Saturday, July 5, 2025
PalongTV OnlinePalongTV Online
Home Blog Page 9

মগবাজার থেকে গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

0

বিতর্কিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, “আমরা আজ দুপুরে মগবাজার এলাকা থেকে সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছি। তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।”

এর আগে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালসহ তিন সাবেক নির্বাচন কমিশনার এবং তৎকালীন নির্বাচন কমিশন সচিবসহ ২৪ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলার আবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মামলায় উল্লেখ করা হয়, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে এদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভোট কারচুপি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ রয়েছে।

হাবিবুল আউয়াল ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি বিতর্কিত সাবেক সিইসি কে এম নুরুল হুদার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আমলে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ বলে আখ্যা দেয়।

এর আগে গত রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে স্থানীয় জনতা জুতার মালা পরিয়ে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সোমবার আদালতে হাজির করার পর তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

রাজনৈতিক উত্তাপের মধ্যেই সাবেক নির্বাচন কমিশনকে ঘিরে মামলার আবেদন, জনতার প্রতিক্রিয়া ও ধারাবাহিক গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

চকরিয়ায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উন্নত জাতের বকনা ও ষাড় বাছুর বিতরণ

0

এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় সুফলভোগীদের মাঝে উন্নত জাতের বকনা ও ষাড় বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারির মাধ্যমে এই বাছুর বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. আরিফ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসিসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

ইউএনও মো. আতিকুর রহমান জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ৫০০ পরিবারের মধ্যে থেকে যাচাই-বাছাইকৃত ১৪৫টি পরিবারকে এই প্রকল্পের আওতায় গরু বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বুধবার ৮২ জন উপকারভোগীকে লটারির মাধ্যমে উন্নত জাতের বকনা ও ষাড় বাছুর হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পারিবারিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে তাদের মাঝে হাঁস-মুরগি, ঢেউটিনসহ বিভিন্ন উপকরণও বিতরণ করা হয়েছে।”

দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবে একমত বিএনপি

0

একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত বিএনপি। তবে সাংবিধানিক নিয়োগ কমিটির প্রস্তাবে রাজি নয় দলটি।

বুধবার (২৫ জুন) ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাউদ্দিন আহমদ বলেন, ৫ম সংশোধনীর মূলনীতি ও নতুন প্রস্তাবে রাজি হয়েছে বিএনপি। তবে তাতে ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি। সাংবিধানিক নিয়োগ কমিটি নিয়ে বিদ্যমান আইনে কমিশন বা সার্চ কমিটি করে দিলেই হবে। সেখানে সংস্কার করে জবাবদিহিতা আনাই উদ্দেশ্য। যাতে তারা নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে। তাহলে সংবিধানে নতুন করে একটা বডি তৈরি করা লাগে না।

তিনি আরও বলেন, আইনের সংস্কার না করে নির্বাহী বিভাগকে দুর্বল করার মানে হয় না। একদল স্বৈরাচার হয়েছিল বলে নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে আনার প্রয়োজন নেই। তাই এই নিয়োগ কমিটি নিয়ে বিএনপি একমত নয়। দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় তা নিয়ে আলাপ হয়েছে। এই প্রস্তাবে একমত বিএনপি।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

0

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে ওমর মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ১১ বিজিবির আওতাধীন জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ নম্বর সীমান্ত খুঁটির প্রায় ৪০০ মিটার ভেতরে মিয়ানমার ভূখণ্ডে এ ঘটনা ঘটে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আরাকান আর্মি নিয়ন্ত্রিত অংথ্রাবে ক্যাম্পের কাছে আগে থেকে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। আহত ওমর মিয়া কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবের মিয়ার পুত্র।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সূত্র জানিয়েছে, আহত ব্যক্তি সীমান্তে চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং মিয়ানমার থেকে বার্মিজ গরু ও মাদক আনতে গিয়ে বিস্ফোরণের শিকার হন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

চকরিয়ায় বন্যপ্রাণীতে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ও বৃক্ষরোপণ অভিযান

0

এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের উদ্যোগে এবং চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে চকরিয়া উপজেলা পরিষদ হলরুম ‘মোহনা মিলনায়তনে’ এ চেক বিতরণ অনুষ্ঠান ও বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন জানান, বনবিভাগের পক্ষ থেকে চকরিয়া উপজেলায় বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যক্তিকে মোট ৬ লাখ ৫০০ টাকার সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে।

এছাড়াও জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৫-এর অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নিয়মিতভাবে বনবিভাগ এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে।

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে এক লাখ বার্মিজ ইয়াবা উদ্ধার

0

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। বুধবার (২৫ জুন) ভোররাতে সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

৩৪ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুই ব্যক্তিকে দুটি কাপড়ের ব্যাগ হাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এই সফল অভিযান আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, বিজিবির নিয়মিত তৎপরতার কারণে সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বোধ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ঘুমধুম সীমান্ত দিয়ে ইয়াবা পাচার বেড়েছে। তাই মাদক ঠেকাতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

বদরখালীতে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

0

সিবিএন ডেস্ক:

চকরিয়া উপজেলার বদরখালী বাজারসংলগ্ন ‘আদমের দিঘী’ থেকে মোহাম্মদ লাদেন (শারীরিক প্রতিবন্ধী) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মোহাম্মদ লাদেন। তিনি চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ছয়কুরিটিক্কা পাড়ার বাসিন্দা এজহারুল ইসলাম এবং মাতার নাম রাশেদা বেগমের সন্তান।

পুলিশ জানায়, নিহত লাদেন মাঝেমধ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে কীভাবে তিনি দিঘীতে এলেন বা মৃত্যুর কারণ কী, তা এখনও জানা যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ গুরুত্বসহ তদন্ত চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত বছরও একই স্থান থেকে মানসিকভাবে প্রতিবন্ধী এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছিল।

বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা

0

আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় প্রায় ৮২ হাজার কম।

করোনাভাইরাসের নতুন ধরন এবং ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ৩৩ দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। প্রতিটি কেন্দ্রে থাকবে মেডিকেল টিম, বাধ্যতামূলক মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার, মশক নিধনের ব্যবস্থা এবং জনসমাগম এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি।

একই সঙ্গে প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে ট্রেজারিতে প্রশ্ন সংরক্ষণ, অব্যবহৃত প্রশ্ন অক্ষত ফেরত পাঠানো, ও উত্তরপত্র পুলিশের পাহারায় বোর্ডে জমা দেওয়ার নিয়ম চালু করা হয়েছে।

এ বছর নকল ও অনিয়ম রোধে সারা দেশে ২৯৫টি ভেন্যু বাতিল করা হয়েছে, যার মধ্যে কুমিল্লা বোর্ডেই ১৫০টি ও ঢাকা বোর্ডে ৭০টি। পরীক্ষার তত্ত্বীয় অংশ চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১১ আগস্ট থেকে।

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ইমাদ সিকদারের বক্তব্য ও ভুল তথ্যের নিরসন

