
বিতর্কিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, “আমরা আজ দুপুরে মগবাজার এলাকা থেকে সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছি। তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।”
এর আগে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালসহ তিন সাবেক নির্বাচন কমিশনার এবং তৎকালীন নির্বাচন কমিশন সচিবসহ ২৪ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলার আবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মামলায় উল্লেখ করা হয়, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে এদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভোট কারচুপি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ রয়েছে।
হাবিবুল আউয়াল ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি বিতর্কিত সাবেক সিইসি কে এম নুরুল হুদার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আমলে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ বলে আখ্যা দেয়।
এর আগে গত রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে স্থানীয় জনতা জুতার মালা পরিয়ে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সোমবার আদালতে হাজির করার পর তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
রাজনৈতিক উত্তাপের মধ্যেই সাবেক নির্বাচন কমিশনকে ঘিরে মামলার আবেদন, জনতার প্রতিক্রিয়া ও ধারাবাহিক গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে।