইজন অটোরিকশার যাত্রী হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, “দুপুরে কক্সবাজারমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পারভেজ মারা যান এবং তিনজন আহত হন।”

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ বাহারছড়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান তিনি।

শহীদ নুরুল আমিন স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0

আজিজুর রহমান রাজু, ঈদগাঁও;

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া ঢালার মুখ খেলার মাঠে অনুষ্ঠিত হলো শহীদ নুরুল আমিন স্মৃতি সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ।

শনিবার, ২৮ জুন বিকেলে অনুষ্ঠিত জমজমাট এই ফাইনালে মুখোমুখি হয় পূর্ব ঢালার মুখ ফাইভ স্টার একাদশ ও শিয়াপাড়া কিং স্টার একাদশ।
দু’দলের চমৎকার লড়াইয়ের পর ফাইভ স্টার একাদশকে হারিয়ে শিয়াপাড়া কিং স্টার একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আয়োজক কমিটি জানায়, ২৪ জুলাই ছাত্র আন্দোলনে শহীদ নুরুল আমিনের স্মরণে প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। ন্যায়ের জন্য আত্মত্যাগকারী এই সাহসী তরুণ আজ এলাকার যুবসমাজের কাছে এক অনুপ্রেরণার নাম।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা পোল্ট্রি ফিড অ্যান্ড চিকস সেন্টারের চেয়ারম্যান আবু তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইসলামাবাদ ৯নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জুবায়েদ উল্লাহ জুয়েল, ব্যবসায়ী শাহাবুদ্দিন, লিয়াকত হোসাইন, মুসলিম উদ্দিন, রাশেদুল ইসলাম, মোহাম্মদ ফারুক ও আব্দুল আজিজ আলম, সমাজসেবক গোলাম কাদের ও শফি আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় পুরো মাঠজুড়ে দর্শকদের করতালি, উল্লাস ও আনন্দে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি তরুণ সমাজকে মাদক, জুয়া ও অনৈতিক কাজ থেকে দূরে রাখে। তাই যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে পরিবার ও সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে।”

এই টুর্নামেন্টকে কেন্দ্র করে গোটা এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।ফাইনাল ম্যাচ ছিল শুধুই একটি প্রতিযোগিতা নয়, বরং শহীদ স্মরণের এক গর্বিত আয়োজন।

গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার তিন দশকের সংকট নিরসনে অগ্রগতি

0

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চলমান সংকট নিরসনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে গঠিত ‘ছাত্রজনতা ঐক্য পরিষদ’। চলমান সংকট নিরসনে পরিষদের নীতিনির্ধারণী ফোরামের উদ্যোগে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও পরিষদের নিযুক্ত প্রতিনিধি হাফেজ আবু সুলতান, পরিচালনায় ছিলেন পরিষদের মুখপাত্র ও চট্টগ্রাম জামেয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা জুলফিকার বিন তাহের।
সভা ব্যবস্থাপনায় সহায়তা করেন ব্যাংক কর্মকর্তা ও প্রাক্তন ছাত্র আখতার হোছাইন।

দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতভাবে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হলো- মাদ্রাসায় দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের মূল উৎস দুই অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও ওবায়দুল হাকিমকে অপসারণ, পরিস্থিতি বিবেচনায় মো. সাইফুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান, মাদ্রাসার সংস্কার কার্যক্রমে সমন্বয়ক হিসেবে শিক্ষক প্রতিনিধি মাওলানা আইয়ুব ও আলাউদ্দিন আল আজাদ-কে মনোনয়ন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও সাংবাদিক আব্দুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মুফিজুর রহমান, ওবায়দুল হক, জাহাঙ্গীর সেলিম, মাওলানা মোতাহেরুল ইসলাম, ছাত্রনেতা আতিক উল্লাহ, ছাত্র প্রতিনিধি তাওহীদুল ইসলাম সাঈদ এবং টাইমবাজার এলাকার প্রতিনিধি মোহাম্মদ হানিফসহ অনেকে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন হলে মাদ্রাসার শিক্ষা পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘ দিনের জটিলতা কাটিয়ে একটি সুসংগঠিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাটি তার হারানো গৌরব ফিরে পাবে।

কক্সবাজার জেলা রোভারের সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন

0

সিবিএন ডেস্ক:

বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা রোভার-এর আয়োজনে চলমান “১৬তম কোর্স ফর রোভার মেট – ২০২৫”-এর অংশ হিসেবে শনিবার (২৮ জুন) বিকাল ৩টায় কক্সবাজার সমুদ্র সৈকতে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটি গত বৃহস্পতিবার পিটিআই, কক্সবাজার-এ শুরু হয়, যাতে জেলার বিভিন্ন উপজেলার ৪০ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আপেল মাহমুদ। তিনি কক্সবাজার জেলা রোভার স্কাউটদের এমন সচেতনতামূলক ও জনহিতকর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন,
“তরুণ রোভার স্কাউটরা শুধু নিজেদের গঠনেই নয়, সমাজ ও পরিবেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে—এটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”

 

বিচ ক্লিনিং কার্যক্রমে উপস্থিত ছিলেন:

কোর্স লিডার আবু তাহের, জেলা রোভার সম্পাদক ও প্রশিক্ষক মো. আব্দুল হামিদ, সহযোজিত সদস্য ও প্রশিক্ষক ড. জাকির হোসেন

প্রশিক্ষক মো. এনাম, নুরুল আমিন, তছলিমা খানম, প্রশিক্ষক ও কোয়ার্টার মাস্টার জাহাঙ্গীর আলম।

এদিন সন্ধ্যায় শুরু হয় “কোর্স ফর রোভার মেট – ২০২৫”-এর মহা তাবু জলসা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের এডিসি (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী।

তিনি বলেন,
“রোভার স্কাউটিং মানেই নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবতার প্রশিক্ষণ। এ প্রজন্ম যদি স্কাউটিংয়ের আদর্শ ধারণ করে, তবে আগামীর বাংলাদেশ হবে আরও মানবিক ও সচেতন।”

জলসা শেষে আয়োজন করা হয় ক্যাম্পফায়ার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরবর্তীতে কোর্স লিডার আবু তাহের আনুষ্ঠানিকভাবে দিনের সমাপ্তি ঘোষণা করেন।

আগামীকাল চতুর্থ ও শেষ দিনে প্রশিক্ষণার্থীদের হাতে তাদের কাঙ্ক্ষিত সনদপত্র তুলে দেওয়া হবে।

চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড শ্রমিকদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত

0

এম. মনছুর আলম, চকরিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, চকরিয়া পৌরসভার আওতাধীন ৫নং ওয়ার্ড শ্রমিকদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে চকরিয়া পৌরসভা বিএনপির কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

৫নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির উদ্দিনের সঞ্চালনায় কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আকতার ফারুক খোকন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরওয়ার ওসমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, পৌরসভা শ্রমিকদলের সভাপতি রফিক আহমদ এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম প্রমুখ।

কর্মী সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডুলাহাজারা ইউনিয়নের কৃষকদের মাঝে সার-বীজ ও নারিকেল চারা বিতরণ

0

এম. মনছুর আলম, চকরিয়া:

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় সার, বীজ ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া)।

এসময় আরও উপস্থিত ছিলেন- ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু, উপসহকারী কৃষি কর্মকর্তা মিরাজ উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফখর উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ।

কক্সবাজারসহ ৮ জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস

0

সিবিএন ডেস্ক

দেশের ৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৮ জুন) সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সর্বশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।