0

আসসালামু আলাইকুম।

আমি ইমাদ সিকদার। রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
আমি চট্টগ্রাম সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজে অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত। পড়ালেখার পাশাপাশি সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত।
বাবার হাত ধরে আমি ছোট বেলা থেকেই সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হই। এলাকার গরিব অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছি। এলাকাবাসীর যেকোনো বিপদে আপদে ছুটে যাই। সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি।
আমার সবচেয়ে বড় শক্তি হলো গরিব অসহায় মানুষের দোয়া এবং ভালোবাসা।
গত কয়েকদিন ধরে, কিছু নিউজ পোর্টালে আমার নামে মিথ্যা অভিযোগে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়। এসব সংবাদে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তার ১ শতাংশও প্রমাণ দিতে পারবেনা।
যদি আমার বিরুদ্ধে অভিযোগের সঠিক প্রমাণ কেউ দিতে পারেন, সব দোষ মাথা পেতে নিবো।
মূলত: এলাকার কিছু অসাধু লোক আমার সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সংবাদ কর্মীদের মাধ্যমে প্রশাসন ও এলাকাবাসীকে বিভ্রান্ত করছে।
এলাকার সামাজিক ও রাজনৈতিক একটি প্রতিপক্ষ আমাকে দীর্ঘদিন ধরে হয়রানি করছে। আমার মসৃণ যাত্রাপথ ঠেকিয়ে দেওয়ার মিশনে নেমেছে। চিহ্নিত চক্রটি অবৈধ টাকার বিনিময়ে আমাকে বিনাদোষে বিপদে ফেলার চেষ্টা করছে।
দুঃখজনক হলো, গত ১৯ জুন রামু থানায় একটি অস্ত্র মামলা হয়। উক্ত মামলায় বিনা দোষে আমাকে ৫নং আসামি করেছে। নিউজে দেখলাম রুবেল নামক এক ব্যক্তি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। ওই মামলায় আমি কেন আসামি হলাম, নিজেও জানিনা।
আমি প্রশাসনের কাছে চ্যালেঞ্জ ছুড়ে বলতে চাই, আটককৃত রুবেল এবং উদ্ধারকৃত অস্ত্রের সাথে যদি আমার কোন সম্পৃক্ততা পাওয়া যায়, আমি আমার বিরুদ্ধে আনীত সব মিথ্যা অপবাদ মাথা পেতে নিবো। আমার জীবনচলা, কর্মকান্ড ও লেনদেন তদন্ত করা হোক।
দীর্ঘ দিন ধরে একটি মহল আমার সামাজিক মান ক্ষুন্ন করতে মরিয়া। তাদের মিশন থেমে নেই। যে কোন ঘটনায় আমাকে জড়িয়ে দিতে চেষ্টা করে যাচ্ছে।
আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, সঠিক তদন্ত করুন। আমার এলাকায় খোঁজখবর নেন।
আমার এলাকার প্রতিটি ঘরে ঘরে বলবে, আমি ইমাদ সিকদার কোন প্রকৃতির লোক। সমাজের জন্য আমি উপকারী নাকি ক্ষতিকর, এলাকাবাসীর সঙ্গে কথা বলে স্পষ্ট হবেন।
দেশপ্রেমিক সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে ইমাদ সিকদার বলেন, দেশের কঠিন মুহূর্তেই আপনাদের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। আপনারা দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক। আপনাদের কাছে সঠিক এবং ন্যায় বিচার পাবো বলে আশা করি। আজীবন সততার সাথে এবং ন্যায়ের পথে থেকে জীবন পরিচালনা করেছি। আল্লাহ আমার সহায় হবেন।

ইমাদ সিকদার
পিতা: আলহাজ্ব ইদ্রিস সিকদার
ঠিকানা: পশ্চিম তিতার পাড়া, কচ্ছপিয়া, রামু, কক্সবাজার।

ষড়যন্ত্রের কবলে পিএমখালীর সমাজসেবক আব্বাস উদ্দিন -পরিবারের দাবি

0

বার্তা পরিবেশক:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের সমাজ সেবক আব্বাস উদ্দিনের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। কখনো তার উপর হামলা আবার কখনো আওয়ামীলীগের দোসর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে কিছু কতিপয় কুচক্রী মহল। সর্বশেষ রবিবার সকালে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আব্বাস উদ্দিনকে তার প্রতিপক্ষের লোকজন আটক করিয়েছে বলে দাবী করেছেন তার পরিবার। আব্বাস উদ্দিনের স্ত্রী রোজিনা আক্তার দাবী করেন আটকের পর বিভিন্ন অনলাইনে আব্বাস উদ্দিনকে আওয়ামীলীগের নেতা দাবী করা হয়েছে।অথচ তিনি দীর্ঘদিন এলাকার সমাজ প্রতিনিধি হয়ে মানুষের পাশে থেকেছে।এলাকার মানুষের সেবায় নিজেকে আত্মসমর্পণ করে চলেছেন।পিএম খালীর গোলার পাড়া সমাজ কমিটির সভাপতি ও মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি/সম্পাদক হওয়াতে তাকে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তির সাথে সাক্ষাৎ করতে হয় যা তাল কে তিল বানানোর অপপ্রচার চালাচ্ছে স্বার্থান্বেষী মহল।এলাকার গরীব মানুষের ভাগ্যন্নয়নে প্রবাস জীবন থেকে আসার পর থেকে কাজ করে আসছেন আব্বাস উদ্দিন। এলাকার রাস্তা-ঘাট, মসজিস কবরস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে তিনি জড়িত যা কিছু অসৎ লোকের কাছে বিষের কাটা হয়ে দাড়িয়েছে।তারই পরিপ্রেক্ষিতে এডিটেড কিছু ছবি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত একটি মহল। আব্বাস উদ্দিনের স্ত্রী বলেন, যেহেতু পুলিশ আটক করেছে আমরা আইনীভাবে সেটার সমাধান চাই। এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।