Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
Home Blog Page 4

কক্সবাজার জেলা রোভারের সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন

0

সিবিএন ডেস্ক:

বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা রোভার-এর আয়োজনে চলমান “১৬তম কোর্স ফর রোভার মেট – ২০২৫”-এর অংশ হিসেবে শনিবার (২৮ জুন) বিকাল ৩টায় কক্সবাজার সমুদ্র সৈকতে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটি গত বৃহস্পতিবার পিটিআই, কক্সবাজার-এ শুরু হয়, যাতে জেলার বিভিন্ন উপজেলার ৪০ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আপেল মাহমুদ। তিনি কক্সবাজার জেলা রোভার স্কাউটদের এমন সচেতনতামূলক ও জনহিতকর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন,
“তরুণ রোভার স্কাউটরা শুধু নিজেদের গঠনেই নয়, সমাজ ও পরিবেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে—এটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”

 

বিচ ক্লিনিং কার্যক্রমে উপস্থিত ছিলেন:

কোর্স লিডার আবু তাহের, জেলা রোভার সম্পাদক ও প্রশিক্ষক মো. আব্দুল হামিদ, সহযোজিত সদস্য ও প্রশিক্ষক ড. জাকির হোসেন

প্রশিক্ষক মো. এনাম, নুরুল আমিন, তছলিমা খানম, প্রশিক্ষক ও কোয়ার্টার মাস্টার জাহাঙ্গীর আলম।

এদিন সন্ধ্যায় শুরু হয় “কোর্স ফর রোভার মেট – ২০২৫”-এর মহা তাবু জলসা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের এডিসি (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী।

তিনি বলেন,
“রোভার স্কাউটিং মানেই নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবতার প্রশিক্ষণ। এ প্রজন্ম যদি স্কাউটিংয়ের আদর্শ ধারণ করে, তবে আগামীর বাংলাদেশ হবে আরও মানবিক ও সচেতন।”

জলসা শেষে আয়োজন করা হয় ক্যাম্পফায়ার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরবর্তীতে কোর্স লিডার আবু তাহের আনুষ্ঠানিকভাবে দিনের সমাপ্তি ঘোষণা করেন।

আগামীকাল চতুর্থ ও শেষ দিনে প্রশিক্ষণার্থীদের হাতে তাদের কাঙ্ক্ষিত সনদপত্র তুলে দেওয়া হবে।

চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড শ্রমিকদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত

0

এম. মনছুর আলম, চকরিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, চকরিয়া পৌরসভার আওতাধীন ৫নং ওয়ার্ড শ্রমিকদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে চকরিয়া পৌরসভা বিএনপির কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

৫নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির উদ্দিনের সঞ্চালনায় কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আকতার ফারুক খোকন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরওয়ার ওসমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, পৌরসভা শ্রমিকদলের সভাপতি রফিক আহমদ এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম প্রমুখ।

কর্মী সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডুলাহাজারা ইউনিয়নের কৃষকদের মাঝে সার-বীজ ও নারিকেল চারা বিতরণ

0

এম. মনছুর আলম, চকরিয়া:

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় সার, বীজ ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া)।

এসময় আরও উপস্থিত ছিলেন- ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু, উপসহকারী কৃষি কর্মকর্তা মিরাজ উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফখর উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ।

কক্সবাজারসহ ৮ জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস

0

সিবিএন ডেস্ক

দেশের ৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৮ জুন) সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সর্বশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

র‌্যাব পরিচয়ে অপহরণ চক্রের মূলহোতা ‘সিকদার’ গ্রেপ্তার

0

সিবিএন ডেস্ক ; 

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের অন্যতম প্রধান সন্ত্রাসী ‘সিকদার’কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শুক্রবার (২৭ জুন ২০২৫) বিকেল ৭টার দিকে পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ এর তথ্য অনুযায়ী, গত ১১ জুন বুধবার রাত ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫’র বাসিন্দা মো. হাফিজ উল্লাহকে তার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে তিনজন অস্ত্রধারী— বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব এবং সন্ত্রাসী সিকদার। তারা নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ভিকটিমকে ডেকে রঙ্গিখালী পাহাড়ের গভীরে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থান থেকে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ১৫ লাখ টাকা। সেই সঙ্গে প্রশাসনের সহায়তা নিলে হাফিজকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে র‌্যাব-১৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৪ জুন মূল অপহরণকারী বরখাস্ত সৈনিক মো. সুমনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ১৫ জুন সকালে র‌্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালীর দুর্গম পাহাড় থেকে হাফিজ উল্লাহকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অপহরণে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম।

ঘটনার পর টেকনাফ থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে। এরপর থেকেই পলাতক ছিল অপহরণ চক্রের মূলহোতা সিকদার। তাকে শুক্রবার মরাগাছতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের পরিচয়: সিকদার (প্রয়াত বলি), বয়স: ৪৫
পিতা: আবু, ঠিকানা: মরাগাছতলা, পালংখালী ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় সোপর্দ করেছে র‌্যাব।

