Wednesday, July 2, 2025
PalongTV OnlinePalongTV Online
Home Blog Page 362

আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর সংস্কার সম্ভব নয় : জয়

0

বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দেওয়া ১৮ মাসের মধ্যে নির্বাচনের সময়সীমা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তবে জয় সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো কার্যকর সংস্কার বা গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে জয় বলেন, “এখন অন্তত একটা প্রত্যাশিত সময়সীমা আছে, যা জেনে আমি খুশি। তবে, আমরা অতীতেও এমন নাটক দেখেছি, যেখানে অসাংবিধানিক সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করেছে।”

গতকাল সেনাপ্রধানের বক্তব্যে তিনি বলেছেন, আগামী ১৮ মাসের মধ্যে নির্বাচন আয়োজনে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে যাবেন। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়।

অন্তর্বর্তী সরকার সংস্কার নিয়ে কাজ করলেও, এখনও নির্বাচনের নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। প্রধান রাজনৈতিক দলগুলো—আওয়ামী লীগ ও বিএনপি—আগস্টের পরপরই দ্রুত নির্বাচনের আহ্বান জানালেও অন্তর্বর্তী সরকার এখনো ছয়টি সংস্কার কমিটির সুপারিশের অপেক্ষায় রয়েছে।

ওয়াশিংটন থেকে জয় আরও বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।” শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নির্বাচনী সংস্কার কমিটির প্রধান জানিয়েছেন, তারা তিন মাসের মধ্যে সুপারিশ জমা দেবে, যার ওপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

জয় আরও জানান, শেখ হাসিনা আন্দোলনকারীদের দাবি মেনে দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত।

প্যারিসে সাফ’র উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালন

0

ইয়াছির আরাফাত, প্যারিস, ফ্রান্স;

পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্যারিসে অভিবাসীবান্ধব সামাজিক সংগঠন সলিডারিতে আঁজি ফ্রান্সের (সাফ) উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উদযাপন করা হয়েছে।কর্মসূচিতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্যারিস-১৮ শহরের বিভিন্ন সড়ক ও পার্কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। আয়োজিত কর্মসূচিতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক অভিবাসী এতে অংশগ্রহণ করেন।পরে দুপুর ১টায় প্যারিস-১৮ মেরির ভবন সম্মুখে অংশগ্রহণকারী সেচ্ছাসেবকদের নিয়ে এক আলোচনা সভা ও ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন করা হয়। এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে স্বীকৃতি হিসেবে সম্মাননা সনদ প্রদান করা হয়।সভার সমাপনী বক্তব্যে সাফ’র প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা নয়ন এনকে বলেন, সুস্থ-সুন্দরভাবে বেঁচে থাকার জন্য চারপাশের পরিবেশ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব।তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের প্রতিনিয়ত সচেতন থাকতে হবে।পরিচ্ছন্নতা কার্যক্রমে বাংলাদেশিদের অংশগ্রহণ দেখে ফরাসিরা মুগ্ধতা প্রকাশ করে অভিবাদন জানিয়েছে উল্লেখ করে নয়ন এনকে আরও বলেন, যেহেতু আমরা ফ্রান্সে বসবাস করি, এখানকার আলো-বাতাসে আমাদের নতুন প্রজন্মরা বেড়ে উঠছে। অতএব, এ দেশের প্রতি আমাদেরও দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রতিদিন না পারলেও মাঝেমধ্যে বিভিন্ন সামাজিক ও পরিবেশ বিষয়ক কল্যাণমূলক কর্মসূচিতে আমাদের অংশ নেওয়া উচিত।তিনি জানান, ভবিষ্যতে এই কার্যক্রমের আরও গতিশীল ও প্রসার ঘটাতে সাফ’র আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় ৬ জন আটক

0

সংবাদ বিজ্ঞপ্তি:

গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলার চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহিদ হন। উক্ত এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ঘটনার সাথে সংশ্লিষ্ট ০৬ জনকে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসীদের নিকট হতে ২টি দেশিয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃতদের মধ্যে ০৪ জন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সাথে জড়িত ছিল এবং অবশিষ্ট ২ জন তথ্য দিয়ে সহায়তা করেছে।

