Wednesday, July 2, 2025
PalongTV OnlinePalongTV Online
Home Blog Page 5

গজালিয়ায় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

0

আজিজুর রহমান রাজু, ঈদগাঁও;

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া বাবুবাজার খেলার মাঠে শুক্রবার (২৭ জুন) অনুষ্ঠিত হয়েছে গজালিয়া প্রিমিয়ার লিগ গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

এবারের টুর্নামেন্ট ছিল শুধুই ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং খেলাধুলার সঙ্গে সামাজিক সচেতনতা ও মূল্যবোধের এক ব্যতিক্রমী সংমিশ্রণ।

ফাইনালে মুখোমুখি হয় জিডিএম স্পোর্টিং ক্লাব ও বাবুবাজার ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। এক পর্যায়ে গোটা মাঠজুড়ে তৈরি হয় টানটান উত্তেজনা। দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জয় তুলে নেয় জিডিএম স্পোর্টিং ক্লাব।

খেলার পূর্বে এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মাদক ও জুয়াবিরোধী শপথ পাঠ করান ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল। খেলোয়াড়রা শপথ নেন, কখনো মাদক বা জুয়ার পথে পা বাড়াবেন না এবং সমাজকে এসব ব্যাধিমুক্ত রাখতে সচেষ্ট থাকবেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হেনা, জিএসবি গ্রুপের সভাপতি শাহাবুদ্দিন, প্রবাসী দিদারুল ইসলাম ও খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি যুবসমাজকে সঠিক পথে পরিচালনা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার এক কার্যকর উপায়। এ আয়োজন প্রমাণ করে খেলোয়াড়রা মাঠের বাইরেও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।”

নতুন বাংলাদেশ বিনির্মাণে মিডিয়া কর্মীদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে হবে

0

প্রেস বিজ্ঞপ্তি:
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মিডিয়া সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সমাজ ও রাষ্ট্রে জনগণের ইতিবাচক ভূমিকা পালনে মিডিয়ার ভূমিকা অগ্রগণ্য। সমাজ ও রাষ্ট্র কে সঠিক পথে পরিচালিত করতে মিডিয়া কর্মীদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে, নচেৎ সমাজ থেকে মানবতা, সামাজিকতা ও পরমত সহিষ্ণুতার উঠে যাবে। সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হয়ে পড়বে। জামায়াতে ইসলামী মিডিয়া জগতে এক ঝাঁক নির্লোভ ও দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত মিডিয়া কর্মী তৈরি করতে কাজ চালিয়ে যাচ্ছে। ইসলাম ও ইসলামী সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডা মোকাবেলায় নৈতিক ও যৌক্তিক ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনে নিজেদের প্রস্তুত করার জন্য তিনি মিডিয়া কর্মীদের প্রতি আহ্বান জানান। ২৭ জুন জেলা মানবসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত মিডিয়া কর্মী প্রশিক্ষণের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে মানবসম্পদ বিভাগের সেক্রেটারি ও জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে আলোচনা পেশ করেন জেলা সেক্রেটারি সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক কোর ট্রেইনার অধ্যাপক রফিকুজ্জামান রোমান, অধ্যাপক মামুন উদ্দিন। প্রশিক্ষণে শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলসহ অন্যান্য মিডিয়া দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জুলাই বিপ্লবের ডাক: গণতন্ত্র, জবাবদিহিতা ও ন্যায়ের প্রত্যাবর্তন চাই

0

সিবিএন ডেস্ক ;

রাজনৈতিক পরিমণ্ডলে একটি প্রচলিত বাক্য প্রায়ই উচ্চারিত হয়—”আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রের সব সংকটের সমাধান করব।” অথচ গত ৫৪ বছর ধরে বারবার এই একই দলগুলো ক্ষমতায় থেকেও সেই প্রতিশ্রুত সংকটসমূহের সমাধান দিতে পারেনি।

এখন প্রশ্ন হলো—আপনারা যাঁরা ক্ষমতায় যেতে চান, তাঁদের সমাধানের রূপরেখা বা ফ্রেমওয়ার্ক কোথায়? যদি রাজনৈতিক দল সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করে, তবে কেন এখনো পর্যন্ত এই জটিল রাজনৈতিক সংকটের সমাধানে সুস্পষ্ট ওয়ার্কপ্ল্যান জনগণের সামনে উপস্থাপন করা হয়নি?

জনগণের অধিকার, স্বাধীনতা, ন্যায়বিচার, মানবিক ও সামাজিক মর্যাদা এবং সকল শ্রেণির অন্তর্ভুক্তির বিষয়গুলো কতটা প্রতিফলিত হয়েছে আপনাদের প্রস্তাবিত পরিকল্পনায়—সেটি জনগণ জানতে চায়। কারণ, রাজনীতির মতো একটি গুরুত্বপূর্ণ মাধ্যমকে ধোঁয়াশায় রেখে বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের মানুষকে রাজনৈতিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সাংস্কৃতিক মূল্যবোধ থেকে বঞ্চিত করা হয়েছে।

জুলাই বিপ্লবের যে চেতনা—তা এই অসমতা, বৈষম্য ও জবাবদিহিহীন ব্যবস্থার বিরুদ্ধে একটি প্রত্যাবর্তনের আহ্বান। এখন সময় এসেছে রাজনৈতিক দলগুলো কীভাবে এই সংকট নিরসনে ভূমিকা রাখবে, সে ব্যাপারে জনগণের সামনে সুস্পষ্ট ও বাস্তবসম্মত কার্যপরিকল্পনা উপস্থাপন করার।

একটি রাষ্ট্র যুগের পর যুগ রাজনৈতিক অস্থিরতা এবং জবাবদিহিহীনতার মধ্য দিয়ে চলতে পারে না। যদি কোনো রাজনৈতিক দল নিজেদের মেনিফেস্টো বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতার ব্যাখ্যা ও দায় জনগণের কাছে দিতে হবে।

১৯৭১ সালে এই দেশের মানুষ সাম্য, স্বাধীনতা ও ন্যায়বিচারের স্বপ্ন নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল। কিন্তু ৫৪ বছর পরও সাধারণ মানুষ সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। কিছু রাজনীতিক ও ধনী ব্যবসায়িক গোষ্ঠী ছাড়া দেশের অধিকাংশ জনগণ আজও চরম বৈষম্যের শিকার। তারা মূলধারার বাইরে ঠেলে দেওয়া হয়েছে, বঞ্চিত হয়েছে অংশীদারিত্ব থেকে।

এই গ্লানি ও হতাশা থেকে মুক্ত হয়ে আমাদের এখন প্রতিজ্ঞা করতে হবে—একটি নতুন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলব। রাজনৈতিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার মাধ্যমে রক্তস্নাত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

গণমানুষের সকল অংশের জন্য একটি ন্যায়ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠুক—এই হোক আমাদের একমাত্র প্রত্যাশা।

বার্তা প্রেরক
আব্দুল মান্নান রানা
যুগ্ম-প্রধান লিডার, এলডিএস, সিইএইচআরডিএফ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে

0

সিবিএন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন

🗓 ভর্তি প্রক্রিয়া:

  • ভর্তি শুরু: শনিবার, ২৮ জুন ২০২৫

  • শেষ সময়: সোমবার, ১৫ জুলাই ২০২৫

  • রেজিস্ট্রেশন ফি জমার সময়: ২৯ জুন থেকে ১৬ জুলাই

✅ অনলাইন ভর্তি ফরম পূরণের নির্দেশনা:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (🌐 www.nu.ac.bd/admissions) গিয়ে নিচের ধাপে ভর্তি ফরম পূরণ করতে হবে:

  1. Applicant Login এ গিয়ে Honours Login অপশন সিলেক্ট করুন।

  2. আপনার Application ID ও PIN দিয়ে লগইন করুন।

  3. প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তি ফরম পূরণ করে এর একটি প্রিন্ট কপি বা PDF সংগ্রহ করুন।

💳 রেজিস্ট্রেশন ফি জমা:

প্রথম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫৬৫ টাকা রেজিস্ট্রেশন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং/সরাসরি কলেজে জমা দিতে হবে।


📄 ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র:

ভর্তি ফরম জমা দেওয়ার সময় শিক্ষার্থীদের নিম্নোক্ত কাগজপত্র প্রস্তুত রাখতে হবে:

  1. ✅ অনলাইন আবেদন ফরম (ভর্তি ফরম)

  2. 🧾 ভর্তি পরীক্ষার Admit Card

  3. 🧾 এসএসসি মার্কশিট ও সনদপত্র

  4. 🧾 এইচএসসি মার্কশিট ও সনদপত্র

  5. 🧾 এইচএসসি প্রশংসাপত্র (Testimonial)

  6. 🪪 জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি

  7. 🧾 NID না থাকলে জন্মনিবন্ধনের ফটোকপি

  8. 📸 পাসপোর্ট সাইজের ছবি – ২ থেকে ৩ কপি


📌 গুরুত্বপূর্ণ টিপস:
👉 নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি নিশ্চিত না করলে মেধা তালিকা বাতিল হতে পারে।
👉 সঠিক তথ্য দিয়ে অনলাইনে ফরম পূরণ করুন এবং কাগজপত্র একাধিক কপি করে রাখুন।

🎓 সবার জন্য শুভ কামনা!
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন যাত্রায় অভিনন্দন!

চকরিয়ায় বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনার লিফলেট বিতরণ

0

এম. মনছুর আলম, চকরিয়া;

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি তুলে ধরে চকরিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবকদল।

শুক্রবার (২৭ জুন) বিকেলে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ‘খ’ শাখার আয়োজনে এবং পৌরসভা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে মৌলভীরকুম স্টেশন থেকে শুরু করে পুরো ওয়ার্ডের পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ‘খ’ শাখা বিএনপির সভাপতি ইদ্রিস আহমদ সওদাগর, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সিনিয়র সহ-সভাপতি সাহাব উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আলম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন মনু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রায়হানুল হক রিপন, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সৈয়দ সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবকদলের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবু তাহের, শ্রমিকদলের সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক এম. সাজ্জাদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান ও ফজল কাদেরসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

টেকনাফে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

0

টেকনাফ সংবাদদাতা ;

কক্সবাজারের টেকনাফে খেলাধুলার সময় বিলের পানিতে ডুবে দুই প্রতিবেশী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে জান্নাত আরা (৮) ও প্রতিবেশী জিয়াউর রহমানের ছেলে মোহাম্মদ ফারুক (১০)। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।

তিনি জানান, দুপুরে অভিভাবকদের অগোচরে কয়েকজন শিশু বৃষ্টির পানিতে জমে থাকা একটি বিলে খেলছিল। একপর্যায়ে জান্নাত ও ফারুক গভীর পানিতে তলিয়ে যায়। উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দুজনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছেন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

0

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) একটি বিশেষ অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা চোরাকারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি সীমান্তের জামালের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৩৪ বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল কৌশলগতভাবে ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন সন্দেহভাজন ব্যক্তি ব্যাগ হাতে এগিয়ে এলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়।

আটকরা হলেন—ক্যাম্প-৮ ই, ব্লক-বি/৮১-এর বাসিন্দা করিম উল্লাহ (১৮), পিতা: মো. সুলতান এবং একই ক্যাম্পের ব্লক-৮৯-এর বাসিন্দা মো. মুজিবুর রহমান (১২), পিতা: পীর মোহাম্মদ।

পরবর্তীতে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে মোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”

নাইক্ষ্যংছড়িতে ‘সোর্স’ সন্দেহে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

0

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেবুতলী গ্রামে ‘সোর্স’ সন্দেহে মিজানুর রহমান (২৭) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসী বাহিনীর এক সদস্য। নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত আবদুশ শুক্কুরের ছেলে এবং দুই সন্তানের জনক।

নিহতের ভাই মোহাম্মদ আলম জানান, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে লেবুতলীর আলী আকবর বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আবদুর রহিম পেছন থেকে এসে দা দিয়ে মিজানুরকে কোপ দেন এবং পরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। মারধরের সময় রহিম বলেন, “তুই আমাদের ৮টি অস্ত্র দেখিয়ে দিয়েছিস, তোকে বাঁচতে দেব না।”