গজালিয়ায় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

0

আজিজুর রহমান রাজু, ঈদগাঁও;

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া বাবুবাজার খেলার মাঠে শুক্রবার (২৭ জুন) অনুষ্ঠিত হয়েছে গজালিয়া প্রিমিয়ার লিগ গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

এবারের টুর্নামেন্ট ছিল শুধুই ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং খেলাধুলার সঙ্গে সামাজিক সচেতনতা ও মূল্যবোধের এক ব্যতিক্রমী সংমিশ্রণ।

ফাইনালে মুখোমুখি হয় জিডিএম স্পোর্টিং ক্লাব ও বাবুবাজার ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। এক পর্যায়ে গোটা মাঠজুড়ে তৈরি হয় টানটান উত্তেজনা। দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জয় তুলে নেয় জিডিএম স্পোর্টিং ক্লাব।

খেলার পূর্বে এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মাদক ও জুয়াবিরোধী শপথ পাঠ করান ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল। খেলোয়াড়রা শপথ নেন, কখনো মাদক বা জুয়ার পথে পা বাড়াবেন না এবং সমাজকে এসব ব্যাধিমুক্ত রাখতে সচেষ্ট থাকবেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হেনা, জিএসবি গ্রুপের সভাপতি শাহাবুদ্দিন, প্রবাসী দিদারুল ইসলাম ও খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি যুবসমাজকে সঠিক পথে পরিচালনা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার এক কার্যকর উপায়। এ আয়োজন প্রমাণ করে খেলোয়াড়রা মাঠের বাইরেও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।”

নতুন বাংলাদেশ বিনির্মাণে মিডিয়া কর্মীদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে হবে

0

প্রেস বিজ্ঞপ্তি:
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মিডিয়া সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সমাজ ও রাষ্ট্রে জনগণের ইতিবাচক ভূমিকা পালনে মিডিয়ার ভূমিকা অগ্রগণ্য। সমাজ ও রাষ্ট্র কে সঠিক পথে পরিচালিত করতে মিডিয়া কর্মীদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে, নচেৎ সমাজ থেকে মানবতা, সামাজিকতা ও পরমত সহিষ্ণুতার উঠে যাবে। সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হয়ে পড়বে। জামায়াতে ইসলামী মিডিয়া জগতে এক ঝাঁক নির্লোভ ও দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত মিডিয়া কর্মী তৈরি করতে কাজ চালিয়ে যাচ্ছে। ইসলাম ও ইসলামী সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডা মোকাবেলায় নৈতিক ও যৌক্তিক ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনে নিজেদের প্রস্তুত করার জন্য তিনি মিডিয়া কর্মীদের প্রতি আহ্বান জানান। ২৭ জুন জেলা মানবসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত মিডিয়া কর্মী প্রশিক্ষণের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে মানবসম্পদ বিভাগের সেক্রেটারি ও জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে আলোচনা পেশ করেন জেলা সেক্রেটারি সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক কোর ট্রেইনার অধ্যাপক রফিকুজ্জামান রোমান, অধ্যাপক মামুন উদ্দিন। প্রশিক্ষণে শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলসহ অন্যান্য মিডিয়া দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জুলাই বিপ্লবের ডাক: গণতন্ত্র, জবাবদিহিতা ও ন্যায়ের প্রত্যাবর্তন চাই

0

সিবিএন ডেস্ক ;

রাজনৈতিক পরিমণ্ডলে একটি প্রচলিত বাক্য প্রায়ই উচ্চারিত হয়—”আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রের সব সংকটের সমাধান করব।” অথচ গত ৫৪ বছর ধরে বারবার এই একই দলগুলো ক্ষমতায় থেকেও সেই প্রতিশ্রুত সংকটসমূহের সমাধান দিতে পারেনি।

এখন প্রশ্ন হলো—আপনারা যাঁরা ক্ষমতায় যেতে চান, তাঁদের সমাধানের রূপরেখা বা ফ্রেমওয়ার্ক কোথায়? যদি রাজনৈতিক দল সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করে, তবে কেন এখনো পর্যন্ত এই জটিল রাজনৈতিক সংকটের সমাধানে সুস্পষ্ট ওয়ার্কপ্ল্যান জনগণের সামনে উপস্থাপন করা হয়নি?

জনগণের অধিকার, স্বাধীনতা, ন্যায়বিচার, মানবিক ও সামাজিক মর্যাদা এবং সকল শ্রেণির অন্তর্ভুক্তির বিষয়গুলো কতটা প্রতিফলিত হয়েছে আপনাদের প্রস্তাবিত পরিকল্পনায়—সেটি জনগণ জানতে চায়। কারণ, রাজনীতির মতো একটি গুরুত্বপূর্ণ মাধ্যমকে ধোঁয়াশায় রেখে বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের মানুষকে রাজনৈতিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সাংস্কৃতিক মূল্যবোধ থেকে বঞ্চিত করা হয়েছে।