আটককৃতরা হলো- মোঃ বাবুল প্রকাশ (৪৪), মোঃ হেলাল উদ্দিন (৩৪), মোঃ আনোয়ার হাকিম (২৮), মোঃ আরিফ উল্লাহ (২৫), মোঃ জিয়াবুল করিম (৪৫) এবং মোঃ হোসেন (৩৯)। আটককৃতদের মধ্যে মোঃ বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগান দাতা। এছাড়াও সে লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করে বলে প্রাথমিক স্বীকারোক্তি প্রদান করে। অন্যান্য আটককৃতদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মোঃ হেলাল উদ্দিন, গাড়ি চালক মোঃ আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য মোঃ আরিফ উল্লাহ এবং তথ্য দাতা মোঃ জিয়াবুল করিম ও মোঃ হোসেন উক্ত ঘটনার সাথে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আটককৃত ০৬ জনকে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং সেনাসদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের এর কার্যক্রম চলমান রয়েছে।

সাবেক এমপি নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গ্রেফতার

0

সিবিএন ডেস্ক;

সাবেক এমপি ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার গুলশান থেকে র‍্যাবের একটি দল গ্রেফতার করেছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলশানে অভিযান চালানো হয়। তাকে গ্রেফতার করা হয়েছে গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ‘আক্রমণ ও হত্যা’ মামলায়।

এছাড়া, তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার গ্রেফতারের খবরটি জানিয়েছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত অন্তত ৩৪ জন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ পর্যায়ের নেতা গ্রেফতার হয়েছেন।

গত ৮ মাসে ২২৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার

0

সিবিএন ডেস্ক:

গত ৮ মাসে দেশে ২২৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করা হয়।

ফোরামটি যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ ও নিপীড়ন রোধে জরুরি ভিত্তিতে ‘যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন’ প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। জানুয়ারি থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার চিত্র পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

তারা জানায়, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, গত ২৩ বছরে ‘ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার’ থেকে ৬২ হাজারেরও বেশি নারী ও শিশু সহায়তা পেয়েছে। তবে এই সময়ে মামলা হয়েছে মাত্র ১৯ হাজার ৪৪১টি, যার মধ্যে মাত্র ৩ শতাংশ মামলায় রায় হয়েছে এবং এক শতাংশেরও কম ক্ষেত্রে সাজা কার্যকর হয়েছে।

বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

0

সিবিএন ডেস্ক:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আজ এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উপদেষ্টা বলেন,রুহুল আমিন গাজীর মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী সাংবাদিককে হারালো। তাঁর চলে যাওয়া গণমাধ্যমের জন্য অপূরনীয় ক্ষতি।

উল্লেখ্য, আজ রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন গাজী ইন্তেকাল করেন। গতকাল থেকে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে বৈষম্য দূর করার লক্ষ্যে স্মারকলিপি

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে বৈষম্য দূর করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে স্মারকলিপি দিয়েছেন, উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকল সাড়ে ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল মিয়ার নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেল বৈষম্য দূর লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু’ র মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এই সময় দীর্ঘ দিন ধরে মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষকগণ জাতীয় বেতন স্কেলে বৈষম্যের শিকার বলে জানান নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার। তিনি উক্ত মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে বৈষম্য দূর করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাহান, বাইশারী শাহ নুরউদ্দিন দাখিল মাদ্রাসার সুপার নুরুল হাকিম, নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার, চাকঢালা দাখিল মাদ্রাসার সুপার মো. জাহাঙ্গীর আলম , এসএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, রেজু বরইতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উৎপল বড়ুয়া, ঘুমধুম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু রাজেশ্বর বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুর ১ টায় শান্তিপূর্ণ ভাবে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

“পেকুয়া শিক্ষার্থী সংসদ” এর ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পেকুয়া শিক্ষার্থী সংসদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

পেকুয়া শিক্ষার্থী সংসদ একটি অরাজনৈতিক, শিক্ষার্থীবান্ধব, উন্নয়নমূলক ও সেবামূলক সংগঠন। উপজেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে স্নাতক পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি সুগঠিত করার নিমিত্তে প্রাথমিক এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর সোমবার এক বিবৃতির মাধ্যমে ৬ জনকে আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম-আহবায়ক ও ৪ জনকে সদস্য সচিবসহ মোট ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং এই কমিটি আগামী (০৪) চার মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে উল্লেখ করা হয়।