চিৎকার শুনে স্থানীয়রা আহত মিজানকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সামান্য জ্ঞান ফিরে পেয়ে হামলার বিবরণ দেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, গত সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ওই এলাকায় ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, সেই অভিযানে ‘সোর্স’ সন্দেহেই মিজানুরকে হত্যা করা হয়েছে। তবে স্থানীয়রা জানান, প্রকৃতপক্ষে অভিযানে সহায়তাকারী ব্যক্তি ছিলেন আনসার ভিডিপির একজন সদস্য, মিজানুর নন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক, তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।”

টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

0

টেকনাফ সংবাদদাতা ;

কক্সবাজারের টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হলেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনতলিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শফি উল্লাহ (৪৫) এবং একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে নুরুল বশর (৩৮)।

আ. ম. ফারুক জানান, বৃহস্পতিবার রাতে র‍্যাব টেকনাফের মনতলিয়া এলাকায় বড় ধরনের মাদকের চালান পাচারের গোপন তথ্য পায়। পরে অভিযান চালানো হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয় এবং ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ছোট বস্তা থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

জুলাই বিপ্লবের ডাক: গণতন্ত্র, জবাবদিহিতা ও ন্যায়ের প্রত্যাবর্তন

0

আব্দুল মান্নান রানা

রাজনৈতিক নেতারা প্রায়ই গণমাধ্যম ও সমাবেশে এসে বলেন—“আমরা ক্ষমতায় এলে রাষ্ট্রের সকল সংকটের সমাধান করব।” অথচ গত ৫৪ বছর ধরেই তারাই পালাক্রমে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত।

প্রশ্ন হলো—কীভাবে সমাধান করবেন? তার সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক কোথায়? যদি রাজনৈতিক দল জনগণকে প্রতিনিধিত্ব করে, তাহলে গত ৫৪ বছরের জটিল রাজনৈতিক সংকট নিরসনে আপনারা কী নির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রস্তাব করেছেন বা করছেন?

জনগণ চায়, তারা যেন জেনে-শুনে সিদ্ধান্ত নিতে পারে—কে তাদের প্রতিনিধি হবে। সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন একটি স্বচ্ছ পরিকল্পনা, যেখানে জনগণের অধিকার, স্বাধীনতা, ন্যায়বিচার, মানবিক ও সামাজিক মর্যাদা এবং অন্তর্ভুক্তি প্রতিফলিত থাকবে।

রাজনীতির মতো একটি গুরুত্বপূর্ণ মাধ্যমকে জনগণের কাছে ধোঁয়াশা রেখে, গত ৫৪ বছর ধরে সমাজকে ন্যায়বিচার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সাংস্কৃতিক মূল্যবোধ থেকে বঞ্চিত করা হয়েছে। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা—তা ছিল এই বৈষম্য দূর করে একটি সুবিচারভিত্তিক রাষ্ট্র নির্মাণের। আজ সেই আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট কর্মপরিকল্পনা জনসমক্ষে উপস্থাপন করা সময়ের দাবি।

একটি রাষ্ট্র যুগের পর যুগ রাজনৈতিক অস্থিরতা ও জবাবদিহিহীনতার মধ্যে চলতে পারে না। রাজনৈতিক দলগুলো যদি তাদের নির্বাচনী মেনিফেস্টো বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে সে বিষয়ে জনগণের কাছে জবাবদিহিতার একটি সুস্পষ্ট ব্যবস্থা থাকতে হবে।

১৯৭১ সালে সাম্য, স্বাধীনতা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশবাসী স্বাধীনতা অর্জন করলেও গত ৫৪ বছরে সাধারণ মানুষ তার প্রকৃত স্বাদ পায়নি। ফলে রাজনীতিক ও বিত্তবান ব্যবসায়ী শ্রেণি ব্যতীত সমাজের সকল স্তরের মানুষ বৈষম্যের শিকার হয়ে মূলধারা থেকে বিচ্যুত হয়েছে।

এই গ্লানি ও হতাশা থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রয়োজন এক নতুন বাংলাদেশ—যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা, গণতন্ত্রের চর্চা এবং সকলের জন্য ন্যায়ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা।

এখনই সময়—রাজনৈতিক দলগুলোর স্বচ্ছ আচরণ, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার মাধ্যমে রক্তস্নাত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার।

এই হোক আমাদের শপথ ও প্রত্যাশা।


লেখক: যুগ্ম-প্রধান লিডার, এলডিএস ,সিইএইচআরডিএফ