Saturday, July 5, 2025
PalongTV OnlinePalongTV Online
Home Blog Page 8

গজালিয়া কৃষি সমবায়ে ৩০ লাখ টাকার দুর্নীতি, অডিট ছাড়াই নির্বাচন: সহিংসতার শঙ্কা

0

কক্সবাজার, ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া বাবু বাজার কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র সমবায় সমিতিতে প্রায় ৩০ লাখ টাকা এবং মূল্যবান কৃষি যন্ত্রপাতি আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এ দুর্নীতির পেছনে সমিতির সাবেক সভাপতি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সিরাজুল ইসলাম এবং তার ঘনিষ্ঠদের নাম উঠে এসেছে।

সদস্যদের অভিযোগ, সমিতির তহবিল থেকে বিপুল অঙ্কের অর্থ ও কৃষি উপকরণ আত্মসাৎ করা হয়েছে। সোলার ব্যাটারি ও যন্ত্রপাতি গোপনে বিক্রি করে টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও তারা দাবি করেন। অবাক করার বিষয় হলো, বিগত তিন বছরেও সমিতির কোনো অডিট হয়নি। এই অনিয়মের মধ্যেই হঠাৎ সমবায় নির্বাচন ঘোষণায় চরম উত্তেজনা দেখা দিয়েছে সদস্যদের মধ্যে।

সদস্য নুরুল আলম, বেলাল উদ্দিন, আবু শমা ও জসিম উদ্দিন জানান, “রিপোর্ট না আসা পর্যন্ত নির্বাচন হলে দুর্নীতিকে বৈধতা দেওয়া হবে।” তারা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাক্‌মা এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. দিদারুল আলম বরাবর নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. দিদারুল আলম জানান, “গত তিন বছর কোনো অডিট হয়নি। আমরা একটি নিরীক্ষা শুরু করেছি এবং একজন অফিসারকে দায়িত্বও দিয়েছি।” তবে অডিট রিপোর্ট ছাড়াই কেন নির্বাচন ঘোষণা করা হলো—সে বিষয়ে তিনি পরিষ্কার কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই নির্বাচন ঘিরে রাজনৈতিক মেরুকরণ তীব্র হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের সক্রিয় অংশগ্রহণে পরিস্থিতি সহিংসতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, “সমবায়ের অনিয়মের কথা শুনেছি। চাই এলাকায় শান্তি বজায় থাকুক। নির্বাচন নিয়ে কোনো অস্থিতিশীলতা কাম্য নয়।”

৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল জানান, “এলাকায় প্রতিদিন উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, গজালিয়া সমবায়ের এ ঘটনা শুধুমাত্র স্থানীয় অনিয়ম নয়, বরং এটি দেশের সমবায় ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের প্রতিচ্ছবি। তারা মনে করছেন, অডিট ছাড়া নির্বাচন হলে তা সহিংস রূপ নিতে পারে এবং এর দায় প্রশাসন এড়াতে পারবে না।

রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়দাতা আটক

0
রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়দাতা আটক

এইচ এম জালাল উদ্দীন কাউছার ,উখিয়া:

উখিয়ায় ভুয়া সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত ২৫ জুন (বুধবার) বিকেলে উপজেলার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লক থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক ক্যাম্প-২ ওয়েস্ট, সাব-ব্লক B৫-এর বাসিন্দা আবু আলমের ছেলে ইয়াইয়া খান।

সূত্রে জানা যায়, ইয়াইয়া খান সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিল এবং নিজেকে সামরিক বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিল। তার আচরণ এবং কথাবার্তায় সে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল।

বিষয়টি সেনাবাহিনীর নজরে আসলে টহল দল তাকে জিজ্ঞাসাবাদ করে। যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যায়, সে কোনো সরকারি বাহিনীর সদস্য নয়। পরে তাকে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, সে পূর্বেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

জেলা রোভারের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

0

সিবিএন ডেস্ক

কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪ দিনব্যাপী “কোর্স ফর রোভার মেট–২০২৫”।