এই সংগঠনটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পেকুয়ার শিক্ষার্থীদের নিয়ে গঠিত, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন- তোফাজ্জল হোসেন আসিফ,জয়নাল আবেদিন ছোটন, ফরহাদ উদ্দিন ইফতিয়ার,গোলাম মুস্তফা, আ.জ.ম আবুল বয়ান, মো. আরকান।

যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন- সাইদুল ইসলাম সাঈদ, মো. কাইছার, আব্দুল কাইয়্যুম মাহির, মো. শাওন, শেখ মোহাম্মদ, মো. কাশেম, মোহাম্মদ জিহাদ, তাইফুল ইসলাম তামিম, হারুনুর রশিদ, রুকন উদ্দীন।

সদস্য সচিব হিসেবে আছেন- হোছাইন মোহাম্মদ মানিক, শাফায়েত হোসেন, তাওসিফ শাহারিয়ার, আবিদুর রহমান।

পেকুয়া শিক্ষার্থী সংসদের উপদেষ্টা হিসেবে রয়েছেন- ইমরান হাসান শাহীন, মিশকাত কবির আজাদ, হাসিবুল হাসান দীনার, আবু সাঈদ, মোহাম্মদ জাহেদ।

পেকুয়া শিক্ষার্থী সংসদ সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। তাদের মূল লক্ষ্য পেকুয়ার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, ক্যারিয়ার গঠন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা।

দায়িত্বপ্রাপ্তরা জানান, আগামী (০৪) চার মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাব। সেখানে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি প্লাটফর্মে এনে সকলের সাথে সমন্বয় রেখে সংগঠনটি এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তারা।

চবি’র সহকারী অধ্যাপক জান্নাতুল নাঈমার পিএইচডি অর্জন

জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এন্ড টেকনোলজি থেকে মনোবুশো (MEXT) স্কলারশিপ নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল নাঈমা।তিনি কক্সবাজারের উখিয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোকতার আহমেদ ও মিসেস ছালেহা চৌধুরীর কনিষ্ঠ পুত্রবধূ।তার গবেষণার বিষয়বস্তু ছিলো “Isolation & Response of Mitochondria to Potassium ions: An approach combining Fluorescence Imaging and External environmental control.”

ড. নাঈমা তার পিএইচডি গবেষণায় চিকিৎসা বিজ্ঞানে মাইটোকন্ড্রিয়া থেরাপির জন্য মাইটোকন্ড্রিয়া সংরক্ষণের একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন।একই সাথে পটাশিয়াম কিভাবে মাইটোকন্ড্রিয়ার ক্ষতিকর ফ্রি রেডিক্যালস কমিয়ে রোগ নিরাময়ে সহায়তা করে তার উদ্ভাবিত মেকানিজম গবেষণাপত্রে প্রকাশ করেছেন।তিনি তার এই অর্জিত জ্ঞানের মাধ্যমে ভবিষ্যতে দেশের গবেষণা খাতে ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।

পেকুয়ায় দুর্যোগ ঝুঁকিহ্রাসে কর্মশালা অনুষ্ঠিত

দেলওয়ার হোসাইন, পেকুয়া ;

পেকুয়ায় দুর্যোগ ঝুঁকিহ্রাসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পেকুয়া উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদ।

দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ে কর্মশালার মূল বক্তব্য উপস্থাপন করেন, ডিআরআর সিনিয়র টেকনিক্যাল অফিসার আলী আফছার ফকিরি।

এসময় বারবাকিয়া ইউপি চেয়ারম্যান,এইচ এম বদিউল আলম, উজানটিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ওসমান গনি, রাজাখালী ইউপির প্যানেল চেয়ারম্যান বাদশা, উপজেলা সিপিপির টিম লিডার আবুল কাশেম সিকদার, কেয়ার বাংলাদেশ এর সিনিয়র অফিসার মো. শাহাব উদ্দিন,প্রজেক্ট অফিসার নির্মল কুমার দত্ত, সিপিপি সদর ইউনিয়ন ডেপুটি টিম লিডার সি আর এম হাসমত আলী, ইউনিট টিম লিডার এফ এম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, দুর্যোগ ঝুঁকিহ্রাসে আশ্রয়ণ কেন্দ্রগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণে গুরুত্ব সহকারে দেখার তাগিদ দেন।