জুলাই বিপ্লবের যে চেতনা—তা এই অসমতা, বৈষম্য ও জবাবদিহিহীন ব্যবস্থার বিরুদ্ধে একটি প্রত্যাবর্তনের আহ্বান। এখন সময় এসেছে রাজনৈতিক দলগুলো কীভাবে এই সংকট নিরসনে ভূমিকা রাখবে, সে ব্যাপারে জনগণের সামনে সুস্পষ্ট ও বাস্তবসম্মত কার্যপরিকল্পনা উপস্থাপন করার।

একটি রাষ্ট্র যুগের পর যুগ রাজনৈতিক অস্থিরতা এবং জবাবদিহিহীনতার মধ্য দিয়ে চলতে পারে না। যদি কোনো রাজনৈতিক দল নিজেদের মেনিফেস্টো বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতার ব্যাখ্যা ও দায় জনগণের কাছে দিতে হবে।

১৯৭১ সালে এই দেশের মানুষ সাম্য, স্বাধীনতা ও ন্যায়বিচারের স্বপ্ন নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল। কিন্তু ৫৪ বছর পরও সাধারণ মানুষ সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। কিছু রাজনীতিক ও ধনী ব্যবসায়িক গোষ্ঠী ছাড়া দেশের অধিকাংশ জনগণ আজও চরম বৈষম্যের শিকার। তারা মূলধারার বাইরে ঠেলে দেওয়া হয়েছে, বঞ্চিত হয়েছে অংশীদারিত্ব থেকে।

এই গ্লানি ও হতাশা থেকে মুক্ত হয়ে আমাদের এখন প্রতিজ্ঞা করতে হবে—একটি নতুন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলব। রাজনৈতিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার মাধ্যমে রক্তস্নাত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

গণমানুষের সকল অংশের জন্য একটি ন্যায়ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠুক—এই হোক আমাদের একমাত্র প্রত্যাশা।

বার্তা প্রেরক
আব্দুল মান্নান রানা
যুগ্ম-প্রধান লিডার, এলডিএস, সিইএইচআরডিএফ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে

0

সিবিএন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন

🗓 ভর্তি প্রক্রিয়া:

  • ভর্তি শুরু: শনিবার, ২৮ জুন ২০২৫

  • শেষ সময়: সোমবার, ১৫ জুলাই ২০২৫

  • রেজিস্ট্রেশন ফি জমার সময়: ২৯ জুন থেকে ১৬ জুলাই

✅ অনলাইন ভর্তি ফরম পূরণের নির্দেশনা:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (🌐 www.nu.ac.bd/admissions) গিয়ে নিচের ধাপে ভর্তি ফরম পূরণ করতে হবে:

  1. Applicant Login এ গিয়ে Honours Login অপশন সিলেক্ট করুন।

  2. আপনার Application ID ও PIN দিয়ে লগইন করুন।

  3. প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তি ফরম পূরণ করে এর একটি প্রিন্ট কপি বা PDF সংগ্রহ করুন।

💳 রেজিস্ট্রেশন ফি জমা:

প্রথম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫৬৫ টাকা রেজিস্ট্রেশন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং/সরাসরি কলেজে জমা দিতে হবে।


📄 ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র:

ভর্তি ফরম জমা দেওয়ার সময় শিক্ষার্থীদের নিম্নোক্ত কাগজপত্র প্রস্তুত রাখতে হবে:

  1. ✅ অনলাইন আবেদন ফরম (ভর্তি ফরম)

  2. 🧾 ভর্তি পরীক্ষার Admit Card

  3. 🧾 এসএসসি মার্কশিট ও সনদপত্র

  4. 🧾 এইচএসসি মার্কশিট ও সনদপত্র

  5. 🧾 এইচএসসি প্রশংসাপত্র (Testimonial)

  6. 🪪 জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি

  7. 🧾 NID না থাকলে জন্মনিবন্ধনের ফটোকপি

  8. 📸 পাসপোর্ট সাইজের ছবি – ২ থেকে ৩ কপি


📌 গুরুত্বপূর্ণ টিপস:
👉 নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি নিশ্চিত না করলে মেধা তালিকা বাতিল হতে পারে।
👉 সঠিক তথ্য দিয়ে অনলাইনে ফরম পূরণ করুন এবং কাগজপত্র একাধিক কপি করে রাখুন।

🎓 সবার জন্য শুভ কামনা!
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন যাত্রায় অভিনন্দন!

চকরিয়ায় বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনার লিফলেট বিতরণ

0

এম. মনছুর আলম, চকরিয়া;

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি তুলে ধরে চকরিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবকদল।

শুক্রবার (২৭ জুন) বিকেলে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ‘খ’ শাখার আয়োজনে এবং পৌরসভা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে মৌলভীরকুম স্টেশন থেকে শুরু করে পুরো ওয়ার্ডের পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ‘খ’ শাখা বিএনপির সভাপতি ইদ্রিস আহমদ সওদাগর, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সিনিয়র সহ-সভাপতি সাহাব উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আলম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন মনু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রায়হানুল হক রিপন, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সৈয়দ সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবকদলের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবু তাহের, শ্রমিকদলের সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক এম. সাজ্জাদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান ও ফজল কাদেরসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।