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকাল ১০টায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), কক্সবাজারে এই ১৬তম কোর্সটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ বছর কোর্সে জেলার ১১টি রোভার স্কাউট ইউনিট থেকে মোট ৪০ জন রোভার অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী ইউনিটগুলোর মধ্যে রয়েছে— কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, রামু সরকারি কলেজ, ঈদগাহ রশিদ আহমেদ কলেজ, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ, চকরিয়া সরকারি কলেজসহ বেশ কয়েকটি মুক্ত ও গার্লস ইন রোভার ইউনিট।

কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আবু তাহের (এলটি)। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রয়েছেন জেলা কমিশনার ও উডব্যাজার এহছানুল হক হেলালী, জেলা সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, সহযোজিত সদস্য ও উডব্যাজার ড. জাকির হোসাইন হাওলাদার, আরএসএল ও সিএলটি সম্পন্নকারী মোহাম্মদ এনাম, মোহাম্মদ নুরুল আমিন, তছলিমা বেগম এবং কোয়ার্টার মাস্টার ও প্রশিক্ষক জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী বক্তব্যে কোর্স লিডার আবু তাহের বলেন, “রোভার স্কাউটিং একজন তরুণকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার এক সুশৃঙ্খল যাত্রা। আত্মনিবেদন, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম শেখানোই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।”

জেলা কমিশনার এহছানুল হক হেলালী বলেন, “ভবিষ্যতের বাংলাদেশ গড়তে রোভারদের মাঝে নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধ বিকাশ অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ তাতে সহায়ক হবে।”

জেলা সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, “একজন রোভার মেট হতে হলে নিয়ম জানা ছাড়াও থাকতে হয় দায়িত্ব পালনের মানসিকতা ও ত্যাগের চেতনা।”

ড. জাকির হোসাইন হাওলাদার স্কাউটিংকে ‘জীবনদর্শন’ উল্লেখ করে বলেন, “এই প্রশিক্ষণ আত্মবিশ্বাস, নৈতিকতা ও নেতৃত্বের ভিত্তি গড়ে তোলে।”

প্রশিক্ষক ও কোয়ার্টার মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, “রোভার মেট কোর্স আত্ম-উন্নয়নের এক অসাধারণ মাধ্যম। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিজ নিজ ইউনিটে গুণগত পরিবর্তন আনতে পারবে।”

চার দিনব্যাপী এ প্রশিক্ষণ আগামী ২৯ জুন সমাপ্ত হবে। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন কর্মশালা, নেতৃত্ব কার্যক্রম ও স্কাউট মূল্যবোধভিত্তিক চর্চায় যুক্ত থাকবেন।

আলহাজ্ব নুরুল ইসলাম চিশতি (রহঃ)’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

0

সংবাদ বিজ্ঞপ্তি

সর্বজন শ্রদ্ধেয় সুন্নী ব্যক্তিত্ব কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা, জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর উদ্যোক্তা এবং গরীবে নেওয়াজ হযরত খাজা মঈন উদ্দিন চিশতি আজমেরী (রহ.)-এর ওরশ শরীফের প্রবর্তক আলহাজ্ব নুরুল ইসলাম চিশতি (রহঃ)-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি ও মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, ফিশারী ঘাট হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদের সভাপতি এবং একজন খাঁটি আশেকে রাসূল (সা.)।

এই উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুন) কক্সবাজার সদরের নতুন বাহারছড়া এলাকার নিজ বাসভবনে মরহুমের পরিবারের উদ্যোগে আয়োজিত হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি। এর মধ্যে রয়েছে খতমে কুরআন, খতমে খাজেগান ও খতমে গাউছিয়া শরীফ। এছাড়া কবর জিয়ারত, মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।

উখিয়ায় ৪ হাজার ইয়াবাসহ মিনি বাস আটক, চালক গ্রেপ্তার

0

উখিয়া সংবাদদাতা ;

কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আসামি ও একটি সিভিল মিনি বাস আটক করেছে। বুধবার (২৫ জুন) বিকাল ৩টা ২৫ মিনিটে উখিয়ার ইমামের ডেইল চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ টহল দল টেকনাফ থেকে কক্সবাজারগামী “নীল দরিয়া” নামক একটি যাত্রীবাহী মিনি বাসে তল্লাশি চালায়। তল্লাশির সময় বাসটির ইঞ্জিন কভারের নিচ থেকে কালো টেপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পরে সেটি খুলে গণনা করলে মোট ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বাসের চালক মো. রুবেল (৩৭), পিতা- মৃত নবী হোসেন, গ্রাম- সুজাউ সওদাগর পাড়া, কক্সবাজার সদর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনের কথা স্বীকার করে এবং জানায়, এসব মাদক কক্সবাজারে নিয়ে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিল। বিজিবি ধারণা করছে, পূর্বেও এ বাসটি মাদক পাচারে ব্যবহার করা হয়ে থাকতে পারে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় আটক চালক, জব্দকৃত মাদক এবং বাসটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “সীমান্তে মাদক, চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আমাদের প্রতিটি টহলদল কৌশলগতভাবে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।”

চকরিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার, ১৫০০ শিক্ষার্থী পেল চারা

0

এম. মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা ও সার এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ ফেরদৌসি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. আরিফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মহিউদ্দিন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান আরিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

চকরিয়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) রাজিব দে জানান, চলতি খরিপ-২ মৌসুমে আমন ধানের উন্নত জাতের বীজ, রাসায়নিক সার এবং গ্রীষ্মকালীন সবজির বীজ ও হাইব্রিড জাতের মরিচ বীজ প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ১৫০০ শিক্ষার্থীদের মাঝে নারকেল, তাল, আম, জাম, বেল, কাঁঠাল, নিমসহ চার প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

মগবাজার থেকে গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

0

বিতর্কিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, “আমরা আজ দুপুরে মগবাজার এলাকা থেকে সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছি। তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।”

এর আগে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালসহ তিন সাবেক নির্বাচন কমিশনার এবং তৎকালীন নির্বাচন কমিশন সচিবসহ ২৪ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলার আবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মামলায় উল্লেখ করা হয়, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে এদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভোট কারচুপি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ রয়েছে।

হাবিবুল আউয়াল ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি বিতর্কিত সাবেক সিইসি কে এম নুরুল হুদার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আমলে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ বলে আখ্যা দেয়।

এর আগে গত রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে স্থানীয় জনতা জুতার মালা পরিয়ে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সোমবার আদালতে হাজির করার পর তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

রাজনৈতিক উত্তাপের মধ্যেই সাবেক নির্বাচন কমিশনকে ঘিরে মামলার আবেদন, জনতার প্রতিক্রিয়া ও ধারাবাহিক গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনি বাধা নেই

0

নির্বাচন কমিশন থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেনসহ ১০১ জন আইনজীবী। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনা আক্তার লাভলী এবং লাবাবুল বাসার স্বাক্ষরিত বিবৃতিটি জানানো হয় এই মত।

বিবৃতিতে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪(৩) এবং অন্যান্য বিদ্যমান আইন অনুসারে এনসিপির শাপলা প্রতীক বরাদ্দ পেতে কোনো আইনগত বাধা নেই বলে উল্লেখ করে বলা হয়, ১৯৭২ সালের অর্ডারের তৃতীয় তফসিল এবং ১৯৭২ সালের বিধিমালার পরিশিষ্ট-ক তে জাতীয় প্রতীকের নকশা অংকিত আছে। নকশা অনুযায়ী জাতীয় প্রতীক হচ্ছে লালচে এবং হলুদ রঙের যুগল বৃত্তের ভেতরে লালচে এবং হলুদ রঙে অংকিত পানির ওপর ভাসমান শাপলা ফুল, দু’পাশে দুটি ধানের শীষ, উপরে তিনটি সংযুক্ত পাট পাতা যার ঠিক দুই পাশে দুটি করে চারটি তারকার সন্নিবেশ ও সামষ্টিক রূপ। অর্থাৎ জাতীয় প্রতীকের নকশা এবং রঙ ১৯৭২ সালের অর্ডারের ৩য় তফসিল ও বিধিমালার পরিশিষ্ট-ক দ্বারা সুনির্দিষ্ট। তাছাড়া জাতীয় প্রতীকের শাপলাটি পানিতে ভাসমান কিন্তু এনসিপি ‘ভাসমান শাপলা’ প্রতীক হিসেবে চায়নি।

একাধিক রাজনৈতিক দলের প্রতীকে হিসেবে জাতীয় প্রতীকের উপাদান বরাদ্দ দেওয়ার নজির উপস্থাপন করে বিবৃতিতে বলা হয়, ধানের শীষ, শাপলা, পাটপাতা এবং তারকা আলাদা আলাদা করে চারটি ভিন্ন ভিন্ন বিষয়। আর এই চারের সমষ্টিই হচ্ছে জাতীয় প্রতীক, যা দুই রঙের দুটি বৃত্ত দ্বারা পরিবেষ্টিত। জাতীয় প্রতীকের উপাদানের মধ্যে দুইটি উপাদান ইতোমধ্যে দুইটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দকৃত। সুতরাং প্রয়োজনীয় শর্ত পূরণসাপেক্ষে এনসিপির নিবন্ধিত হবার বিষয়ে নির্বাচন কমিশন আইন মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং প্রতীকের তালিকায় সংযোজনপূর্বক শাপলা প্রতীকটি এনসিপিকে বরাদ্দ দিবে বলে বিবৃতিদাতা আইনজীবীরা আশা প্রকাশ করেন।

দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবে একমত বিএনপি

0

একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত বিএনপি। তবে সাংবিধানিক নিয়োগ কমিটির প্রস্তাবে রাজি নয় দলটি।

বুধবার (২৫ জুন) ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাউদ্দিন আহমদ বলেন, ৫ম সংশোধনীর মূলনীতি ও নতুন প্রস্তাবে রাজি হয়েছে বিএনপি। তবে তাতে ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি। সাংবিধানিক নিয়োগ কমিটি নিয়ে বিদ্যমান আইনে কমিশন বা সার্চ কমিটি করে দিলেই হবে। সেখানে সংস্কার করে জবাবদিহিতা আনাই উদ্দেশ্য। যাতে তারা নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে। তাহলে সংবিধানে নতুন করে একটা বডি তৈরি করা লাগে না।

তিনি আরও বলেন, আইনের সংস্কার না করে নির্বাহী বিভাগকে দুর্বল করার মানে হয় না। একদল স্বৈরাচার হয়েছিল বলে নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে আনার প্রয়োজন নেই। তাই এই নিয়োগ কমিটি নিয়ে বিএনপি একমত নয়। দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় তা নিয়ে আলাপ হয়েছে। এই প্রস্তাবে একমত বিএনপি।

চকরিয়ায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উন্নত জাতের বকনা ও ষাড় বাছুর বিতরণ

0

এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় সুফলভোগীদের মাঝে উন্নত জাতের বকনা ও ষাড় বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারির মাধ্যমে এই বাছুর বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. আরিফ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসিসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

ইউএনও মো. আতিকুর রহমান জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ৫০০ পরিবারের মধ্যে থেকে যাচাই-বাছাইকৃত ১৪৫টি পরিবারকে এই প্রকল্পের আওতায় গরু বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বুধবার ৮২ জন উপকারভোগীকে লটারির মাধ্যমে উন্নত জাতের বকনা ও ষাড় বাছুর হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পারিবারিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে তাদের মাঝে হাঁস-মুরগি, ঢেউটিনসহ বিভিন্ন উপকরণও বিতরণ করা হয়েছে।”