Thursday, July 3, 2025
PalongTV OnlinePalongTV Online
Home Blog Page 358

ঈদগাঁওতে পুকুরে ডুব দিয়ে লাশ হয়ে ফিরল কলেজ শিক্ষার্থী

0

আনোয়ার হোছাইন, ঈদগাঁও;

পুকুরে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরল কলেজ শিক্ষার্থী আয়াস উদ্দিন জাদরান (১৯) নামের এক কিশোরের।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রবিবার ( ২৯ সেপ্টেম্বর) মাগরিবের সময় ঈদগাঁও বাজারস্থ বায়তুশ শরফ মসজিদ পুকুরে।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের মত বিকালে ফুটবল খেলা শেষে মাগরিবের সময় আয়াস উদ্দিন জাদরান ও তার দুই সহপাঠী বায়তুশ শরফ মসজিদের পুকুরে গোসল করতে নামে। পুকুরে ডুব দেওয়ার পর দুইজন অপর দুই সহপাঠী ভেসে উঠলেও আয়াস ভেসে উঠেনি। তাকে না দেখে অপর সহপাঠী ও মসজিদের ঘাটে বসা লোকজন ৫-৭ মিনিট খোঁজাখুঁজির পর তার নিথর দেহ আপনা-আপনি ভেসে উঠতে দেখে সহপাঠী অপরাপররা। এ দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে পড়ে।নিহত আয়াস উদ্দিন জাদরান ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়ার স্থায়ী বাসিন্দা হলেও জাগিরপাড়ার মক্কা কলোনিতে স্বপরিবারে ভাড়া বাসায় থাকত বলে জানা গেছে। সে ইদগাহ রশিদ আহমদ কলেজের এইচএসসির শিক্ষার্থী বলে জানা গেছে।

তরতাজা এ কিশোর শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নে স্মার্ট হাজিরা পদ্ধতি উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :

চকরিয়া আবাসিক মহিলা কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য স্মার্ট হাজিরা পদ্ধতি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্নিং বর্ডির সভাপতি মো: ফখরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক জুবাইদুল হক, বিএনপি নেতা সোয়াইবুল ইসলাম সবুজ, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, স্মার্ট হাজিরা পদ্ধতির প্রকল্প পরিচালক মো: কুতুব উদ্দিনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ জুবাইদুল হক জানান, কলেজে অধ্যায়নরত ছাত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার জন্য ও শিক্ষার মানোন্নয়ন এবং মেধা নির্ভর শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই অত্র কলেজে প্রথম স্মার্ট হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। স্মার্ট হাজিরা পদ্ধতি চালু কারণে আশা রাখি শিক্ষার্থীদের বহুলাংশে নৈতিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্নিং বর্ডির সভাপতি মো: ফখরুল ইসলাম বলেন, কলেজের শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট হাজিরা নেয়ার কারণে ঝরেপড়া রোধ হবে। শিক্ষার প্রতি আগ্রহ ও মনোযোগ সৃষ্টি হবে এবং অভিভাবকরা সচেতন হবে। শিক্ষার্থীদের পাশের হার বৃদ্ধি পাবে এবং দক্ষিণ চট্টগ্রামে নারী শিক্ষায় একটি উন্নত কলেজে রূপান্তরিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন ক্লাস হাজিরায় অন্তত ১৫-২০ মিনিট সময় সাশ্রয় হবে। তিনি কলেজের শিক্ষা ব্যবস্থাসহ সার্বিক উন্নতিতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান।

শাহপরীর দ্বীপে কর্মী সমাবেশে শাহজাহান চৌধুরী জনস্বার্থে শাহপরীর দ্বীপের করিডোর খুলে দিন

0

প্রেস বিজ্ঞপ্তি;

টেকনাফ উপজেলাধীন সাংগঠনিক ইউনিয়ন শাহপরীর দ্বীপে স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল, মৎস্যজীবী দলের বিশাল কর্মী সমাবেশে কক্সবাজার জেলা বিএনপি সভাপতি, সাবেক হুইপ ও এমপি শাহজাহান চৌধুরী বলেন, বিএনপি জনগণের কথা চিন্তা করে করিডোর করে দিয়েছিল। সেই করিডোর আওয়ামী সরকার বন্ধ করে দিয়েছে। টেকনাফে অসংখ্য প্রতিবাদী মানুষকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে,অসংখ্য মানুষকে গুম করেছে এবং অসংখ্য ছাত্রকে হত্যা করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে। তাকে এ দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। শাহপরীর দ্বীপে বিএনপির নেতাকর্মীদেরকে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এবং যুবদলের ইব্রাহিমকে দুই গ্রুপের বন্দুক
দেখিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার হতে হবে। উন্মুক্ত ভাবে ব্যবসা করার জন্য স্থলবন্দর করেছি। শাহপরীরদ্বীপ জেটি,গরু-মহিষ আমদানি করার জন্য করিডোর করেছি আওয়ামী লীগ সব বন্ধ করে দিয়েছে। নাফনদী ও বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ। এগুলো খোলার বিষয়ে প্রয়োজনে উপদেষ্টাদের কাছে যাবো।

বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।

সাংগঠনিক ইউনিয়ন শাহপরীর দ্বীপে স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল,মৎস্যজীবী দলে বিশাল কর্মী সমাবেশে শাহপরীরদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল মেম্বারের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ রানা ও ছাত্রদলের আহ্বায়ক নুরুল আশিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বিশাল কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, উপজেলা বিএনপির সি. সহ-সভাপতি মো. হাশেম সিআইপি, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন,কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জাহেদুল ইসলাম মাহমুদ, টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কাইয়ুম।

বক্তব্য রাখেন, শাহপরীরদ্বীপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ বিন জালাল,শাহপরীরদ্বীপ যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজু,যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ,শহিদ ইব্রাহিমের ভাই ওমর,ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহাদ,সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ নুরী সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

কুতুবদিয়ায় আগুনে পুড়ল ঘর

0

শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি;

কুতুবদিয়ায় আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। রবিবার বিকেল ৫ টার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের নয়া পাড়ার বাসিন্দা মৃত ছৈয়দ আহমেদের পুত্র মাওলানা আনোয়ার হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুতুবদিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা হতে পারে। তবে, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পেকুয়ায় নিখোঁজ স্কুল শিক্ষকের সন্ধান মেলেনি

0

পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়ায় একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আরিফ (৪৭) নিখোঁজের ২০ঘন্টা পার হলেও সন্ধান মেলেনি।

গতকাল রাত ৯টার দিকে পেকুয়া চৌমুহনী থেকে নিখোঁজ হন বলে তাঁর ভাই মোহাম্মদ রিয়াদ জানান।

নিখোঁজ ব্যক্তি পেকুয়া সদর আন্নর আলী মাতবর পাড়ার বাসিন্দা মৃত বজলুল করিমের ছেলে চৌমুহনীস্থ সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক।

এ ঘটনায় নিখোঁজ আরিফের পরিবারের পক্ষ থেকে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে।

নিখোঁজ আরিফের ভাই মো. রিয়াদ জানান, গতকাল রাত ৯টার দিকে তাঁর বড় ভাই চৌমুহনীতে অবস্থান করেছিল বলে বিভিন্নজন তাদেরকে জানান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছে এবং মুঠোফোন বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছি।

পরিবারের সবাই উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে জানিয়ে তিনি তার ভাইকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তাফা জানান, আরিফ নামে একজনকে পাওয়া যাচ্ছে মর্মে উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। তাকে উদ্ধারে আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর নিচ্ছি।

পেকুয়ায় এনজিও সংস্থা রিক প্রতিনিধির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষাৎ

0

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন এনজিও সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর প্রতিনিধি দল।

রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তারা এই সাক্ষাৎ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিক এর নানান প্রকল্পের অগ্রগতির বিষয়ে তুলে ধরা হয়।

এসময় রিক এর প্রজেক্ট কোর্ডিনেটর রুহুল কুদ্দুস, প্রজেক্ট ইঞ্জিনিয়ার আহনাফ তাহমিদ, কন্সট্রাকশন সুপারভাইজার হোসনে মোবারক আরমান উপস্থিত ছিলেন।

রিক সূত্রে জানাজায়, পেকুয়া উপজেলার লোকাল কমিটির আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এনজিও সংস্থা রিক পেকুয়া উপজেলার দুটি ইউনিয়নে রাস্তা সংস্কার ও খাল খনন ও পুকুর খনন কর্মসূচি বাস্তবায়ন করছে।

রিক সূত্রে জানা যায়, ডব্লিউ এফ পি’র সহযোগিতায় রিক এর বাস্তবায়নে মগনামার দুই নং ওয়ার্ডের সাইক্লোন শ্লেল্টার সংলগ্ন ১৭৭০ফিট এইচবিবি রোড, তিন নং ওয়ার্ডের রশিদিয়া মাদ্রাসা সংলগ্ন ১৭০০ ফিট এইচবিবি রোড, এবং তিন নং ওয়ার্ড মাঝির বিল ১১৫০ ফিট ইরিগেশন ড্রেইন নির্মাণ কাজ চলমান আছে।

এই ছাড়াও শিলখালী ১ নং ওয়ার্ডে ২ হাজার স্কয়ার ফিট পুকুর খনন, ৩ নং ওয়ার্ড কাছারিমোড়া টু বারবাকিয়া সংযোগ সড়ক, ২৮০০ ফিট বিএফএস ও ৭০০ফিট খাল খনন, চার নং ওয়ার্ড মাঝের ঘোনায় ১৮৫০ ফিট নালা খনন, একই এলাকায়১১০০ ফিট এফএস সড়ক ও ৬৫০ ফিট ইরিগেশন ড্রেইন নির্মাণ কাজ চলমান রয়েছে।

এদিকে স্থানীয় পরিবেশবাদী ও গণমানুষের দাবির প্রেক্ষিতে পেকুয়ার অন্যতম কহলখালী খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রিক কাজ করে যাচ্ছে বলে জানান রিক এর প্রজেক্ট কোর্ডিনেটর রুহুল কুদ্দুস।

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশকালে হিন্দু সম্প্রদায়ের তিন জন আটক

0

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অবৈধ ভাবে অনুপ্রবেশকালে হিন্দু সম্প্রদায়ের তিন জনকে আটক করেছে বিজিবি।

রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ঘুমধুম বিওপির বিশেষ টহল দল বাংলাদেশ – মায়ানমার সীমান্তের ঘুমধুমের বাইশফাড়ি বিওপি সদস্যদের অভিযানে সীমান্ত পিলার ৩৬নং এলাকা দিয়ে বাংলাদেশের অভ‍্যন্তরে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের কারণে বাইশফাঁড়ি বিওপি’র বিশেষ টহল দল তিনজন মিয়ানমার নাগরিককে আটক করেছে।

আটককৃত মিয়ানমারের নাগরিকরা হলেন, মিয়ানমারের মংডু জেলার মেদাইকা থানার বলিবাজারের বাসিন্দা রুপন দাশের স্ত্রী রুমা দাশ (২৫),রুপন দাশের ছেলে রিকা দাশ (৭) ও অপর পুত্র শিবা দাশ (৫)।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এর নেতেৃত্ব বিওপির বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

নাইক্ষ্যংছড়ি’ উপজেলার আওতাধীন বিজিবির বাইশফাঁড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৬ এর উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ি মধ্যমপাড়া মেম্বার বাড়ির রাস্তা নামক স্থান থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে এই তিন জন মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের নাগরিককে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশক্রমে ওই তিনজন মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের বাইশফাঁড়ি বিওপি’র হেফাজতে রাখা হয় এবং ২৯ সেপ্টেম্বর রবিবার মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত পুশব্যাক করা হয়নি ।

ধারণা করা হচ্ছে, মিয়ানমার অভ‍্যন্তরে সে দেশের জান্তা সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী আরকান আর্মির চলমান তীব্র সংঘর্ষের কারণে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হয়ত ঐ কারণে নিরাপদ আশ্রয়ের জন্য নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশে থাকা কোন আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল তারা। বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবির কঠোর নজরদারির ফলে অনুপ্রবেশকারীদের চেষ্টা নস্যাৎ করে দেন দায়িত্বরত বিজিবি সদস্যরা।

উল্লেখ্য যে, বিজিবির অধীনে সমস্ত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

ভাষাসৈনিক অধ্যাপক আবদুল গফুরের ইন্তেকালে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের শোক

0

প্রেস বিজ্ঞপ্তি;

দৈনিক ইনকিলাবের ফিচার সম্পাদক, সংগ্রামী ভাষাসৈনিক, তামাদ্দুন মজলিসের সংগঠক অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুরের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সহ-সভাপতি মাওলানা মুফতি কামাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা কাযী মোহাম্মদ এরশাদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মু্বিনুল হক প্রমুখ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ঐতিহাসিক ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুরের অবদান অবিস্মরণীয়। এছাড়াও ইসলামী চিন্তাধারার সাহিত্য-সংস্কৃতির বিকাশে তামাদ্দুন মজলিসের মাধ্যমে তিনি অগ্রণী ভূমিকা পালনের প্রয়াস পেয়েছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তাঁর ক্ষুরধার লিখনি আমাদের অনুপ্রাণিত করবে যুগ-যুগান্তরে। তাঁর ইন্তেকালে জাতি একজন বুদ্ধিবৃত্তিক কাণ্ডারিকে হারালো।

আমরা আল্লাহ তা’আলার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ

0

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জামায়াতে ইসলামি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন সম্পন্ন। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর, চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল মাওলানা মোস্তাফিজুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার শহর জামায়াতের আমীর ও জামায়াতে ইসলামি মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, উপজেলা নায়েবে আমীর মাস্টার মোহাম্মদ মূছা, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম,আরিফুর রহমান চৌধুরী মানিক, অধ্যাপক আবু নাইম আজাদ,বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, উলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহাদাত হোসেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় বিশিষ্ট নাগরিক, ডা: সন্তোষের নেতৃত্বে সনাতনী ধর্মের একটি প্রতিনিধি দলসহ বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় শহস্রাধিক শ্রমিক-ছাত্র জনতা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন , বিগত সময়ে অবৈধ অস্ত্রের মহড়া দেয়া সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানান প্রশাসনের প্রতি। বীর ছাত্রজনতা স্বৈরাচার বিতাড়িত করেছে,আবার যেন সেই স্বৈরাচার ভিন্ন রূপে ফিরে আসতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে । আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া বৈষম্যমুক্ত ও কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের আমলের সকল অপরাধ ও গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে, ইনশাল্লাহ। তাই উর্বর এই ময়দানে দ্বিনের দাওয়াতি কাজ চালিয়ে জামায়াতকে গণমুখী সংগঠনে পরিণত করার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি।

চকরিয়ায় শহীদ আল্লামা সাঈদীর গায়েবানা জানাজায় গুলিতে নির্মমভাবে নিহত শহীদ ফোরকান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহসান হাবীবের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি করেন। তিনি স্বৈরাচার পতনে ছাত্র আন্দোলনের এ বিজয়কে কাজে লাগিয়ে প্রয়াত শহীদ আমীরে জামায়াত মতিউর রহমান নিজামী,আল্লামা সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রক্তের বিনিময়ে ইসলামি আন্দোলনের উর্বরভূমিতে পরিণত করতে সকলে দলীয় কাজের পাশাপাশি সামাজিক কাজেও আত্মনিয়োগ করার আহ্বান জানান।

চতুর্থ ধাপে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর ১২৩জন সদস্যকে বিজিপির কাছে হস্তান্তর

0

আব্দুস সালাম, টেকনাফ;

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে প্রাণভয়ে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বিজিপি সহ মিয়ানমার নিরাপত্তা বাহিনীর ১২৩জন সদস্যকে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৯ সেপ্টেম্বর) ১২৩ জন মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্যকে বিজিপির কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কক্সবাজারের টেকনাফ-নাজিরপাড়া-সাবরাং ও শাহপরীরদ্বীপ এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে সেদেশের সামরিক জান্তা সরকার ও তাদের সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত প্রকট আকার ধারণ করায় গত ১১ জুন ১৪ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে বিভিন্ন সময়ে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর ১২৪ জন (বিজিপি-১০৯ এবং সেনা-১৫) সদস্য প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং বিজিবি’র নিকট আশ্রয় প্রার্থনা করে। বিজিবি তাদেরকে নিরাপদ আশ্রয় প্রদান করত: বাসস্থান, খাবার, পোশাক ও চিকিৎসাসেবাসহ নিরাপত্তা প্রদানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। আশ্রয়গ্রহণকারী সদস্যদের একজন বিজিপি সদস্য (LA-249245, Police Lance Corporal Kzaw Nanda No-(4) BGP Branch) গত ০৩ আগস্ট ২০২৪ তারিখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Septic Shock due to Chronic Liver Disease and Alcoholic Cirrhosis রোগ জনিত কারণে মৃত্যুবরণ করেন। গত ৫ সেপ্টেম্বর উক্ত বিজিপি সদস্যের মৃতদেহ মিয়ানমার দূতাবাসের প্রতিনিধির উপস্থিতিতে সর্বোচ্চ মর্যাদায় যথাযথ ধর্মীয় রীতিনীতি অনুসরণপূর্বক রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার শ্মশান ঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি হতে সেপ্টেম্বর ২০২৪ মাস পর্যন্ত মায়ানমার নিরাপত্তা বাহিনীর সর্বমোট ৮৭৫ জন সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছিল। এর মধ্যে গত ফেব্রুয়ারি ২০২৪ হতে জুন ২০২৪ পর্যন্ত তিন ধাপে ৭৫২ জন সদস্যকে প্রত্যাবাসনের মাধ্যমে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।