Saturday, April 19, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeEnglishUNHCR condemns killing of Rohingya refugee leader

UNHCR condemns killing of Rohingya refugee leader

CBN desk :

UNHCR, the UN Refugee Agency, is deeply shocked and saddened by the tragic killing of Rohingya refugee leader Mr. Mohib Ullah in Cox’s Bazar yesterday. ,THE AGENCY condemnS this HEINOUS attack in the strongest possible terms.

MANY NGOs AND UN AGENCIES extend THEIR deepest condolences to Mohib Ullah’s family, and to the wider Rohingya refugee community who are mourning FOR his loss. THEY ALL urge the Bangladesh authorities to undertake an immediate investigation, and hold those responsible to THIS GRUESOME KILLINGS.

UNHCR is in contact with law enforcement agencies and governmental authorities in charge of maintaining safety and security for the Rohingya refugees living in the camps.

UNHCR has enhanced its staff presence in the camps to ensure that the Rohingya refugees have direct access to support services and can report their concerns BACK TO THE AUTHORITIES ., Protection and assistance services, including psychosocial support, are being provided to respond to the specific needs of individuals. Trained professionals and refugee volunteers are responding to helplines for refugees.

The Rohingya refugees fled to Bangladesh seeking safety and security from violence AND GENOCIDE , UNHCR continueS to work together with authorities and partners to ensure the safety, wellbeing and protection of Rohingya refugees.

Cox’s Bazar, 30 September 2021

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ ‘হত্যার’ ঘটনায় ইউএনএইচসিআরের নিন্দা

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া আশ্রয়শিবিরে অস্ত্রধারীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউএনএইচসিআর এ নিন্দা জানায়।

ঘটনার সঠিক তদন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের এ সংস্থাটি।

সংস্থাটি বলেছে— রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মুহিবুল্লাহর পরিবার এবং বৃহত্তর রোহিঙ্গা শরণার্থী সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অবিলম্বে বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের প্রতি এ ঘটনার সঠিক তদন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়, ইউএনএইচসিআর ক্যাম্পগুলোতে বসবাস করা রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

সংস্থাটি বলছে— ইউএনএইচসিআর ক্যাম্পগুলোতে এর কর্মীদের উপস্থিতি বাড়িয়েছে, যেন রোহিঙ্গা শরণার্থীরা প্রয়োজনীয় সহায়তা ও সেবা পায় এবং তাদের যে কোনো উদ্বেগের কথা জানাতে পারে।

প্রসঙ্গত গত বুধবার রাতে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে সশস্ত্র একদল লোক রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এর পর তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

PalongTV Online
PalongTV Onlinehttps://palongtv.online
Hi, You can Find Latest news in our Website
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments