Thursday, July 3, 2025
PalongTV OnlinePalongTV Online
Home Blog Page 360

উখিয়ায় দুই লক্ষ শলাকা নকল আকিজ বিড়ি জব্দ, জড়িত ৪

0

নিজস্ব প্রতিবেদক;

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে দুই লক্ষ শলাকা নকল আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড এর এরিয়া ম্যানেজার দারুল হোসেন।

তিনি জানান, কক্সবাজারে কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বাজারে নকল আকিজ বিড়ি সরবরাহ করে আসছে। এই খবর পেয়ে উখিয়া বালুখালী এলাকায় দুই লক্ষ শলাকা নকল আকিজ বিড়িসহ আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিক্রয় কর্মী দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে এ ঘটনায় জড়িত রবিউল, সাইফুল ও ইউনুসকে ও ধরা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বীকারোক্তি নেওয়া হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড এর এরিয়া ম্যানেজার দারুল হোসেন বলেন, তারা দীর্ঘদিন যাবত এই প্রতারণা করছে। যার মূল উদ্দেশ্য আকিজ বিড়ি কোম্পানির সুনাম নষ্ট করা। জব্দকৃত নকল আকিজ বিড়িগুলো জনতার সামনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

0

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের দক্ষিণ চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলা উদ্দিনের নেতৃত্বে মানববন্ধন পূর্বক নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু’ র মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন ।

এই সময় দীর্ঘ দিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ জাতীয় বেতন স্কেলে বৈষম্যের শিকার বলে জানান ; নাইক্ষ্যংছড়ি দক্ষিণ চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলা উদ্দিন। তিনি দ্রুত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের মধ্যে আতিক উল্লাহ, জাহাঙ্গির, মিজানুর রহমান, নাছির উদ্দিন, মো: শফিক, সালামত উল্লাহ ও দিপন বড়ুয়া সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ । উল্লেখ্য যে, সকাল সাড়ে ১১ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা ৫ ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে “উপজেলা প্রশাসনের প্রধান ফটকের সামনে” মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু’ র মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

দুপুর ১ টায় শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিশ্ব পর্যটন দিবসে হোটেল সায়মনের নানা আয়োজন

0

এম.এ আজিজ রাসেল,

আজ বিশ্ব পর্যটন দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে  দিবসটি উদযাপন করেছে পাঁচ তারকা মানের হোটেল সায়মন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় পর্যটন দিবসের র‍্যালি, রক্তদান কর্মসূচি এবং সৈকতের বালিয়াডিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।

দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে পরে কেক কেটে অনুষ্ঠানকে আরও অর্থবহ করা হয়। এতে অংশগ্রহণ করেন সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কক্সবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার সেরা হোটেল ম্যানেজার নির্বাচিত হওয়ায় ম্যানেজার পুবুদু ফার্নান্দেজকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কক্সবাজার প্রেসক্লাবের সহ সভাপতি জিএএম আশেক উল্লাহ।

সাইমন হোটেলের পক্ষ থেকে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন হোটেল সাইমন এর কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন হোটেল সায়মনের ফুড এন্ড বেভারেজ ম্যানেজার ইমরান হোসাইন শেফ এক্সিকিউটিভ প্যাট্রিক্স গোমেজ, ম্যানেজার সারোয়ার আলম, এক্সিকিউটিভ হাউজকিপার বেলাল হোসেন, এইচআর এডমিন মোরসালিন চৌধুরী, অপারেশন ম্যানেজার (সায়মন হেরিটেজ) কামরুল হাসানসহ কক্সবাজার প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত নাছির সহযোগীসহ গ্রেফতার

0

ইমাম খাইর, সিবিএন:
আলোচিত সেনা কর্মকর্তা লেঃ তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডের মূল হোতা যিনি গলায় ছোরার আঘাত করে মৃত্যু নিশ্চিতকারী নাছির উদ্দিন প্রকাশ ডাকাত নাছির এবং তার অপর সহযোগী ডাকাত এনামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

২৭ সেপ্টেম্বর ভোর ৫ টার দিকে  চকরিয়া মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি দেশীয় তৈরী আগ্নেয়াস্র ও তিন রাউন্ড গুলি।

ডাকাত নাছির উদ্দিন (৩৮) ডুলাহাজারা ২নং ওয়ার্ডের ডুমখালী রিজার্ভপাড়ার আবদুল মালেকের ছেলে। সহযোগী এনামুল হক (৫০) ৭নং ওয়ার্ডের মাইজপাড়ার মৃত নুরুল আলমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তথ্যগুলো জানিয়েছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী।

তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে একদল ডাকাত সমাবেত হয়েছে জেনে অভিযানে যায় যৌথ বাহিনী। টিমের ইনচার্জ লেঃ তানজিম সরোয়ার নির্জন এর নেতৃত্বে যৌথ বাহিনী রাত সাড়ে ৩টার দিক ঘটনাস্থলে উপস্থিত হলে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টা করে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যগণ ডাকাতদের গ্রেফতারের লক্ষে পিছু ধাওয়া করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম ধাওয়া করে নাছির উদ্দিনকে ধরে ফেলেন। পরবর্তীতে ধৃত নাছির উদ্দিনসহ আরো দুই থেকে তিন জন ডাকাত লেফটেন্যান্ট তানজিম সারোয়ারকে ধারালো ছুরি দ্বারা হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেনা ও পুলিশ সদস্যগণ তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব উক্ত হত্যাকান্ডের পরবর্তী ছায়াতদন্তসহ ঘাতকদের গ্রেফতারের লক্ষ্যে আভিযানিক কার্যক্রম শুরু করে। ঘটনার বিষয়ে সেনাবাহিনী বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর চকরিয়া থানায় মামলা করেন। যার থানা মামলা নং-৪৪/৩৬৬। এই মামলায় শনিবার পর্যন্ত ৭জন গ্রেফতার হয়েছে।

 

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ওয়াসিমের পরিবারে সালাউদ্দিন আহমদ

0

সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউপির বাগগুজারা এলাকার বাসিন্দা গত ১৬ জুলাই চট্টগ্রামে নিহ’ত ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে গেলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিহত ওয়াসিমের বাসায় গিয়ে তিনি পরিবারের খোঁজখবর ও সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, কিছুদিন আগে ভারতে আমার সাথে সাক্ষাতে যান ওয়াসিম আকরাম। ২য় স্বাধীনতার গণঅভ্যুত্থানে ২য় শহীদ আমাদের মো. ওয়াসিম আকরাম। জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দেয়ায় আজ ছাত্র-জনতা ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছে দেশ। ওয়াসিমের পিতা মাতার গর্ববোধ করা উচিত কারণ ছেলের রক্তের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে।

এ সময় পেকুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা, ওয়াসিমের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ছাত্র-জনতার কোটা সংস্কার আন্দোলন চলাকালে পেকুয়ার সন্তান চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরাম গত ১৬ জুলাই চট্টগ্রামে নিহত হন।

সালাহউদ্দিন আহমদের সাথে চকরিয়া উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

0

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমদের সাথে বৃহস্পতিবার রাতে পেকুয়া উপজেলা সদরস্থ
জাতীয় এ নেতার বাসভবনে সাক্ষাৎ পরবর্তী মতবিনিময় করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ ও চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশের নেতৃত্বে সালাহউদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দাশ, চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, সাধারণ সম্পাদক নিলোৎফল দাশসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহ উদ্দিন আহমদকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সীমান্তে ব্যাপক গুলি বর্ষণ : সন্দেহভাজন ২ ব্যক্তি আটক

0

নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি ;

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী দুর্গম দৌছড়ি ইউনিয়নে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪৯ নম্বর সীমান্ত পিলার বাংলাদেশের অভ্যন্তরে জিরো লাইনে ব্যাপক গুলাগুলি হয়েছে। এই সময় বিজিবি সন্দেহভাজন ২ জন ব্যক্তি আটক করেছে। ধারণা করা হচ্ছে ; তারা বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি (আর এস ও)’ র সোর্স।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অধীনে লেম্বুছড়ি বিওপি থেকে আনুমানিক ২০০-২৫০ মি. পূর্ব- দক্ষিণে এবং বিপি-৪৯ হতে আনুমানিক ১কিঃমিঃ পশ্চিমে চেরাংঘাট বাজার” (বাহির মাঠ)”এলাকায় স্থানীয় বাজারের জনসাধারণ সন্দেহভাজন ২ ব্যক্তিকে বাজারে বেঁধে রাখে। প্রত্যক্ষদর্শী এই দুই ব্যক্তিকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি (আরএসও) ‘ র সোর্স বলে আখ্যায়িত করে। সন্দেহভাজন এই দুই ব্যক্তিকে গ্রেফতারের জেরে দুর্গম পাহাড়ি এলাকা বামহাতির ছড়া নামক স্থান থেকে ৪ জন পোশাক পরিহিত সশস্ত্র সদস্য বাজার এলাকায় এসে ৫/৬ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের ফায়ার করে বলে সূত্রে জানায়।

উল্লেখ্য যে, ঘটনাটি নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অধীনে লেম্বুছড়ি বিওপি কে সাধারণ জনতা অবগত করলে ; বিজিবির দৌছড়ি ইউনিয়নের লেমুছড়ি বিওপির হাবিলদার মো. বদরুলের নেতৃত্বে অভিযান চালিয়ে সন্দেহভাজন ২জন বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি (আর এস ও) ‘ র সোর্স বা সহায়তাকারী আটক করে ।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে মুহুর্ত্বের মধ্যে পোশাক পরিহিত পাহাড় থেকে আসা সশস্ত্র সদস্য দল জঙ্গলে লুকিয়ে যায়।

আটককৃত সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি (আর এস ও)’র সোর্স বা সহায়তাকারী হলেন ; নাইক্ষ্যংছড়ির বরইতলীর মো: নুরুল আমিনের পুত্র আলী হোছন (৪৫),একই এলাকার মো: নুরুল আমিনের পুত্র মফিজ আলম (১৯)। আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা যায়।

অন্যদিকে দৌছড়ির বামহাতি ছড়ার মৃত জাফর আলমের পুত্র মৌলভি জামাল উদ্দিন,একই এলাকার মোখতার আহমদ বলেন,বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় থেকে রাত ৮ টা পর্যন্ত থেমে থেমে দৌছড়ি ইউনিয়নে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪৯ নম্বর সীমান্ত পিলার বাংলাদেশের অভ্যন্তরে জিরো লাইনে ব্যাপক গুলাগুলি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইমরান ।

বিজিবির অভিযানে ঘুমধুমে ৫৫ হাজার পিছ ইয়াবা ও ল্যান্ডফোন, এ্যান্টেনা, তারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

0

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী ঘুমধুমে পরিত্যক্ত অবস্থায় মালিক বিহীন ৫৫ হাজার পিছ ইয়াবা বড়ি উদ্ধার করেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ বর্ডার গাড বাংলাদেশ ( বিজিবি)’র ঘুমধুম বিওপির বিশেষ টহল দল ঘুমধুমের বাইশফাঁড়ি বিওপি সদস্যদের অভিযানে সীমান্ত পিলার ৩৭নং এলাকার বাংলাদেশের অভ্যন্তরে কলা বাগান এলাকা থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে।

অপর দিকে ২৬ সেপ্টেম্বর দুপুর ২টার সময় নাইক্ষ্যংছড়ি’র আওতাধীন ঘুমধুম বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩২ থেকে উত্তর-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থান থেকে ঘুমধুম বিওপি’র বিশেষ টহল পরিত্যক্ত অবস্থায় মালিক বিহীন ৫০ হাজার পিছ বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেট গুলি ধ্বংসের জন্য কক্সবাজার ৩৪ বিজিবি এর ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য,কক্সবাজার ৩৪ বিজিবির দায়িত্বপ্রাপ্ত এলাকা নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সমস্ত সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলি পার্শ্ববর্তী মিয়ানমার থেকে স্থানীয় চোরাকারবারিরা দুর্গম সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে এনে, সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা করছিল। কিন্তু গোপন সংবাদের খবরে স্থানীয় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে, উক্ত ইয়াবা গুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় বলে সূত্রে জানা গেছে।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এর নেতৃত্ব বিওপির বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

এ দিকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গাড বাংলাদেশ ( বিজিবি)’ অভিযানে বাংলাদেশি বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী মালিক বিহীন অবস্থায় উদ্ধার করছে। জানা যায়,নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ভালুখাইয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. লিটন মিয়ার নেতৃত্বে টহল দল বিওপি থেকে পশ্চিমে এবং বাংলাদেশের অভ্যন্তরে রাবার বাগান নামক স্থান থেকে বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী উদ্ধার করে। যার মধ্যে রয়েছে, ৯টি ল্যান্ড ফোন, ১১টি এ্যান্টেনা ক্যাবল তারসহ, ৬টি মোবাইল চার্জার, ১টি হেড ফোন, ৪টি কম্বল।

উল্লেখ্য,নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অধীনে সমস্ত সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মালুমঘাট আইডিয়াল স্কুলের মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, উপজেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ সায়েদ।মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: জমির উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক নেতা আজিজুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন,ডুলহাজারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শহীদুল ইসলাম, মাওলানা নুরুল আমিন,মাওলানা গিয়াস উদ্দিন। এতে ইউনিয়নের সনাতন ধর্মের অনুসারীসহ বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনা হত্যার মাধ্যমে দেশকে ভারতের কাছে তুলে দিয়েছিল। সৎ নেতৃত্বের অভাবে দেশে বার বার দুর্নীতির রেকর্ড করেছিল। বীর ছাত্রজনতা স্বৈরাচার বিতাড়িত করেছে, আবার যেন সেই স্বৈরাচার যাতে ভিন্ন রূপে ফিরে আসতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া বৈষম্যমুক্ত ও কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়।

কচ্ছপিয়ায বিএনপির কর্মী সভায় মুক্তার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন

0

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি;

রামু উপজেলার কচ্ছপিয়া ২ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়নের দোছড়ি দক্ষিণ কুল সড়কে ওয়ার্ড সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি রামু উপজেলা বিএনপির সভাপতি মুক্তার আহাম্মদ বলেন, কচ্ছপিয়ার মানুষ বিএনপিকে যে কোন নির্বাচনে বিএনপির পক্ষে ছিল এখনও আছে। তাই আপনারা আতিথেয় সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করুন।

এসময় তিনি বেগম খালেদা জিয়া ও আগামীর দেশ নায়ক তারেক রহমান ও কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয় নেতা কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের হাতকে শক্তিশালী করতে পাড়া মহল্লায় গিয়ে দলকে সুসংগঠিত করুন।

এতে প্রধান বক্তা ছিলেন রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ছৈয়দ আলম, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, বক্তব্য রাখেন রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, কলিম উল্লাহ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আবুল কাশেম সওদাগর, দিদারুল আলম সিকদার, উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. জয়নাল আবেদীন টুক্কু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনুয়ারুল হক সিকদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক মেম্বার নুরুল আবছার, মো. আব্দুল্লাহ, আব্দুল খালেক, ফুরুখ আহাম্মদ, যুবদলের সদস্য সচিব শামশুল আলম শাহিন, নজরুল ইসলাম, সেচ্ছাসেবক দল নেতা সাহাব উদ্দিন, এছাড়াও ইউনিয়নের অঙ্গসংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।